মুম্বই: উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম সংস্করণের দ্বিতীয় ম্যাচে স্মৃতি মান্ধানার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)- কে হারাল মেগ ল্যানিংয়ের দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। টসে জিতে দিল্লিকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন আরসিবি অধিনায়ক স্মৃতি। প্রথমে ব্যাটিং করে ২ উইকেট হারিয়ে ২২৩ রান তোলে দিল্লি। স্মৃতির আরসিবির সামনে টার্গেট ছিল ২২৪ রানের। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৩ রান তোলে আরসিবি। যার ফলে ৬০ রানের বড় ব্যবধানে জিতেছে দিল্লি। স্মৃতির দলের বিরুদ্ধে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সবেতেই দারুণ পারফর্ম করেছে দিল্লি। আরসিবির হয়ে সর্বাধিক রান করেছেন অধিনায়ক স্মৃতি মান্ধানা (৩৫)। আরসিবির হয়ে দ্বিতীয় সর্বাধিক রান করেছেন হেদার নাইট (৩৪)। দিল্লির হয়ে সর্বাধিক (৫টি) উইকেট নিয়েছেন তারা নরিস।
স্মৃতি মান্ধানার আরসিবির বিরুদ্ধে ৬০ রানের বড় জয় দিল্লি ক্যাপিটালসের।
একদিকে ৩৪ রান করে মাঠ ছাড়লেন হেদার নাইট। অন্যদিকে WPL-এর প্রথম ফাইফার পেলেন তারা নরিস।
আশা শোভানার উইকেট তুলে নিলেন শিখা পান্ডে। মাত্র ২ রান করে আউট হয়েছেন আশা। সপ্তম উইকেট হারিয়ে ফেলল আরসিবি
রিচা ঘোষের উইকেট নেওয়ার পর ক্রিজে আসেন কনিকা আহুজা। তারা নরিসের করা প্রথম বলের সামনে টিকতে পারেননি কনিকা। শূন্যে ফেরেন কনিকা।
বড় শট নিতে গিয়ে উইকেট উপহার দিয়ে এলেন রিচা ঘোষ। আরসিবিকে পঞ্চম উইকেট এনে দিলেন তারা নরিস। ২ রান করে ড্রেসিংরুমে ফিরে গেলেন বাংলার উইকেটকিপার-ব্যাটার রিচা।
১১তম ওভারে এলিস পেরির পর দিশা কাসতের উইকেট তুলে নিলেন আইসিসি সহযোগী দেশের ক্রিকেটার তারা নরিস। চতুর্থ ধাক্কা খেল আরসিবি।
তারা নরিস তুলে নিলেন এলিস পেরির উইকেট। ১৯ বলে ৩১ রান করে মাঠ ছাড়লেন পেরি। তৃতীয় ধাক্কা খেল আরসিবি।
আরসিবিকে জিততে হলে শেষের ১০ ওভারে ৬০ বলে ১৩৬ রান তুলতে হবে।
আরসিবি অধিনায়ক স্মৃতি মান্ধানার উইকেট তুলে নিলেন অ্যালিস ক্যাপসি। ২৩ বলে ৩৫ রান করে ফিরে গেলেন স্মৃতি।
সোফি ডিভাইনের উইকেট তুলে নিলেন অ্যালিস ক্যাপসি। প্রথম উইকেট হারাল আরসিবি। ১৪ রান করে ড্রেসিংরুমে ফিরে গেলেন সোফি। ডাইভ দিয়ে দারুণ ক্যাচ নিলেন শেফালি ভার্মা।
সামনে যখন ২২৪ রানের লক্ষ্য তখন শুরু থেকে বড় শট নিতে হবে এমনটাই স্বাভাবিক। আরসিবি অধিনায়ক স্মৃতিও সেই পন্থে অবলম্বন করেন। যোগ্য সঙ্গ দেন সোফি ডিভাইনও। ৪ ওভার শেষে ২৭ রানে ব্যাট করছেন স্মৃতি। সোফি রয়েছেন ১৪ রানে।
দ্বিতীয় ওভারে মারিজানে কাপের বলে আরসিবি অধিনায়ক স্মৃতি মান্ধানার ব্যাটে এল চার-ছয়।
টার্গেট ২২৪। আরসিবির হয়ে রান তাড়া করতে নামলেন স্মৃতি মান্ধানা এবং সোফি ডিভাইন।
আইসিসি পূর্ণ সদস্য দেশের বহু ক্রিকেটার থাকলেও সহযোগী দেশের একমাত্র ক্রিকেটার হিসেবে সুযোগ পেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের তারা নরিস। দিল্লি ক্য়াপিটালস তাঁকে বেস প্রাইস ১০ লক্ষ টাকাতে নিয়েছে।
পড়ুন বিস্তারিত – WPL 2023 থেকে পরিণত হওয়াই লক্ষ্য সহযোগী দেশের একমাত্র ক্রিকেটার তারার
