Rohit Sharma: ‘সকলের ইয়ং ক্যাপ্টেন চাই’, টেস্টে অবসর নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা
Rohit Sharma Test Retirement: সকলকে চমকে দিয়ে বুধবার সন্ধেবেলা টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। জুনে ইংল্যান্ড সফর ভারতের। তার আগে এ ভাবে আচমকা রোহিত টেস্ট থেকে অবসর নেওযায় সকলে বলাবলি করছেন, চাপের কাছে নতিস্বীকার করেছেন রোহিত।

কলকাতা: জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন সকল ক্রিকেটার দেখেন। ভালো খেলার সুবাদে যখন নজর কাড়তে থাকেন সেই ক্রিকেটার, তারপর ভাবেন যদি দেশের হয়ে নেতৃত্ব দেওয়ার সুযোগ আসে, তার থেকে গর্বের কিছু হবে না। যে ক্রিকেটারই দেশের হয়ে নেতৃত্ব দেন, আলাদা গর্ব অনুভব করেন। এটাই স্বাভাবিক। এরপর যখন সেই ক্রিকেটার দেশের হয়ে সফল ভাবে নেতৃত্ব দেন এবং আসে অবসরের সময়, তখন অনেক কিছু ভিড় করে আসে। বুধবার (৭ মে) সকলকে চমকে দিয়ে সন্ধেবেলা টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন রোহিত শর্মা (Rohit Sharma)। ভারতের ক্যাপ্টেন হিসেবে সকলেই চান এক ‘ইয়ং প্লেয়ার’-কে, নিজে টেস্ট থেকে অবসর নিয়ে এমনটাই বলেছেন হিটম্যান। আর কী কী বলেছেন তিনি?
একদিকে আইপিএলে ব্যস্ত রোহিত। তারই মাঝে বুধবার নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে রোহিত টেস্ট থেকে অবসরের কথা জানিয়েছেন। রোহিত নিজের বিবৃতিতে লিখেছেন, ‘টেস্ট ক্রিকেট থেকে আমি অবসর নিচ্ছি। সাদা পোশাকে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা সম্মানের ব্যাপার। বছরের পর বছর ধরে পাশে থাকা এবং সমর্থন করার জন্য সকলকে ধন্যবাদ। আমি দেশের হয়ে ওডিআইতে খেলা চালিয়ে যাব।’
সম্প্রতি এক সাক্ষাৎকারে রোহিত ভারতের ক্যাপ্টেন হিসেবে নিজের সফর এবং চিন্তার কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘কখনও কখনও এমনটা হয় যে সকলের তরুণ অধিনায়ক চাই। যে ১০ বা ১৫ বছর নেতৃত্ব দিতে পারে। আমার তো মনে হত যে, সেই সুযোগ আমি পাব না। কিন্তু আমি চিরকাল কৃতজ্ঞ থাকব যে, আমি সেই সুযোগটা পেয়েছি।’
৩৮ বছর বয়স রোহিতের। আগামী ওডিআই বিশ্বকাপ ২০২৭ সালে। তখন রোহিতের বয়স হবে ৪০ বছর। যেহেতু ওডিআই ফর্ম্যাটে খেলা চালিয়ে যাবেন তিনি, তাই হিটম্যানের লক্ষ্য সাতাশের বিশ্বকাপ। নেতৃত্ব ছেড়ে হতাশ নন রোহিত। বরং মনে করছেন, সঠিক সময়েই ছাড়লেন ক্যাপ্টেন্সি। তাঁর কথায়, ‘আমি জানতাম যে ১০ বছর নেতৃত্ব দিতে পারতাম না। কিন্তু একইসঙ্গে এটাও জানতাম, যে সময়টা পাব, সেটার উপযুক্ত ব্যবহার করব। যেভাবেই হোক না কেন, আমাকে সর্বোচ্চ সেরাটা বের করে আনতে হবে।’
উল্লেখ্য, ২০১৩ সালে টেস্টে ডেবিউ হয়েছিল রোহিত শর্মার। তারপর খেলেছেন ৬৭টা টেস্ট। করেছেন মোট ৪৩০১ রান। ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে মোট ১২টি সেঞ্চুরি করেছেন রোহিত। আর সেই সঙ্গে এই ফর্ম্যাটে রোহিতের নামে রয়েছে ১৮টি হাফসেঞ্চুরিও।
