RCB vs DC Highlights, WPL 2023 : দুরন্ত দিল্লি, আরসিবির বিরুদ্ধে ৬০ রানের বড় জয় মেগ ল্যানিংদের

| Edited By: | Updated on: Mar 05, 2023 | 7:02 PM

Royal Challengers Bangalore vs Delhi Capitals Live Score in Bengali: দেখুন ডব্লিউপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

RCB vs DC Highlights, WPL 2023 : দুরন্ত দিল্লি, আরসিবির বিরুদ্ধে ৬০ রানের বড় জয় মেগ ল্যানিংদের
ব্রেবোর্ন স্টেডিয়ামে মুখোমুখি আরসিবি এবং দিল্লিImage Credit source: Graphics - TV9Bangla

মুম্বই: উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম সংস্করণের দ্বিতীয় ম্যাচে স্মৃতি মান্ধানার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)- কে হারাল মেগ ল্যানিংয়ের দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। টসে জিতে দিল্লিকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন আরসিবি অধিনায়ক স্মৃতি। প্রথমে ব্যাটিং করে ২ উইকেট হারিয়ে ২২৩ রান তোলে দিল্লি। স্মৃতির আরসিবির সামনে টার্গেট ছিল ২২৪ রানের। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৩ রান তোলে আরসিবি। যার ফলে ৬০ রানের বড় ব্যবধানে জিতেছে দিল্লি। স্মৃতির দলের বিরুদ্ধে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সবেতেই দারুণ পারফর্ম করেছে দিল্লি। আরসিবির হয়ে সর্বাধিক রান করেছেন অধিনায়ক স্মৃতি মান্ধানা (৩৫)। আরসিবির হয়ে দ্বিতীয় সর্বাধিক রান করেছেন হেদার নাইট (৩৪)। দিল্লির হয়ে সর্বাধিক (৫টি) উইকেট নিয়েছেন তারা নরিস।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 05 Mar 2023 06:58 PM (IST)

    এক ঝলকে আরসিবির ইনিংস

    • স্মৃতির আরসিবির সামনে টার্গেট ছিল ২২৪ রানের।
    • নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৩ রান তোলে আরসিবি।
    • ফলে ৬০ রানের বড় ব্যবধানে জিতেছে দিল্লি।
    • আরসিবির বিরুদ্ধে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সবেতেই দারুণ পারফর্ম করেছে দিল্লি।
    • আরসিবির হয়ে সর্বাধিক রান করেছেন অধিনায়ক স্মৃতি মান্ধানা (৩৫)।
    • আরসিবির হয়ে দ্বিতীয় সর্বাধিক রান করেছেন হেদার নাইট (৩৪)।
    • দিল্লির হয়ে সর্বাধিক (৫টি) উইকেট নিয়েছেন তারা নরিস।
  • 05 Mar 2023 06:47 PM (IST)

    ৬০ রানে জিতল দিল্লি

    স্মৃতি মান্ধানার আরসিবির বিরুদ্ধে ৬০ রানের বড় জয় দিল্লি ক্যাপিটালসের।

  • 05 Mar 2023 06:39 PM (IST)

    নাইটকে ফেরালেন তারা

    একদিকে ৩৪ রান করে মাঠ ছাড়লেন হেদার নাইট। অন্যদিকে WPL-এর প্রথম ফাইফার পেলেন তারা নরিস।

  • 05 Mar 2023 06:27 PM (IST)

    ১৫ ওভারে আরসিবি ১১৬/৭

    • আরসিবির খেলা বাকি আর ৫ ওভারের।
    • ১৫ ওভার শেষে স্মৃতির দল ৭ উইকেট হারিয়ে তুলেছে ১১৬ রান।
    • জিততে হলে আরসিবিকে এখনও তুলতে হবে ৩০ বলে ১০৮ রান।
  • 05 Mar 2023 06:24 PM (IST)

