Rohit Sharma: আমি বারণ করা সত্ত্বেও… IPL শেষে রোহিত শর্মা হঠাৎ রেগে লাল

May 19, 2024 | 5:09 PM

IPL 2024: ১৭তম আইপিএল ভালো কাটেনি মুম্বই ইন্ডিয়ান্সের। গ্রুপ পর্বে ১৪টি ম্যাচ খেলে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্স জিতেছে মাত্র ৪টি ম্যাচে। রোহিতদের হার ১০টি ম্যাচে। এই পরিস্থিতিতে মুম্বইয়ের মরসুম শেষ হওয়ার পর হঠাৎই রেগে লাল রোহিত শর্মা।

Rohit Sharma: আমি বারণ করা সত্ত্বেও... IPL শেষে রোহিত শর্মা হঠাৎ রেগে লাল
আমি বারণ করা সত্ত্বেও... IPL শেষে রোহিত শর্মা হঠাৎ রেগে লাল
Image Credit source: BCCI

Follow Us

কলকাতা: একটা অডিয়ো আমার জীবন বরবাদ করে দিয়েছে… কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় মুম্বই ইন্ডিয়ান্সের (MI) প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) বলা এই কথাগুলো এক ভিডিয়ো আকারে ভাইরাল হয়েছিল। আইপিএলের সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসের ক্যামেরাম্যানের কাছে হাত জোড় করে অনুরোধ করেছিলেন রোহিত। যেন তাঁর বলা কোনও কথা রেকর্ড না করা হয়। এ বার তিনি এই বিষয়ে সরব হলেন।

ঘটনার সূত্রপাত, ইডেনে কেকেআর-মুম্বই ম্যাচের আগের দিনের এক ভিডিয়োকে কেন্দ্র করে। সেই ভিডিয়োটি কেকেআরের সোশ্যাল মিডিয়া সাইট X এ শেয়ার করা হয়েছিল। যেখানে কেকেআরের সহকারী কোচ অভিষেক নায়ারকে মুম্বইয়ের তারকা রোহিত শর্মাকে বলতে শোনা যায়, ‘এক এক জিনিস, ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। এগুলো ওদের ব্যাপার। আমি এই সব কিছুতে অত মাথা ঘামাই না। তবে যাই হোক না কেন, ওটা আমার বাড়ি, ওই যে মন্দির আছে, আমি সেটা তৈরি করেছি। ভাই আমার কী, আমার তো শেষ এটাই।’

ওই ভিডিয়োটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছিল। কেকেআর অবশ্য ভিডিয়োটি ডিলিট করে দিয়েছিল। অনেকেই মনে করেছিলেন, রোহিত মুম্বই শিবিরের অন্দরের খবর কেকেআরের সহকারী কোচকে শোনাচ্ছিলেন। এবং অনেকে আবার ধরে নিয়েছিলেন রোহিত মুম্বই জার্সিতে এ বছরই শেষ আইপিএল খেললেন। এরপরই রোহিত আইপিএলের সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসের কাছে আবেদন করেন, যেন তাঁর কোনও অডিয়ো রেকর্ড করা না হয়।

ব্যক্তিগত জীবন সকলের থাকে। রোহিত এ বার এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়া সাইট X এ লিখেছেন, ‘ক্রিকেটারদের জীবনে এখন অনেক অনাকাঙ্খিত অনুপ্রবেশ ঘটছে। প্রতিটি পদক্ষেপে এবং ব্যক্তিগত স্তরে আমাদের বন্ধু ও সতীর্থদের সঙ্গে আলোচনার সকল মুহূর্তকে রেকর্ড করছে ক্যামেরা। তা অনুশীলনের সময় হোক বা ম্যাচের দিনে হোক। স্টার স্পোর্টসকে আমার কথোপকথনের ভিডিয়ো রেকর্ড করতে বারণ করা সত্ত্বেও ওরা ঠিক সেটাই করেছে। এবং তা সম্প্রচারও করেছে। এর মাধ্যমে পুরোপুরি ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করা হল।’

এখানেই থেমে না থেকে রোহিত আরও লেখেন, ‘এক্সক্লুসিভ কনটেন্ট পেতে এবং শুধুমাত্র ভিউ ও এনগেজমেন্টের জন্য যা চলছে, তাতে সমর্থক, ক্রিকেটার এবং ক্রিকেটের মধ্যে ভরসা, বিশ্বাস ভেঙে যাবে। আশা করব শুভবুদ্ধির উদয় হোক।’

 

Next Article