প্রথমে ব্যাটিং করে ২ উইকেট হারিয়ে ২২৩ রান তুলল দিল্লি ক্যাপিটালস।
১৮.২ ওভারে দিল্লি ক্যাপিটালসের দলগত ২০০ রান পূর্ণ হল। হেদার নাইটের বলে ছক্কা হাঁকিয়ে দলকে ২০০-গণ্ডি পেরোতে সাহায্য করলেন মারিজানে কাপ।
১৮ ওভার শেষে ২ উইকেট হারিয়ে দিল্লি তুলেছে ১৯৫ রান। শেষ ২ ওভারে দিল্লি দু’শো রানের গণ্ডি পেরোতে পারে কিনা সেটাই দেখার।
ডব্লিউপিএলের ইতিহাসে প্রথম হাফসেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হরমনপ্রীত কৌর। এ বার উইমেন্স প্রিমিয়ার লিগের উদ্বোধনী সংস্করণে প্রথম সেঞ্চুরির রেকর্ড গড়ার সামনে ছিলেন শেফালি ভার্মা। দুরন্ত ছন্দে থাকা শেফালির উইকেট তুলে নিলেন হেদার নাইট। ৪৫ বলে ৮৪ রান করে আউট হয়েছেন অনুর্ধ্ব-১৯ মেয়েদের বিশ্বকাপজয়ী অধিনায়ক শেফালি ভার্মা। রিচার দুরন্ত স্টাম্পিং দেখা গেল।
দিল্লির অধিনায়ক মেগ ল্যানিংয়ের উইকেট তুলে নিলেন হেদার নাইট। প্রথম উইকেট হারাল দিল্লি। ৪৩ বলে ৭২ রান করে মাঠ ছাড়লেন ল্যানিং।
৩০ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন দিল্লির অধিনায়ক মেগ ল্যানিং
আরসিবির বিরুদ্ধে WPL-এ দিল্লির ওপেনার শেফালি ভার্মা প্রথম হাফসেঞ্চুরি করলেন।
৯.২ ওভারে দিল্লি ক্যাপিটালসের দলগত রান পূর্ণ হল।
আরসিবি বনাম দিল্লি ম্যাচের প্রথম চারের পর প্রথম ছয়টিও এল দিল্লির শেফালি ভার্মার ব্যাটে।
দ্বিতীয় ওভারে মেগান শুটের পঞ্চম বলে পুল শট খেলে চার রান তুলে নিলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক মেগ ল্যানিং। এই ওভারের শেষ বলেও চার এসেছে ল্যানিংয়ের ব্যাটে।
আরসিবি বনাম দিল্লি ম্যাচে প্রথম চার এল শেফালি ভার্মার ব্যাটে।
আরসিবির একাদশ – স্মৃতি মান্ধানা (অধিনায়ক), সোফি ডিভাইন, এলিস পেরি, রেনুকা সিং, রিচা ঘোষ, দিশা কাসত, কনিকা আহুজা, আশা শোভানা, হেদার নাইট, প্রীতি বোস ও মেগান শুট।
আরসিবির বিরুদ্ধে ৫ বিদেশি নিয়ে একাদশ সাজাল দিল্লি।
দিল্লির একাদশ – শেফালি ভার্মা, মেগ ল্যানিং (অধিনায়ক), মারিজানে কাপ, জেমাইমা রডরিগজ, অ্যালিস ক্যাপসি, জেস জোনাসন, তানিয়া ভাটিয়া, অরুন্ধতী রেড্ডি, শিখা পান্ডে, রাধা যাদব ও তারা নরিস।
টসে জিতে রবিবারের ডাবল হেডারের প্রথম ম্যাচে ফিল্ডিং বাছলেন আরসিবি অধিনায়ক স্মৃতি মান্ধানা।
রবি-বিকেলে উইমেন্স প্রিমিয়ার লিগের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি আরসিবি ও দিল্লি।
Hello from the Brabourne Stadium, CCI ?️?
It's time for a double-header on a Super Sunday ?@RCBTweets take on @DelhiCapitals in Match 2️⃣ of the #TATAWPL ??
Who are you rooting for❓ #RCBvDC pic.twitter.com/szeGUa0SpX
— Women's Premier League (WPL) (@wplt20) March 5, 2023
উইমেন্স প্রিমিয়ার লিগের সবচেয়ে তারকা সমৃদ্ধ এবং শক্তিশালী স্কোয়াড গড়েছে আরসিবি। দিল্লিও কিন্তু পিছিয়ে নেই। ফলে একটা হাড্ডাহাড্ডি ম্যাচের সাক্ষী হতে চলেছে ক্রিকেট প্রেমীরা। আরসিবি বনাম দিল্লি ম্যাচের প্রিভিউ পড়ুন – RCB vs DC Live Score, WPL 2023: রবি-বিকেলে ব্রেবোর্ন কাঁপাবে স্মৃতির আরসিবি ও ল্যানিংয়ের দিল্লি