    আশাকে ফেরালেন শিখা

    আশা শোভানার উইকেট তুলে নিলেন শিখা পান্ডে। মাত্র ২ রান করে আউট হয়েছেন আশা। সপ্তম উইকেট হারিয়ে ফেলল আরসিবি

  • 05 Mar 2023 06:14 PM (IST)

    শূন্যে ফিরলেন কনিকা

    রিচা ঘোষের উইকেট নেওয়ার পর ক্রিজে আসেন কনিকা আহুজা। তারা নরিসের করা প্রথম বলের সামনে টিকতে পারেননি কনিকা। শূন্যে ফেরেন কনিকা।

  • 05 Mar 2023 06:12 PM (IST)

    রিচার উইকেটও তারার ঝুলিতে

    বড় শট নিতে গিয়ে উইকেট উপহার দিয়ে এলেন রিচা ঘোষ। আরসিবিকে পঞ্চম উইকেট এনে দিলেন তারা নরিস। ২ রান করে ড্রেসিংরুমে ফিরে গেলেন বাংলার উইকেটকিপার-ব্যাটার রিচা।

  • 05 Mar 2023 06:05 PM (IST)

    দিশার উইকেট তারার খাতায়

    ১১তম ওভারে এলিস পেরির পর দিশা কাসতের উইকেট তুলে নিলেন আইসিসি সহযোগী দেশের ক্রিকেটার তারা নরিস। চতুর্থ ধাক্কা খেল আরসিবি।

  • 05 Mar 2023 06:04 PM (IST)

    এলিস পেরির উইকেট হারাল আরসিবি

    তারা নরিস তুলে নিলেন এলিস পেরির উইকেট। ১৯ বলে ৩১ রান করে মাঠ ছাড়লেন পেরি। তৃতীয় ধাক্কা খেল আরসিবি।

  • 05 Mar 2023 06:02 PM (IST)

    ১০ ওভারে আরসিবি ৮৮/২

    আরসিবিকে জিততে হলে শেষের ১০ ওভারে ৬০ বলে ১৩৬ রান তুলতে হবে।

  • 05 Mar 2023 05:46 PM (IST)

    স্মৃতির উইকেট হারাল আরসিবি

    আরসিবি অধিনায়ক স্মৃতি মান্ধানার উইকেট তুলে নিলেন অ্যালিস ক্যাপসি। ২৩ বলে ৩৫ রান করে ফিরে গেলেন স্মৃতি।

  • 05 Mar 2023 05:42 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    • পাওয়ার প্লে-র খেলা শেষ
    • প্রথম ৬ ওভারে ১ উইকেট হারিয়ে আরসিবি তুলেছে ৫৪ রান
    • ক্রিজে রয়েছেন স্মৃতি মান্ধানা ও অ্যালিস পেরি
  • 05 Mar 2023 05:40 PM (IST)

    ৫ ওভারে আরসিবি ৪৭/১

    • আরসিবির ইনিংসের ৫ ওভারের খেলা শেষ
    • প্রথম ৫ ওভারের মধ্যে ওপেনার সোফি ডিভাইনের উইকেট হারিয়ে আরসিবি তুলেছে ৪৭ রান
    • এই ম্যাচ জিততে হলে আরসিবিকে তুলতে হবে ৯০ বলে ১৭৭ রান।
  • 05 Mar 2023 05:38 PM (IST)

    সোফি আউট

    সোফি ডিভাইনের উইকেট তুলে নিলেন অ্যালিস ক্যাপসি। প্রথম উইকেট হারাল আরসিবি। ১৪ রান করে ড্রেসিংরুমে ফিরে গেলেন সোফি। ডাইভ দিয়ে দারুণ ক্যাচ নিলেন শেফালি ভার্মা।

  • 05 Mar 2023 05:34 PM (IST)

