Rohit Sharma: উইম্বলডনের ‘গার্ডেনে’ ঘুরে বেড়ালেন ভারতের বিশ্বজয়ী ক্যাপ্টেন রোহিত শর্মা

Jul 13, 2024 | 11:40 AM

Wimbledon 2024: রোহিত শর্মা উইম্বলডনের সবুজ ঘাসে দাঁড়িয়ে পোজ দেন। ক্রিকেটার, ফুটবলার, বলিউড তারকাদের এ বারের উইম্বলডনে দেখা গিয়েছে। ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকর, রবি শাস্ত্রীকেও প্রায়ই টেনিস খেলা দেখতে যান। উইম্বলডনেও তাঁদের একাধিকবার দেখা গিয়েছে।

Rohit Sharma: উইম্বলডনের গার্ডেনে ঘুরে বেড়ালেন ভারতের বিশ্বজয়ী ক্যাপ্টেন রোহিত শর্মা
উইম্বলডনের 'গার্ডেনে' ঘুরে বেড়ালেন ভারতের বিশ্বজয়ী ক্যাপ্টেন রোহিত শর্মা
Image Credit source: Wimbledon

Follow Us

কলকাতা: কেউ গার্ডেনে ঘুরবে না… একমাত্র বিশ্বজয়ী ক্যাপ্টেন রোহিত শর্মার (Rohit Sharma) সেই অধিকার রয়েছে। ভারতের অধিনায়কের বিখ্যাত ডায়ালগ এখন সকলের মুখে মুখে ঘোরে। তা হল, ‘গার্ডেন মে ঘুমনে ওয়ালে বান্দে’, ‘কোই ভি গার্ডেন মে ঘুমেগা তো’। দেশের মাটিতে হওয়া ইংল্যান্ড টেস্ট সিরিজের সময় সতীর্থদের উদ্দেশ্যে এমন কথা বলেছিলেন রোহিত। স্টাম্প মাইকে তা ধরা পড়ে। তারপর থেকে রোহিতের এই ডায়লগ ভাইরাল। আইপিএলের সময় সতীর্থ তিলক ভার্মাকে এক ম্যাচের অনুশীলনের ফাঁকে রোহিত প্রশ্ন করেছিলেন, ‘গার্ডেন মে ঘুমনে আয়ে হো ক্যায়া?’ তিলক স্লিপার পরে ইডেন গার্ডেন্সে এসেছিলেন বলে এ কথা তাঁকে বলেন রোহিত। মজার উত্তর দিয়ে তিলক বলেন, ‘হ্যাঁ ভাই গার্ডেনই তো। ইডেন গার্ডেন্স।’ যা শুনে হেসেছিলেন রোহিত। এ বার তিনি ঘুরলেন উইম্বলডনের (Wimbledon) গার্ডেনে।

রোহিত শর্মা উইম্বলডনের সবুজ ঘাসে দাঁড়িয়ে পোজ দেন। ক্রিকেটার, ফুটবলার, বলিউড তারকাদের এ বারের উইম্বলডনে দেখা গিয়েছে। ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকর, রবি শাস্ত্রীকেও প্রায়ই টেনিস খেলা দেখতে যান। উইম্বলডনেও তাঁদের একাধিকবার দেখা গিয়েছে। ফুটবলার অ্যারন রামসে, ডেভিড বেকহ্যামদেরও মাঝে মাঝেই দেখা যায়। এ বার প্রথম উইম্বলডনে কোনও ম্যাচ সামনে থেকে দেখলেন ভারতের বিশ্বজয়ী ক্যাপ্টেন। উইম্বলডন ভারতের ক্যাপ্টেনকে গ্র্যান্ড ওয়েলকাম জানিয়েছে।

প্রথম বার উইম্বলডনে হাজির হয়ে বিশ্বজয়ী ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘আমি এই পরিবেশ উপভোগ করার জন্য মুখিয়ে রয়েছি। আমি কখনও এখানে আসিনি। এই প্রথম বার উইম্বলডন লাইভ দেখব। আমি তাই কিছুটা উত্তেজিত। এখানকার পরিবেশটা উপভোগ করতে চাই। ক্রিকেট মাঠে পরিবেশ কেমন হয়, তা আমার জানা। প্রায় ৫০ হাজার দর্শক আমাদের দেখে। এটা একটা আলাদা অনুভূতি হবে। আমি কারও পক্ষ নিচ্ছি না। ভালো টেনিস উপভোগ করতে চাই। ক্রিকেটে যেমন বলা হয় সেরা টিম যেন জেতে। তেমনই আমি বলব সেরা প্লেয়ার যেন জেতে।’

Next Article