কলকাতা: ভারতীয় টিমের অজি সফরে (India Tour of Australia) যাওয়ার দিন গোনা শুরু। দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। এ বার রোহিত ব্রিগেডের লক্ষ্য বর্ডার-গাভাসকর ট্রফি জয়। কিউয়িদের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে শোনা গিয়েছি, অজি সফরের প্রথম টেস্টে রোহিত শর্মাকে (Rohit Sharma) ভারতীয় টিম নাও পেতে পারে। এ বার মুম্বই টেস্টের শেষে রোহিতের সামনে সেই প্রশ্ন রাখা হয়েছিল। তাঁর গলায় অনিশ্চয়তার সুর।
২৫ রানে কিউয়িদের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্ট হারার পর রোহিত প্রেস কনফারেন্সে বলেন, ‘আমি সেখানে যাব কিনা, এখনও নিশ্চিত নয়। ভালোটাই আশা করছি।’ এর আগে গুঞ্জন উঠেছিল, দ্বিতীয় বার প্রেগন্যান্ট রোহিতের স্ত্রী ঋতিকা। এও জানা গিয়েছিল, ছোট্ট সামাইরার বোন বা ভাই আসতে চলেছে এ মাসের শেষে।
অজি সফর নিয়ে আশার সুরও শোনা গিয়েছে হিটম্যানের গলায়। তিনি বলেন, ‘সেখানে শেষ ২ টো টেস্ট সিরিজে ভালো খেলেছিলাম আমরা। কিছুদিন আগে সেখানে যাওয়ার চেষ্টা করব। ওই সিরিজে ভালো পারফর্ম করতে চাই। তারপর কী হবে, এখন থেকেই সেটা ভাবতে চাই না। দল হিসেবে এগিয়ে যেতে হবে। সেটাই ফোকাসে। অজিদের বিরুদ্ধে ওদের দেশের মাটিতে ভালো পারফর্ম করতে হবে। আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। ৫ ম্যাচের টেস্ট সিরিজ। ১ টা করে ম্যাচ ধরে এগোতে চাই। আমাদের আপাতত ফোকাস সেটাই। সিনিয়ররা রান পায়নি এটা চিন্তার বিষয়। কিন্তু যেটা হয়ে গিয়েছে, সেটা হয়ে গিয়েছে। একজন প্লেয়ার হিসেবে, অধিনায়ক হিসেবে এবং দলের অংশ হিসেবে আমাদের আগামীর কথা ভাবতে হবে। কীভাবে সবকিছু ঠিক করা যায় সেদিকে নজর দিতে হবে।’
এ বার রোহিত শর্মা পারথে হতে চলা ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টেস্টে যদি অনুপস্থিত থাকেন, তা হলে সকলেই এই সন্দেহ আরও গাঢ় হবে। ২২-২৬ নভেম্বর হবে ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট। তারপর অ্যাডিলেড টেস্টের মাঝে ১০ দিনের বিরতি পাবে দুই দল। ৬ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় ম্যাচ। ৫ টেস্টের সিরিজের প্রথম ম্যাচের সময় পিতৃত্বকালীন ছুটি নেন যদি রোহিত, দ্বিতীয় টেস্টের আগে আবার টিমে ফিরে যাবেন বলেই মনে করছে ক্রিকেট মহল।