    বড় টার্গেট তাড়া করার জন্য সঠিক পথে আরসিবি

    সামনে যখন ২২৪ রানের লক্ষ্য তখন শুরু থেকে বড় শট নিতে হবে এমনটাই স্বাভাবিক। আরসিবি অধিনায়ক স্মৃতিও সেই পন্থে অবলম্বন করেন। যোগ্য সঙ্গ দেন সোফি ডিভাইনও। ৪ ওভার শেষে ২৭ রানে ব্যাট করছেন স্মৃতি। সোফি রয়েছেন ১৪ রানে।

  • 05 Mar 2023 05:24 PM (IST)

    স্মৃতির ব্যাটে চার-ছয়

    দ্বিতীয় ওভারে মারিজানে কাপের বলে আরসিবি অধিনায়ক স্মৃতি মান্ধানার ব্যাটে এল চার-ছয়।

  • 05 Mar 2023 05:18 PM (IST)

    রান তাড়া করতে নামল আরসিবি

    টার্গেট ২২৪। আরসিবির হয়ে রান তাড়া করতে নামলেন স্মৃতি মান্ধানা এবং সোফি ডিভাইন।

  • 05 Mar 2023 05:18 PM (IST)

    আজ দিল্লির হয়ে একাদশে রয়েছেন তারা নরিস

    আইসিসি পূর্ণ সদস্য দেশের বহু ক্রিকেটার থাকলেও সহযোগী দেশের একমাত্র ক্রিকেটার হিসেবে সুযোগ পেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের তারা নরিস। দিল্লি ক্য়াপিটালস তাঁকে বেস প্রাইস ১০ লক্ষ টাকাতে নিয়েছে।

    পড়ুন বিস্তারিত – WPL 2023 থেকে পরিণত হওয়াই লক্ষ্য সহযোগী দেশের একমাত্র ক্রিকেটার তারার

  • 05 Mar 2023 05:08 PM (IST)

    এক ঝলকে দিল্লির ইনিংস

    • টসে হেরে প্রথমে ব্যাটিং করেছে দিল্লি ক্যাপিটালস।
    • নির্ধারিত ২০ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ২২৩ রান তুলেছে মেগ ল্যানিংয়ের দিল্লি।
    • মেগ ল্যানিং ও শেফালি ভার্মার ১৬২ রানের পার্টনারশিপ দেখতে পেয়েছে ক্রিকেট প্রেমীরা।
    • দিল্লির অধিনায়ক ল্যানিং করেছেন ৭২ রান।
    • দিল্লির ওপেনার শেফালি ভার্মা করেছেন ৮৪ রান।
    • এরপর মারিজানে কাপ ও জেমাইমা রডরিগজ জুটিতে তোলে ৩১ বলে ৬০ রান।
  • 05 Mar 2023 05:03 PM (IST)

    আরসিবিকে ২২৪ রানের টার্গেট দিল দিল্লি

    প্রথমে ব্যাটিং করে ২ উইকেট হারিয়ে ২২৩ রান তুলল দিল্লি ক্যাপিটালস।

  • 05 Mar 2023 04:55 PM (IST)

    দিল্লির দলগত ২০০ রান পূর্ণ

    ১৮.২ ওভারে দিল্লি ক্যাপিটালসের দলগত ২০০ রান পূর্ণ হল। হেদার নাইটের বলে ছক্কা হাঁকিয়ে দলকে ২০০-গণ্ডি পেরোতে সাহায্য করলেন মারিজানে কাপ।

  • 05 Mar 2023 04:54 PM (IST)

    দিল্লির ইনিংস বাকি ২ ওভারের

    ১৮ ওভার শেষে ২ উইকেট হারিয়ে দিল্লি তুলেছে ১৯৫ রান। শেষ ২ ওভারে দিল্লি দু’শো রানের গণ্ডি পেরোতে পারে কিনা সেটাই দেখার।

  • 05 Mar 2023 04:44 PM (IST)

