AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mayank Agarwal: দেবদত্তর চোট মায়াঙ্কের শাপে বর! RCB-তে মায়াঙ্ক ম্যাজিকের দেখা মিলবে?

RCB, IPL 2025: মায়াঙ্কের টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে। তাঁর টেকনিক অত্যন্ত স্ট্রং। একদিকে যেমন ইনিংস অ্যাঙ্করও করতে পারেন। অপরদিকে আবার প্রয়োজনে বড় শটও খেলতে পারেন। দেবদত্তর পরিবর্ত হওয়ায় ধরে নেওয়া যায়, তিনে নামবেন মায়াঙ্ক।

Mayank Agarwal: দেবদত্তর চোট মায়াঙ্কের শাপে বর! RCB-তে মায়াঙ্ক ম্যাজিকের দেখা মিলবে?
Mayank Agarwal: দেবদত্তর চোট মায়াঙ্কের শাপে বর! RCB-তে মায়াঙ্ক ম্যাজিকের দেখা মিলবে?Image Credit: Mayank Agarwal X
| Updated on: May 09, 2025 | 7:00 AM
Share

আইপিএলের সময় একটা ঘটনা মাঝে মাঝেই দেখা যায়, তা হল এক ক্রিকেটারের চোটে ভেতর ভেতর যে কিছুটা খুশি হন অন্য কোনও ক্রিকেটার! শুনে অবাক লাগছে নিশ্চয়ই! এটাও ঠিক, কোনও প্লেয়ারই চান না কারও এমন চোট লাগুক যে কেরিয়ার সংশয় হতে পারে। তবে এমনটা যে ঘটে, তার প্রমাণ রয়েছে। আবার এই নিয়ে প্রশ্নও রয়েছে। এমনটা কেন হয়? আসলে কোনও ক্রিকেটার যখন টুর্নামেন্টে খেলতে গিয়ে বা টুর্নামেন্টের মাঝে চোট পান, সেই সময় বদলি হিসেবে আর এক ক্রিকেটার আচমকা আইপিএলে খেলার সুযোগ পান। ওই যে আমরা বলে থাকি, কারও পৌঁষ মাস…। এ বারের আইপিএলে এমন একাধিক উদাহরণ রয়েছে। আইপিএলের ফাইনাল ২৫ মে। তার আগে এ বার আরসিবি শিবিরে আচমকা ডাক পেলেন মায়াঙ্ক আগরওয়াল। দেবদত্ত পাড়িক্কালের চোটই যেন শাপে বর হল মায়াঙ্কের! এ বার অপেক্ষা আরসিবিতে মায়াঙ্ক ম্যাজিকের।

২০১১ সালে আইপিএলে পথচলা শুরু মায়াঙ্কের। আর শুরুটা হয়েছিল আরসিবিতেই। ২০১৩ অবধি আইপিএলে আরসিবি জার্সিতে খেলেছিলেন মায়াঙ্ক। আবার পুরনো ঠিকানায় ফিরলেন। এই ফেরার ফলে জাতীয় দলের কড়া কি নাড়তে পারবেন মায়াঙ্ক? উঠে গিয়েছে সেই প্রশ্নও। প্রসঙ্গত, আরসিবি ছাড়া মায়াঙ্ক আইপিএলে খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংসে। এ ছাড়া একটি মরসুমে রাইজিং পুনে সুপারজায়ান্টের হয়েও খেলেছেন। 

একাধিক তারকা ক্রিকেটার এ বারের আইপিএলে জায়গা পাননি। আরও ভালো করে বললে ১০ ফ্র্যাঞ্চাইজির কেউই জেড্ডায় হওয়া আইপিএলের মেগা নিলামে তাঁদের কেনার আগ্রহ দেখায়নি। পরে তাঁদের কেউ কেউ সুযোগ পেয়েছেন, যখন কোনও দলের ক্রিকেটার চোটে ছিটকে গিয়েছেন। ১৮তম আইপিএলের শুরুতে ভারতের তারকা ক্রিকেটার শার্দূল ঠাকুর সেই সুযোগ পেয়েছিলেন। লখনউ সুপার জায়ান্টসের তারকা বোলার মহসিন খান ছিটকে যাওয়ার পর শিকে ছেঁড়ে শার্দূলের। টুর্নামেন্ট প্রায় শেষের দিকে। এ বার ১৮তম আইপিএলে সুযোগ পেলেন দেশের আর এক তারকা মায়াঙ্ক আগরওয়াল। অবশ্য মায়াঙ্কের এই শেষ বেলায় আইপিএলে খেলার সুযোগ একদিকে তাঁর জন্য যেমন টার্নিং পয়েন্ট হতে পারে, তেমনই আরসিবি টিমের জন্যও একই জিনিস হতে পারে। 

মায়াঙ্কের টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে। তাঁর টেকনিক অত্যন্ত স্ট্রং। একদিকে যেমন ইনিংস অ্যাঙ্করও করতে পারেন। অপরদিকে আবার প্রয়োজনে বড় শটও খেলতে পারেন। দেবদত্তর পরিবর্ত হওয়ায় ধরে নেওয়া যায়, তিনে নামবেন মায়াঙ্ক। যদি দ্রুত ওপেনিং জুটি ভাঙে, মায়াঙ্কের ওপেন করার অভিজ্ঞতা রয়েছে। যার ফলে নতুন বল সামলে ইনিংস অ্যাঙ্কর করতেও সমস্যা হবে না। আবার ওপেনিং পার্টনারশিপ বড় হলে তিনে নেমে তিনি চালিয়েও খেলতে পারবেন। এখানেই শেষ নয়, ব্যাটিং পজিশন নিয়ে যদি আলোচনা হয়, তা হলে বলতে হয় মায়াঙ্কের মিডল অর্ডারেও খেলার অভিজ্ঞতা আছে। এ বার একাদশে সুযোগ মিললেই ম্যাজিক দেখাতে হবে মায়াঙ্ককে। কে বলতে পারে, তা হলে আবার টেস্ট টিমে ডাক মিলতে পারে।

জুনেই ভারতের ইংল্যান্ড সফর। সেখানেই হয়তো কর্নাটকের তারকাকে দেখা যেতে পারে। ক্রিকেট মহলে এই সম্ভাবনার কথা বলার অন্যতম কারণ, রোহিত শর্মা অবসর নিয়েছেন। শুভমন হয়তো ওপেনিংয়ে ফিরবেন। সেক্ষেত্রে ২১টি টেস্টে খেলা মায়াঙ্ককে তিন নম্বরের জন্য ভাবা যেতেই পারে। যদি ভরসা রাখে বোর্ড, তা হলে অভিজ্ঞতা থাকা ক্রিকেটারের সার্ভিস পাবে টিম ইন্ডিয়া। তার জন্য আইপিএলে কিছু ভালো ইনিংসে ভরসা দিতে হবে মায়াঙ্ককেও।