Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli-Rohit Sharma:’মোটা হলেও বিরাটের মতো ফিট রোহিত’, কে বলছেন এমন কথা?

Ankit Kaliyar: কোচ হিসেবে অঙ্কিতের অভিজ্ঞতা কম নয়। রঞ্জি দলের পাশাপাশি মহম্মদ সিরাজ, নবদীপ সাইনি, মোহিত শর্মা এবং অন্যান্যদের সঙ্গে কাজ করেছেন। সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাত্কারে, অঙ্কিত বিরাটের দুর্দান্ত ফিটনেস, ইয়ো-ইয়ো টেস্টের গুরুত্ব এবং রোহিত শর্মার ফিটনেস নিয়ে নানা মন্তব্য করেছেন।

Virat Kohli-Rohit Sharma:'মোটা হলেও বিরাটের মতো ফিট রোহিত', কে বলছেন এমন কথা?
বিরাট কোহলি ও রোহিত শর্মাImage Credit source: ছবি: X
Follow Us:
| Edited By: | Updated on: Dec 11, 2023 | 3:34 PM

নয়াদিল্লি: ভারতীয় শিবিরে সবচেয়ে ফিট ক্রিকেটার কে? এক কথায় বেশিরভাগ মানুষ উত্তর দেবেন বিরাট কোহলি (Virat Kohli)। তবে শুধু বিরাটই নন, দারুণ ফিট রোহিত শর্মাও, এমনটাই মনে করেন ভারতের স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ অঙ্কিত কালিয়ার। কোচ হিসেবে অঙ্কিতের অভিজ্ঞতা কম নয়। রঞ্জি দলের পাশাপাশি মহম্মদ সিরাজ (Mohammed Siraj), নভদীপ সাইনি, মোহিত শর্মা এবং অন্যান্যদের সঙ্গে কাজ করেছেন। সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে, বিরাটের দুর্দান্ত ফিটনেস, ইয়ো-ইয়ো টেস্টের গুরুত্ব এবং রোহিত শর্মার ফিটনেস নিয়ে নানা মন্তব্য করেছেন অঙ্কিত। রোহিতের ফিটনেস নিয়ে কী বলছেন তিনি? বিস্তারিত TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বিরাট কোহলির ফিটনেস অজানা নয় কারও। ফিটনেস নিয়ে বরাবরই সচেতন বিরাট। যে কারণে তাঁকে ফিটনেস পাগলও বলা হয়। তাঁর সাফল্যের রহস্যই দুরন্ত ফিটনেস। এই প্রসঙ্গে টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে অঙ্কিত বলেন, ” বিরাট কোহলি খেলুক বা নাই খেলুক, ও কিন্তু নিজের ফিটনেস শিডিউল মেনে চলে। সবসময় পুষ্টিকর ডায়েট, প্রশিক্ষণের উপর জোর দেয়। শিডিউল ভাঙতে দেখা যায় না ওকে। অঙ্কিতের মতে, শুধু ভারত নয়, ক্রিকেট বিশ্বের সবচেয়ে ফিট খেলোয়াড় বিরাট। কথায়-কথায় ইয়ো ইয়ো টেস্টের প্রসঙ্গও টেনে আনেন অঙ্কিত। এই বিষয়ে তিনি বলেন, “এই পরীক্ষার কিছু প্যারামিটার থাকে। যাদের স্কোর ১৭ বা তার বেশি হয়, তারা ইয়ো-ইয়ো টেস্ট পাশ করে। এই পরীক্ষাতেই সিদ্ধান্ত নেওয়া হয় প্লেয়ার দলের অংশ হওয়ার উপযুক্ত কিনা।”

রোহিত শর্মার ফিটনেস নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, রোহিত শর্মাও শারীরিক ভাবে ফিট। ওঁর ফিটনেসও যথেষ্ট ভালো। রোহিত একটু মোটা হলেও সেটার কোনও প্রভাব পড়ে না ফিটনেসের উপর। ইয়ো-ইয়ো টেস্টে সবসময় পাশ করেন রোহিত, এও জানান অঙ্কিত। এই বিষয়ে অঙ্কিতের সংযোজন, “রোহিতও কিন্তু বিরাট কোহলির মতোই ফিট। একটু মোটা হলেও আমরা মাঠে দেখেছি স্পিড, রিফ্লেক্স অবাক করার মতো। ফিট ক্রিকেটারদের বন্ধনীতেই বরাবর থেকেছে রোহিত।”