    ১৫ ওভারে দিল্লি ১৬৪/২

    • দিল্লির ইনিংসের ১৫ ওভারের খেলা শেষ।
    • DC-র আর বাকি ৫ ওভারের খেলা।
    • প্রথম ১৫ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬৪ রান তুলেছে দিল্লি ক্যাপিটালস।
    • ক্রিজে রয়েছেন মারিজানে কাপ ও জেমাইমা রডরিগজ।
  • 05 Mar 2023 04:42 PM (IST)

    ল্যানিংয়ের পর শেফালির উইকেট হারাল দিল্লি

    ডব্লিউপিএলের ইতিহাসে প্রথম হাফসেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হরমনপ্রীত কৌর। এ বার উইমেন্স প্রিমিয়ার লিগের উদ্বোধনী সংস্করণে প্রথম সেঞ্চুরির রেকর্ড গড়ার সামনে ছিলেন শেফালি ভার্মা। দুরন্ত ছন্দে থাকা শেফালির উইকেট তুলে নিলেন হেদার নাইট। ৪৫ বলে ৮৪ রান করে আউট হয়েছেন অনুর্ধ্ব-১৯ মেয়েদের বিশ্বকাপজয়ী অধিনায়ক শেফালি ভার্মা। রিচার দুরন্ত স্টাম্পিং দেখা গেল।

  • 05 Mar 2023 04:40 PM (IST)

    মেগ ল্যানিং আউট

    দিল্লির অধিনায়ক মেগ ল্যানিংয়ের উইকেট তুলে নিলেন হেদার নাইট। প্রথম উইকেট হারাল দিল্লি। ৪৩ বলে ৭২ রান করে মাঠ ছাড়লেন ল্যানিং।

  • 05 Mar 2023 04:18 PM (IST)

    শেফালির পর ল্যানিংয়ের হাফসেঞ্চুরি

    ৩০ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন দিল্লির অধিনায়ক মেগ ল্যানিং

  • 05 Mar 2023 04:15 PM (IST)

    ১০ ওভারে দিল্লি ১০৫/০

    • দিল্লির ইনিংসের ১০ ওভারের খেলা শেষ।
    • প্রথম ১০ ওভারে বিনা উইকেটে ১০৫ রান করেছে দিল্লি।
  • 05 Mar 2023 04:14 PM (IST)

    WPL-এ শেফালির প্রথম হাফসেঞ্চুরি

    আরসিবির বিরুদ্ধে WPL-এ দিল্লির ওপেনার শেফালি ভার্মা প্রথম হাফসেঞ্চুরি করলেন।

  • 05 Mar 2023 04:13 PM (IST)

    দিল্লির দলগত শতরান পূর্ণ

    ৯.২ ওভারে দিল্লি ক্যাপিটালসের দলগত রান পূর্ণ হল।

  • 05 Mar 2023 03:56 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    • পাওয়ার প্লে শেষ।
    • প্রথম ৬ ওভারে কোনও উইকেট না হারিয়ে দিল্লি ক্যাপিটালস তুলেছে ৫৭ রান।
    • DC ক্যাপ্টেন মেগ ল্যানিং রয়েছেন ২৪ রানে।
    • শেফালি ভার্মা রয়েছেন ২৯ রানে।
  • 05 Mar 2023 03:52 PM (IST)

    ৫ ওভারে দিল্লি ৩৮/০

    • দিল্লির ইনিংসের ৫ ওভারের খেলা শেষ।
    • প্রথম ৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে মেগ ল্যানিং-শেফালি ভার্মা জুটি তুলেছে ৩৮ রান।
  • 05 Mar 2023 03:44 PM (IST)

    আরসিবি বনাম দিল্লি ম্যাচের প্রথম ছয়

    আরসিবি বনাম দিল্লি ম্যাচের প্রথম চারের পর প্রথম ছয়টিও এল দিল্লির শেফালি ভার্মার ব্যাটে।

  • 05 Mar 2023 03:43 PM (IST)

    ৩ ওভারে দিল্লি ২২/০

    • দিল্লির ইনিংসের ৩ ওভারের খেলা শেষ
    • প্রথম ৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে ২২ রান তুলেছে দিল্লি
  • 05 Mar 2023 03:38 PM (IST)

