কলকাতা: বিশ্বজয়ী ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma) বর্তমানে বিদেশে। সেখানে রোহিতের অনুরাগীরা তাঁকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন। ২৯ জুন ভারত টি-২০ বিশ্বকাপ জিতেছে। দেশকে বিশ্বকাপ (T20 World Cup) জিতিয়ে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকে অবসর জানিয়েছেন রোহিত। তার পর থেকে ক্রিকেট প্রেমীদের মনে প্রশ্ন উঁকি দিয়েছে যে, রোহিত ওডিআই ও টেস্ট কতদিন খেলবেন। এ বার ডালাসে এক অনুষ্ঠানে রোহিতের সামনে এই প্রশ্ন রাখা হয়েছিল। ভক্তদের এই প্রশ্নের উত্তরে কী বললেন হিটম্যান?
ওয়ান ডে এবং টেস্ট ক্রিকেট খেলা চালিয়ে যাবেন তো রোহিত শর্মা? চিন্তা নেই এ বার মার্কিন মুলুক থেকে খুশির খবর শোনালেন হিটম্যান। মার্কিন যুক্তরাষ্ট্রে একটি ইভেন্টে গিয়ে রোহিত বলেন, ‘আমি এখনও এত দূরের কথা ভাবিনি। আরও ভালো করে বললে আমার ভবিষ্যত সম্পর্কে কোনও সিদ্ধান্ত এখনই নিইনি। তাই আপনাদের এটা বলতে পারি, আমাকে আরও কিছুদিন খেলা চালিয়ে যেতে দেখবেন।।’ রোহিতের সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
At least you will see me playing for a while! Says Rohit Sharma in Dallas. pic.twitter.com/wADSJZj6b5
— Vimal कुमार (@Vimalwa) July 14, 2024
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকে রোহিত শর্মা ও বিরাট কোহলি একই দিনে বিদায় জানিয়েছেন। দিনটা ছিল বিশ্বকাপ ফাইনাল (২৯ জুন)। ম্যাচের সেরার পুরস্কার হাতে নিয়ে বিরাট প্রথমে টি-২০ ক্রিকেটকে বিদায় জানান। এরপর প্রেস কনফারেন্সে গিয়ে রোহিতও টি-২০ ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। তারপর থেকে ভারতীয় ক্রিকেট প্রেমীদের মন ভারাক্রান্ত। তার মাঝে রোহিতের এই ওডিআই ও টেস্টে খেলা চালিয়ের কথা অনেক ভারতীয় ক্রিকেট প্রেমী ও রোহিত ভক্তদের মন ভালো করে দেবে। এর আগে বোর্ড সেক্রেটারি জয় শাহ জানিয়েছিলেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন বিরাট-রোহিতরা। জয় শাহ এও বলেন, যে তিনি আশাবাদী ক্যাপ্টেন রোহিত শর্মার হাত ধরে ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব জিতবে ভারত।