India vs Sri Lanka: নেতা রোহিতের কাছে গোলাপি বল টেস্টের পর কোন ক্রিকেটার কেমন সার্টিফিকেট পেলেন জানেন?

বেঙ্গালুরুতে আড়াই দিনে পিঙ্ক বল টেস্ট জেতার পর দলের প্রত্যেকের প্রশংসা করেছেন ভারত অধিনায়ক। তার মধ্যে থেকেই খানিকটা বেশি প্রশংসা পেয়েছেন ভারতীয় তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা ও শ্রেয়স আইয়াররা।

India vs Sri Lanka: নেতা রোহিতের কাছে গোলাপি বল টেস্টের পর কোন ক্রিকেটার কেমন সার্টিফিকেট পেলেন জানেন?
India vs Sri Lanka: নেতা রোহিতের কাছে গোলাপি বল টেস্টের পর কোন ক্রিকেটার কেমন সার্টিফিকেট পেলেন জানেন?Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Mar 14, 2022 | 8:48 PM

বেঙ্গালুরু: রোহিত শর্মা (Rohit Sharma) টিম ইন্ডিয়ার (Team India) ক্যাপ্টেনের দায়ভার কাঁধে তোলার পর থেকে ভারতের বিজয়রথ ছুটেই চলেছে। হিটম্যান ভারতের (India) তিন ফর্ম্যাটের অধিনায়ক হওয়ার পর সীমিত ওভারের সিরিজে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ভারত। এর পর শ্রীলঙ্কাকেও পরপর টি-২০ সিরিজ ও টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছেন রোহিতরা। এই নিয়ে তিনটি গোলাপি বল টেস্ট খেলল ভারত। দেশের মাটিতে হওয়া তিনটি গোলাপি বল টেস্টেই জিতেছে ভারত। বেঙ্গালুরুতে আড়াই দিনে পিঙ্ক বল টেস্ট জেতার পর দলের প্রত্যেকের প্রশংসা করেছেন ভারত অধিনায়ক। তার মধ্যে থেকেই খানিকটা বেশি প্রশংসা পেয়েছেন ভারতীয় তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা ও শ্রেয়স আইয়াররা।

ম্যাচের শেষে রোহিত জানান দলের পারফরম্যান্সে তিনি সন্তুষ্ট। রোহিত বলেন, “আমরা ভালো শুরু করেছি। আমি ব্যক্তিগতভাবে এবং একটি দল হিসেবে এটা বেশ উপভোগ করেছি। আমরা একটি দল হিসাবে কয়েকটি জিনিস অর্জন করতে চেয়েছিলাম, এবং আমরা সেটা করতে পেরেছি।”

রবিচন্দ্রন অশ্বিনকে দরাজ সার্টিফিকেট দিয়েছেন হিটম্যান। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০০ উইকেট নেওয়া প্রথম বোলার হলেন অশ্বিন। একই সঙ্গে আজ অশ্বিন ভেঙে দিয়েছেন ডেল স্টেইনের ৪৩৯ উইকেট নেওয়ার রেকর্ড। অশ্বিনের ব্যাপারে রোহিত বলেন, “ব্যক্তিগত দিক থেকে বলতে গেলে অশ্বিন আমার চোখে সর্বকালের সেরা প্লেয়ার। যখনই ওর হাতে বল তুলে দিই ও ম্যাচ জেতানোর মতো পারফর্ম করে দেখায়। তবে এখনও ওর খেলা কিন্তু অনেক বছর বাকি রয়েছে। তবে আমাদের সামনে এখনও অনেক কঠিন খেলা রয়েছে। আমি আশা করি ও কিন্তু মানসিক দিক থেকেও ভালো জায়গায় রয়েছে। তাই আমি মনে করি আগামীদিনেও ওর কাছ থেকে আরও ভালো পারফরম্যান্স আমরা দেখতে পেতে পারি।”

শ্রীলঙ্কার বিরুদ্ধে জাডেজার পারফরম্যান্সের ব্যাপারে তিনি বলেন, “আমরা জাদেজাকে একজন ব্যাটার হিসেবে বেড়ে উঠতে দেখেছি, এবং ও আরও ভালো পারফর্ম করছে বলে মনে হচ্ছে। ও দলকে শক্তিশালী করেছে, এবং ও একজন বোলার হিসেবেও উন্নতি করছে। এবং ও একজন দুর্দান্ত ফিল্ডারও, তাই ও একাই একটা কমপ্লিট প্যাকেজ।”

দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে শ্রেয়সের অবদান যথেষ্ট গুরুত্বপূর্ণ। দুই ইনিংসে যথাক্রমে ৯২ ও ৬৭ রান করেছেন শ্রেয়স। তাঁর ব্যাপারে রোহিত বলেন, “শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ যেখানে শ্রেয়স শেষ করেছিল সেখান থেকেই ফর্মটা ধরে রেখে ও টেস্ট সিরিজটা শুরু করেছিল। ও ভালোমতোই জানে রাহানে এবং পূজারার জায়গাটা নেওয়ার জন্য ও পা বাড়িয়েছে। কিন্তু ওর যা গুণ থাকা দরকার সবই আছে। ও যেখান থেকে শুরু করেছিল, তার থেকে অনেকটা উন্নতি করেছে।”

এই সিরিজের সেরার পুরষ্কার পেয়েছেন ঋষভ পন্থ। প্রথম ইনিংসে ৩৯ ও দ্বিতীয় ইনিংসে ৫০ রান করেন পন্থ। দ্বিতীয় ইনিংসে ভেঙে দেন কপিল দেবের ৪০ বছরের পুরনো রেকর্ড (২৮ বলে টেস্টে দ্রুততম হাফসেঞ্চুরি)। পন্থের ব্যাপারে রোহিত বলেন, “ঋষভ যেভাবে খেলে ও প্রতিটা ম্যাচেই আরও ভালো করছে। বিশেষ করে এই পরিস্থিতি। এটা আমরা ইংল্যান্ড সিরিজে দেখেছি (গত বছর) এবং এখনও দেখছি। কয়েকটি ক্যাচ এবং স্টাম্পিং ও করে দেখিয়েছে যার দ্বার বোঝা যায় ও কতটা আত্মবিশ্বাসী।”

টি-২০ সিরিজের পর টেস্ট সিরিজেও ভারতের কাছে হোয়াইটওয়াশ হতে হল শ্রীলঙ্কাকে। ম্যাচের শেষে শ্রীলঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নে বলেন, “আমি যদি ম্যাচ জিততাম তা হলে আমি আরও খুশি হতাম। একবার খেলা শুরু করার পর আমি শুরু করেছিলাম যে আমি একটি বড় রান পেতে পারি। একটা দল হিসেবে আমরা জানি আমরা একটি ভালো দল। আমরা কিন্তু ভালো শুরু করতে পারিনি। এবং বোলিং ইউনিটের দিক থেকে দেখতে হলে আমরা অনেকগুলো লুজ বল দিয়েছিলাম।” এই সিরিজের পরই সুরাঙ্গা লকমল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন। তাঁর ব্যাপারে করুণারত্নে বলেন, “আমার কেরিয়ারে দেখা সেরাদের মধ্যে একজন লকমল। আমি ওর জন্য খুব খুশি যে, ও কাউন্টি ক্রিকেটে যাচ্ছে এবং আমি জানি ও সেখানেও খুব ভালো করবে।”