    দিল্লি ক্যাপ্টেন মেগ ল্যানিংয়ের চার

    দ্বিতীয় ওভারে মেগান শুটের পঞ্চম বলে পুল শট খেলে চার রান তুলে নিলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক মেগ ল্যানিং। এই ওভারের শেষ বলেও চার এসেছে ল্যানিংয়ের ব্যাটে।

  • 05 Mar 2023 03:37 PM (IST)

    আরসিবি বনাম দিল্লি ম্যাচে প্রথম চার

    আরসিবি বনাম দিল্লি ম্যাচে প্রথম চার এল শেফালি ভার্মার ব্যাটে।

  • 05 Mar 2023 03:30 PM (IST)

    আরসিবি বনাম দিল্লি ম্যাচ শুরু

    • ব্রেবোর্ন স্টেডিয়ামে শুরু হল উইমেন্স প্রিমিয়ার লিগের দ্বিতীয় ম্যাচ।
    • দিল্লি ক্যাপিটালসের হয়ে ওপেনিংয়ে নামলেন শেফালি ভার্মা ও মেগ ল্যানিং।
    • আরসিবির হয়ে বোলিং শুরু করলেন রেনুকা ঠাকুর।
  • 05 Mar 2023 03:13 PM (IST)

    এক নজরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের একাদশ

    আরসিবির একাদশ – স্মৃতি মান্ধানা (অধিনায়ক), সোফি ডিভাইন, এলিস পেরি, রেনুকা সিং, রিচা ঘোষ, দিশা কাসত, কনিকা আহুজা, আশা শোভানা, হেদার নাইট, প্রীতি বোস ও মেগান শুট।

  • 05 Mar 2023 03:10 PM (IST)

    ৫ বিদেশি নিয়ে একাদশ সাজাল দিল্লি

    আরসিবির বিরুদ্ধে ৫ বিদেশি নিয়ে একাদশ সাজাল দিল্লি।

    দিল্লির একাদশ – শেফালি ভার্মা, মেগ ল্যানিং (অধিনায়ক), মারিজানে কাপ, জেমাইমা রডরিগজ, অ্যালিস ক্যাপসি, জেস জোনাসন, তানিয়া ভাটিয়া, অরুন্ধতী রেড্ডি, শিখা পান্ডে, রাধা যাদব ও তারা নরিস।

  • 05 Mar 2023 03:01 PM (IST)

    টস আপডেট

    টসে জিতে রবিবারের ডাবল হেডারের প্রথম ম্যাচে ফিল্ডিং বাছলেন আরসিবি অধিনায়ক স্মৃতি মান্ধানা।

  • 05 Mar 2023 02:41 PM (IST)

    রবিবারের ডাবল হেডারের প্রথম ম্যাচ শুরু হবে বিকেল ৩.৩০ মিনিটে

    রবি-বিকেলে উইমেন্স প্রিমিয়ার লিগের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি আরসিবি ও দিল্লি।

  • 05 Mar 2023 02:35 PM (IST)

    আরসিবি বনাম দিল্লি ম্যাচের প্রিভিউ

    উইমেন্স প্রিমিয়ার লিগের সবচেয়ে তারকা সমৃদ্ধ এবং শক্তিশালী স্কোয়াড গড়েছে আরসিবি। দিল্লিও কিন্তু পিছিয়ে নেই। ফলে একটা হাড্ডাহাড্ডি ম্যাচের সাক্ষী হতে চলেছে ক্রিকেট প্রেমীরা। আরসিবি বনাম দিল্লি ম্যাচের প্রিভিউ পড়ুন – RCB vs DC Live Score, WPL 2023: রবি-বিকেলে ব্রেবোর্ন কাঁপাবে স্মৃতির আরসিবি ও ল্যানিংয়ের দিল্লি

Published On - Mar 05,2023 2:30 PM

Follow Us: