কলকাতা: কিউয়িদের বিরুদ্ধে পুনেতে ঘুরে দাঁড়াতে পারবে রোহিত ব্রিগেড? টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ৮ উইকেটে নিউজিল্যান্ড প্রথম টেস্ট জেতার পর এই প্রশ্ন ভারতীয় ক্রিকেট মহলে ওঠা শুরু হয়ে গিয়েছে। এ বার বৃহস্পতিবার থেকে শুরু হবে পুনে টেস্ট। রোহিত শর্মা (Rohit Sharma) তাঁর আগে দিলেন বড় বার্তা। তিনি ভারত-নিউজিল্যান্ড (India vs New Zealand) প্রথম টেস্টের শেষে পরিষ্কার জানিয়েছেন, দলের কাউকে প্যানিক মেসেজ দিতে চান না। তবে দ্বিতীয় টেস্টে টিম ইন্ডিয়া ঘুরে দাঁড়াতে মরিয়া। এ কথাও ফুটে উঠেছে হিটম্যানের গলায়।
দেশের মাটিতে ৩৬ বছর পর নিউজিল্যান্ডের কাছে হেরেছে ভারত। কয়েকদিন আগেই শ্রীলঙ্কা সফরে গিয়ে হেরেছিল কিউয়িরা। সেই তাঁরাই রোহিত ব্রিগেডকে বেঙ্গালুরুতে আটকে দিল। এখান থেকে ঘুরে দাঁড়ানোই ভারতের পরবর্তী লক্ষ্য। ম্যাচ পরবর্তী প্রেস কনফারেন্সে রোহিত বলেন, ‘সিরিজের প্রথম টেস্ট কেউ হারতে চায় না। তবে ম্যাচে পিছিয়ে থাকলেও ভয় পাওয়ার দরকার নেই, এই বার্তাই টিমে দেওয়া ছিল। আমরা কামব্যাক করার চেষ্টা করেছিলাম। কিন্তু জিততে পারলাম না। পুনে টেস্টের কথা এ বার ভাবতে চাই। দলের কাউকে প্যানিক মেসেজ দিতে চাই না। কিন্তু এই পরিস্থিতিতে শক্ত থাকতে হবে। দ্বিতীয় টেস্টটা ভালো করার চেষ্টা করতে হবে।’
রোহিতের মতে প্রথম ইনিংসে তিন ঘণ্টা খারাপ খেলা কখনও বলে দিতে পারে না, ভারতীয় টিম টেস্টে কেমন খেলে। তিনি এই প্রসঙ্গে বলেন, ‘আমরা ভালো টেস্ট ক্রিকেট খেলেছি। পিছিয়ে থাকলে অনেকে এক্সট্রা অর্ডিনারি খেলার চেষ্টা করে। কিন্তু আমরা কিছু পরিবর্তন করার চেষ্টা করিনি। তবে হ্যাঁ আমরা ক্যাজুয়ালভাবে খেলি না। লড়াকু মনোভাবটা দলের সকলের মধ্যে রয়েছে। এই টেস্টে অনেক ভালো জিনিস হয়েছে। সামনে অনেকগুলো টেস্ট ম্যাচ আসছে। এই ম্যাচটা নিয়ে অনেক বেশি ভাবতে চাই না আমি। এর জন্য প্লেয়ারদের জাজ করার মানে হয় না। আর এই হারের ফলে আলাদা করে কারও সঙ্গে কথা বলার কারণ দেখছি না। আমরা চাপে পড়লেই ম্যাচে ঘোরার রাস্তা খুঁজি। সেটা নিয়ে আলোচনা করি। আমরা টেস্ট ম্যাচটা হেরেছি ঠিকই। কিন্তু মনে করি অনেক কিছু ভালো হয়েছি। আমি খুশি অনেকে যে ভাবে পারফর্ম করেছে।’
ভারত অধিনায়ক দলের প্রতি ক্রিকেটারের সঙ্গে আলাদা করে বরাবর কথা বলেন। কিন্তু ম্যাচ হেরে যাওয়ায় তাঁদের তলব করায় বিশ্বাসী নন। এই প্রসঙ্গে রোহিত বলেন, ‘আমি প্রতি সিঙ্গল ম্যাচের পরে সকলের সঙ্গে কথা বলি না। একটা ম্যাচ বা সিরিজ শেষে আমাদের মাইন্ডসেট বদলে যায় না। সকলেই জানে পরিস্থিতি কেমন। আমি কারও সঙ্গে আলাদা কথা বলব না। যাঁরা সুযোগ পাবে, তাঁদের ছাপ ফেলতে হবে। এই মেসেজটাই টিমে দেওয়া। এটা নিয়েই আমরা কথা বলি।’