Rohit Sharma ভিডিয়ো: ঝামেলায় জড়ালেন বুমরা-করুণ! রোহিতের রিয়্যাকশন ভাইরাল

Delhi Capitals vs Mumbai Indians: করুণের সঙ্গে কি এমন কিছুই হয়েছিল? করুণ ও বুমরার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। করুণ নায়ার ক্ষমাও চেয়ে নেন বুমরার কছে। বুমরা অবশ্য অন্য মেজাজে ছিলেন। এর মাঝে ভাইরাল রোহিত শর্মার রিয়্যাকশন।

Rohit Sharma ভিডিয়ো: ঝামেলায় জড়ালেন বুমরা-করুণ! রোহিতের রিয়্যাকশন ভাইরাল
Image Credit source: BCCI

Apr 14, 2025 | 4:12 PM

কলকাতা: মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচে নানা চড়াই-উতরাই দেখা গিয়েছে। শেষ অবধি রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। একটা সময় অবধি অবশ্য ম্যাচের নিয়ন্ত্রণ ছিল দিল্লির হাতে। দুর্দান্ত ব্যাটিং করেন ইমপ্যাক্ট হিসেবে নামা করুণ নায়ার। ২০২২-এর পর ফের আইপিএলের ম্যাচে করুণ। ভালো খেললে প্রতিপক্ষ প্লেয়ার মনসংযোগ ভাঙার চেষ্টাও করেন। করুণের সঙ্গে কি এমন কিছুই হয়েছিল? করুণ ও বুমরার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। করুণ নায়ার ক্ষমাও চেয়ে নেন বুমরার কছে। বুমরা অবশ্য অন্য মেজাজে ছিলেন। এর মাঝে ভাইরাল রোহিত শর্মার রিয়্যাকশন।

আইপিএলের এই মরসুমে প্রথম ম্যাচ খেললেন করুণ। সেখানেই অসাধারণ ব্যাটিং। ৪০ বলে ৮৯ রানের অনন্য ইনিংসে প্রত্যাবর্তন। রবিবার আইপিএলে ছিল ডবল হেডার। দিনের দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালস মুখোমুখি হয় মুম্বই ইন্ডিয়ান্সের। ড্রিঙ্কস বিরতিতে বাক্য বিনিময় করতে দেখা যায় বুমরা ও করুণ নায়ারের। বুমরার বিরুদ্ধে শুরু থেকেই শট খেলছিলেন করুণ। ম্যাচের এক মুহূর্তে করুণ রান নেওয়ার সময় বুমরার সঙ্গে ধাক্কা লাগে। সেখান থেকেই শুরু হয় বির্তক। ম্যাচের মাঝেও দুই জনের মধ্যে তীব্র তর্কাতর্কি হয়।

পরে মুম্বই ক্যাপ্টেন হার্দিক এসে ব্যাপারটা সামাল দিয়েছেন। দুই ক্রিকেটারের আগ্রাসনের মজা নিচ্ছিলেন রোহিত শর্মা! ওই সময় রোহিত শর্মাকে হাসতে দেখা যায়। তাঁর সেই রিয়্যাকশান ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অনেকেই মনে করছেন যে এই ঘটনায় বুমরার রিয়্যাকশান একটু অতিরিক্ত ছিল। এমনকি ধারাভাষ্যকাররাও মনে করছেন যে ঘটনাটি ঘটার ঠিক আগে করুণের ব্যাট থেকে যে বড় শট আসছিল তাতেই বুমরা বিরক্ত ছিলেন।