Rohit Sharma: ভবিষ্যৎ জল্পনায় মুখ খুললেন রোহিত শর্মা, ইংল্যান্ড সিরিজের আগে বললেন…

India vs England ODI Series: ম্যাচের দ্বিতীয় দিন রোহিত অবশ্য পরিষ্কার করে দেন, সিডনি টেস্ট থেকে সরে দাঁড়িয়েছেন, এই ফরম্যাট থেকে নয়। কাল শুরু ভারত-ইংল্যান্ড ওয়ান ডে সিরিজ। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফি। ক্রিকেটের বাকি দুই ফরম্যাট থেকেও কি সরে দাঁড়াবেন রোহিত?

Rohit Sharma: ভবিষ্যৎ জল্পনায় মুখ খুললেন রোহিত শর্মা, ইংল্যান্ড সিরিজের আগে বললেন...
Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Feb 05, 2025 | 8:29 PM

বর্ডার-গাভাসকর ট্রফির আগে থেকেই জল্পনা। ভারতের চার সুপারস্টারের শেষ টেস্ট হতে পারে অস্ট্রেলিয়ায়, এমনটাই শোনা যাচ্ছিল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যোগ্যতা অর্জনের সম্ভাবনা শেষ হতেই আরও জোরালো হয় জল্পনা। সিরিজের মাঝপথেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। ব্যক্তিগত কারণে পারথ টেস্ট খেলেননি রোহিত। সিডনিতে সিরিজের শেষ টেস্টে নিজেকেই বিশ্রাম দিয়েছিলেন ক্যাপ্টেন রোহিত শর্মা। এরপর জল্পনা আরও বাড়ে। ম্যাচের দ্বিতীয় দিন রোহিত অবশ্য পরিষ্কার করে দেন, সিডনি টেস্ট থেকে সরে দাঁড়িয়েছেন, এই ফরম্যাট থেকে নয়। কাল শুরু ভারত-ইংল্যান্ড ওয়ান ডে সিরিজ। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফি। ক্রিকেটের বাকি দুই ফরম্যাট থেকেও কি সরে দাঁড়াবেন রোহিত?

ইংল্য়ান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছে ভারত। এ বার তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি। এই সিরিজে ভালো পারফর্ম করে মিনি বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার সুযোগ। তেমনই বিরাট-রোহিতের মতো সিনিয়রের কাছে এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘ ফরম্যাটে রানের মধ্যে নেই দু-জনই। বছরখানেক আগে শেষ বার ৫০ ওভারের ফরম্যাটে খেলেছিলেন বিরাট-রোহিতরা। সেখানে ভালো পারফর্ম করতে পারেননি। ভবিষ্যৎ জল্পনা নিয়ে মুখ খুললেন ক্যাপ্টেন রোহিত শর্মা।

ওয়ান ডে সিরিজ শুরুর আগে সাংবাদিক সম্মেলনে রোহিত শর্মা বলেন, ‘জানি না এই প্রশ্ন এখন কেন গুরুত্বপূর্ণ। আপাতত তিনটে ওয়ান ডে এবং চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে। আমার ভবিষ্যৎ নিয়ে কয়েকবছর ধরেই জল্পনা চলছে। আমি সেই জল্পনা নিয়ে কিছু বলতে চাই না। এই মুহূর্তে আমার কাছে তিনটি ওয়ান ডে এবং চ্যাম্পিয়ন্স ট্রফি বেশি গুরুত্বপূর্ণ। আমার ফোকাস পুরোপুরি এই দুটোতেই। পরের বিষয় পরে দেখা যাবে।’