
কলকাতা: ফেয়ারওয়েল ম্যাচ কবে হবে? বহু চর্চিত এই প্রশ্নে এবার গর্জে উঠলেন বোর্ডের এক শীর্ষ কর্তা। বিরাট কোহলি আর রোহিত শর্মাকে নিয়ে জল্পনার শেষ নেই। রোজই নতুন নতুন বিষয় উঠে আসছে। যা নিয়ে ফের শুরু হয়ে যাচ্ছে নতুন গুঞ্জন। ইংল্যান্ড সফরের সময় থেকেই বলা হচ্ছে, বিরাট কোহলি ও রোহিত শর্মার জন্য কি টেস্টে ফেয়ারওয়েল ম্য়াচ আয়োজন করবে বোর্ড? যা নিয়ে এবার মুখ খুললেন বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা।
বোর্ড কখনও কোনও ক্রিকেটারকে অবসর নিতে বলে না। এই সিদ্ধান্ত সেই ক্রিকেটারের নিজের। এই যুক্তি তুলে ধরেই রাজীব শুক্লা বলে দিয়েছেন, ‘ওরা কি অবসর নিয়েছে? ওরা এখনও অবসর নেয়নি। রোহিত শর্মা এবং বিরাট কোহলি দু’জনেই ওয়ান ডে খেলছে। ওরা কিন্তু এখনও অবসর নেয়নি। তা হলে আপনারা এত কথা বলছেন কেন? ফেয়ারওয়েল নিয়ে এত চিন্তাই বা কীসের? দুটো ফর্ম্যাট থেকে অবসর একটা পার্ট। কিন্তু ওরা তো পূর্ণ অবসর নেয়নি। এখনও ওয়ান ডে খেলছে। সেই কারণেই বলব, এত ভাবনার দরকার নেই। বোর্ডের পলিসি খুব পরিষ্কার, আমরা কাউকেই অবসর নিতে বলি না। তারাই নিজেদের সিদ্ধান্ত নিজে নেয়। যখন কোনও ক্রিকেটার সেই সিদ্ধান্ত নেয়, আমরা তার সিদ্ধান্তকে সম্মান জানাই।’
এখানেই থামেননি রাজীব। রো-কো প্রসঙ্গে বলেছেন, ‘এই ব্যাপারটাতে মাথা গলানো মানে আমরা সীমা ছাড়াচ্ছি। আপনারা তো দেখছি, ওদের ফেয়ারওয়েল ইতিমধ্যেই ঠিক করে ফেলেছেন। বিরাট কোহলি ভীষণ ফিট ক্রিকেটার। রোহিত শর্মাও চমৎকার খেলছে। তা হলে ওদের ফেয়ারওয়েল নিয়ে এত চিন্তা কীসের?’
সামনে এশিয়া কাপ। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। এশিয়া কাপও তাই এই ফর্ম্যাটেই। বিরাট কোহলি, রোহিত শর্মা টি-টোয়েন্টিতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। এশিয়া কাপের পর অক্টোবরে অস্ট্রেলিয়ায় যাবে ভারত। সেখানে টি-টোয়েন্টির পাশাপাশি তিন ম্যাচের ওয়ান ডে সিরিজও রয়েছে। ওডিআই সিরিজে খেলার কথা বিরাট-রোহিতের।