WTC Final 2023 : হেড-স্মিথদের কাছে পরিকল্পনা ব্যর্থ, হতাশায় সতীর্থদের উদ্দেশে গালিগালাজ রোহিতের!

আবহাওয়া দেখে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ক্যাপ্টেন রোহিত শর্মা। বিশ্বের এক নম্বর টেস্ট বোলার রবিচন্দ্রন অশ্বিনকে একাদশের বাইরে রেখে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দল সাজান। তাঁর সিদ্ধান্ত ব্যুমেরাং হয়েছে টেস্টের প্রথম দিন থেকেই।

WTC Final 2023 : হেড-স্মিথদের কাছে পরিকল্পনা ব্যর্থ, হতাশায় সতীর্থদের উদ্দেশে গালিগালাজ রোহিতের!
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jun 08, 2023 | 12:57 PM

লন্ডন: ওভাল স্টেডিয়ামে চলছে ভারত বনাম অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final 2023)। বুধবার ম্যাচের শুরুর দিকে নিয়ন্ত্রণ ভারতের হাতে ছিল। তবে ম্যাচ যত গড়িয়েছে ততই ম্যাচ অস্ট্রেলিয়ার দিকে ঝুঁকেছে। সারাদিনে মাত্র তিনটি উইকেট নিয়েছেন মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, শার্দূল ঠাকুররা। ভারতীয় বোলারদের পরিকল্পনাকে ব্যর্থ করে WTC ফাইনালের প্রথম দিনের শেষে ব্যকফুটে ভারত। সৌজন্যে অস্ট্রেলিয়ার দুই ব্যাটার ট্রাভিস হেড ও স্টিভ স্মিথ। হেড সেঞ্চুরি হাঁকিয়েছেন। স্মিথ সেঞ্চুরির দোরগোড়ায়। এই জুটির সৌজন্যের দিনের শেষে ৩ উইকেট হারিয়ে অজিদের খাতায় উঠেছে ৩২৭ রান। ভারতীয় বোলারদের নাকানিচোবানি খাইয়ে রানের পাহাড় গড়ার দিকে অস্ট্রেলিয়া। এমন পরিস্থিতিতে মেজাজ ঠিক রাখতে পারলেন না অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। মাঠেই সতীর্থদের উপর মেজাজ হারিয়ে গালিগালাজ জিতে দেখা গেল তাঁকে। বিস্তারিত TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

আবহাওয়া দেখে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ক্যাপ্টেন রোহিত শর্মা। বিশ্বের এক নম্বর টেস্ট বোলার রবিচন্দ্রন অশ্বিনকে একাদশের বাইরে রেখে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দল সাজান। তাঁর সিদ্ধান্ত ব্যুমেরাং হয়েছে টেস্টের প্রথম দিন থেকেই। ভারতের চার পেসার নিয়ে খেলার পরিকল্পনা মাঠে মারা গিয়েছে। স্টিভ স্মিথ, ট্র্যাভিড হেড ভারতীয় শিবিরের উপর চাপ বাড়িয়েছেন। এমন অবস্থায় রোহিতের ঠান্ডা ঠান্ডা কুল কুল থাকার কথা নয়। ওভালে টেস্টের প্রথম দিনের খেলা চলাকালীন একটি ভিডিয়ো ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দেখা যাচ্ছে, চেতশ্বর পূজারার উপর হতাশা উগরে দিচ্ছেন রোহিত। সতীর্থর উপর রীতিমতো চিৎকার করছেন তিনি।

বুধবার দিনের শেষ সেশনে ট্রাভিস হেড ও স্টিভ স্মিথের জুটি ভাঙার প্রবল প্রচেষ্টা চালিয়েছে ভারত। জুটি ভাঙার জন্য রবীন্দ্র জাডেজার হাতে বল তুলে দেওয়া হয়। সেইসময় ফিল্ডিং সেট করতে গিয়ে সতীর্থদের উপর রেগেমেগে অশ্রাব্য কথাবার্তা বলতে শুরু করেন রোহিত। মাঠে রোহিতের মেজাজ হারানো নতুন ঘটনা নয়। মহম্মদ সিরাজ, সামি, শার্দূল বা উমেশ যাদবরা মাঝের ওভারগুলিতে ম্যাচের রাশ টেনে ধরতে ব্যর্থ হন। রোহিতের মুখের কথাগুলিতে সেই হতাশাই ফুটে উঠেছে।