Ravichandran Ashwin: ঐচ্ছিক অনুশীলন করলেন না বিরাট-রোহিতরা, ব্যাট হাতে প্রস্তুতিতে মগ্ন অশ্বিন
ICC World Cup: সামনে বিশ্বকাপের মহাযুদ্ধ। দেশের মাটিতে বিশ্বকাপ বলে ভারতের উপর বাড়তি প্রত্যাশা রয়েছে টিম ইন্ডিয়ার ভক্তদের। ১২ বছরের বিশ্বকাপ ট্রফির খরা কাটাতে মরিয়া বিরাট-রোহিতরা। বিশ্বকাপের আবহ তৈরি হয়ে গিয়েছে। আজ গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ওয়ার্ম আপ ম্যাচ।
গুয়াহাটি: একটানা ক্রিকেট খেলে চলেছে ভারতীয় দল। এ বার সামনে বিশ্বকাপের (Cricket World Cup 2023) মহাযুদ্ধ। দেশের মাটিতে বিশ্বকাপ বলে ভারতের উপর বাড়তি প্রত্যাশা রয়েছে টিম ইন্ডিয়ার ভক্তদের। ১২ বছরের বিশ্বকাপ ট্রফির খরা কাটাতে মরিয়া বিরাট-রোহিতরা। বিশ্বকাপের আবহ তৈরি হয়ে গিয়েছে। আজ গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ওয়ার্ম আপ ম্যাচ। গতকাল, ২৯ সেপ্টেম্বর ছিল ভারতের ঐচ্ছিক অনুশীলন। তাতে ভারতের মাত্র চারজন ক্রিকেটার প্র্যাক্টিসে ছিলেন। বিরাট-রোহিতরা ঐচ্ছিক অনুশীলনে ছিলেন না। কিন্তু শেষ বেলায় বিশ্বকাপের টিমে এন্ট্রি পাওয়া রবিচন্দ্রন অশ্বিনকে (Ravichandran Ashwin) দেখা গিয়েছিল ওই অনুশীলনে। শুধু তাই নয়, তাঁকে ব্যাটিং অনুশীলন করতেও দেখা গিয়েছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
Ravi Ashwin practicing reverse sweep in the nets. pic.twitter.com/eIXFgEwTcA
— Mufaddal Vohra (@mufaddal_vohra) September 30, 2023
বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়ারা ঐচ্ছিক অনুশীলন করেননি। কিন্তু নেটে দেখা গিয়েছিল শুভমন গিল, ঈশান কিষাণ, শার্দূল ঠাকুর এবং রবিচন্দ্রন অশ্বিনকে। ভারতীয় ক্রিকেট টিমের ইন্সটাগ্রামে শেয়ার করা ভিডিয়োতে এই ক্রিকেটারদের অনুশীলনে দেখা গিয়েছে। টানা ২০ মিনিট ধরে ব্যাটিং প্র্যাক্টিস করেন রবিচন্দ্রন অশ্বিন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্য শেষ হওয়া ৩ ম্যাচের ওডিআই সিরিজে ভারত ২-১ ব্যবধানে জিতেছে। ওই সিরিজের শেষ ম্যাচে খেলেছিলেন রোহিত-বিরাটরা। অন্যদিকে শুভমন, ঈশান, শার্দূল ও অশ্বিনরা বিশ্রামে ছিলেন। আট নম্বরে ব্যাটিংয়ে শার্দূল ঠাকুর খুব একটা ভরসা দিতে পারেননি রাহুল দ্রাবিড়-রোহিত শর্মাদের। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচের আগে তাই নেটে ৪৫ মিনিট অনুশীলন করলেন অশ্বিন। অলরাউন্ডার অক্ষর প্যাটেলের চোটের কারণে শেষ মুহূর্তে বিশ্বকাপের স্কোয়াডে নেওয়া হয়েছে রবিচন্দ্রন অশ্বিনকে। তাই তিনি চান মেন ইন ব্লুকে ব্যাটে ও বলে ভরসা দিতে।
প্রথমে অশ্বিন প্রচুর স্পিন বোলিংয়ের মোকাবিলা করেন। অভিজ্ঞ অলরাউন্ডার তারপর বেশ কয়েকটি সুইপ এবং রিভার্স সুইপ শট খেলার চেষ্টা করেন। এরপর অশ্বিন নেটে থ্রোডাউন স্পেশালিস্টের বলে প্র্যাক্টিস করেন। দীর্ঘ ব্যাটিং সেশনের পর, অশ্বিন প্রায় ৩০ মিনিট ধরে বোলিং অনুশীলন করেন। অশ্বিনের পাশাপাশি অলরাউন্ডার শার্দূল ঠাকুরকেও ব্যাটিং প্র্যাক্টিসে দেখা গিয়েছে।