Sanju Samson: ওয়ার্নকে ছাপিয়ে গেলেন সঞ্জু, RR-এর নেতৃত্বে ফিরে জয়ের কৃতিত্ব কাকে দিলেন ক্যাপ্টেন?
মুল্লানপুরে শনিবারের আইপিএলের (IPL) ম্যাচে পঞ্জাব কিংসকে হারিয়ে তৃপ্ত সঞ্জু। সেই সঙ্গে এই জয়ের ফলে রাজস্থানের সফল অধিনায়ক হিসেবে শেন ওয়ার্নকে (Shane Warne) ছাপিয়ে গিয়েছেন।

কলকাতা: সময় মতো দল ট্র্যাকে ফিরেছে। এর থেকে খুশির আর কী হয়! সঞ্জু স্যামসন (Sanju Samson) খুশি, রাজস্থান রয়্যালস খুশি, আর খুশি পিঙ্ক আর্মির সমর্থকরা। মুল্লানপুরে শনিবারের আইপিএলের (IPL) ম্যাচে পঞ্জাব কিংসকে হারিয়ে তৃপ্ত সঞ্জু। সেই সঙ্গে এই জয়ের ফলে রাজস্থানের সফল অধিনায়ক হিসেবে শেন ওয়ার্নকে (Shane Warne) ছাপিয়ে গিয়েছেন।
পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৫০ রানের ব্যবধানে জয় রাজস্থান রয়্যালসের। এই দলের ক্যাপ্টেন হিসেবে এই নিয়ে ৩২টি ম্যাচ জিতলেন সঞ্জু। অতীতে শেন ওয়ার্ন রাজস্থানের ক্যাপ্টেন থাকাকালীন টিম ৩১টি ম্যাচ জিতেছিল। ২০০৮ সালে আইপিএলের উদ্বোধনী সংস্করণে শেন ওয়ার্নের নেতৃত্বাধীন রাজস্থান চ্যাম্পিয়ন হয়েছিল। তিনি ৫৫টি ম্যাচে পিঙ্ক আর্মিকে নেতৃত্ব দিয়েছিলেন। তাতে জয় ৩১টিতে। সঞ্জু এখনও অবধি রাজস্থান রয়্যালসের হয়ে ৬২টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। জয় ৩২টি ম্যাচে।
এই খবরটিও পড়ুন




চলতি আইপিএলে জোড়া হারের পর দুটো ম্যাচ জিতেছে রাজস্থান। সঠিক কম্বিনেশন পেতেই সাফল্য ধরা দিয়েছে মনে করছেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু। পঞ্জাবকে হারিয়ে সঞ্জু বলেন, “আমাদের কম্বিনেশন বুঝতে বেশ কিছুটা সময় নিয়েছিলাম। এখন আমরা ধারাটা খুঁজে পেয়েছি। প্রত্যেককে নিজের যত্ন নিতে হবে।”
মুল্লানপুরে দলের ব্যাটারদের পারফরম্যান্সে মুগ্ধ সঞ্জু। তিনি বলেন, “পাওয়ার প্লে-তে আমরা যে ভাবে ব্যাটিং করছিলাম, তাতে আমার মনে হয় বেশ কিছু রান কম করেছি। প্রত্যেকে যেভাবে ব্যাটিং করেছে, তা অসাধারণ। আমি জানতাম দ্বিতীয় ইনিংসে ওরা চাপে পড়বে। ২০৫ রানটা ভালো।”
MOOD 🔥🔝 pic.twitter.com/Pp6vwuxjg9
— Rajasthan Royals (@rajasthanroyals) April 5, 2025





