RR IPL Auction 2025: রাজস্থান রয়্যালসে তরুণ তুর্কির ভিড়, কেমন দল গড়লেন রাহুল দ্রাবিড়?

Nov 26, 2024 | 3:19 PM

Rajasthan Royals Auction Players : সোনালি ট্রফি আসেনি গোলাপি ব্রিগেডে। এ বার রাজস্থানের হেড কোচ হয়েছেন রাহুল দ্রাবিড়। তাঁর কোচিংয়ে সঞ্জুর দল দ্বিতীয় আইপিএল ট্রফির স্বপ্ন দেখছে। জেনে নিন জেড্ডায় হওয়া আইপিএলের মেগা নিলামে কোন ক্রিকেটারদের নিল রাজস্থান।

RR IPL Auction 2025: রাজস্থান রয়্যালসে তরুণ তুর্কির ভিড়, কেমন দল গড়লেন রাহুল দ্রাবিড়?
রাজস্থান রয়্যালস
Image Credit source: IPL Website

Follow Us

কলকাতা: সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালসকে নিয়ে গত আইপিএলে অনেক ক্রিকেট প্রেমীর বিরাট প্রত্যাশা ছিল। লিগ পর্বে ভালো খেললেও ফাইনালে ওঠা হয়নি পিঙ্ক আর্মির। ফলে ট্রফির সঙ্গে দূরত্ব থেকে গিয়েছে রাজস্থানের। ২০০৮ সালের আইপিএল চ্যাম্পিয়ন রাজস্থান। এরপর চারবার প্লে অফে উঠেছে টিম। ২০২২ সালে রানার্সও হয় রাজস্থান। কিন্তু আর সোনালি ট্রফি আসেনি গোলাপি ব্রিগেডে। এ বার রাজস্থানের হেড কোচ হয়েছেন রাহুল দ্রাবিড়। তাঁর কোচিংয়ে সঞ্জুর দল দ্বিতীয় আইপিএল ট্রফির স্বপ্ন দেখছে। জেনে নিন জেড্ডায় হওয়া আইপিএলের মেগা নিলামে কোন ক্রিকেটারদের নিল রাজস্থান।

আইপিএলের প্রথম সংস্করণের চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস এ বারের মেগা নিলামের আগে রিটেন করেছিল ৬জন ক্রিকেটারকে। ৪১ কোটি টাকা নিয়ে মেগা নিলামে প্লেয়ারদের দলে নেওয়ার জন্য নেমেছিল রাজস্থান। কোনও ক্রিকেটারের জন্য আরটিএম ব্যবহারের সুযোগ ছিল না এই টিমের। মেগা নিলামের আগে সঞ্জুর দলে মোট ১৯টি স্লট খালি ছিল। যেখানে সুযোগ ছিল ৭ জন বিদেশি ক্রিকেটারকে নেওয়ার। একঝাঁক তরুণ ক্রিকেটারকেও নিয়েছে রাজস্থান।

এক ঝলকে দেখে নিন পঁচিশের আইপিএলের মেগা নিলামের আগে কোন কোন ক্রিকেটারকে রিটেন করেছিল রাজস্থান রয়্যালস —

সঞ্জু স্যামসন – ১৮ কোটি টাকা, যশস্বী জয়সওয়াল – ১৮ কোটি টাকা, রিয়ান পরাগ – ১৪ কোটি টাকা, ধ্রুব জুরেল – ১৪ কোটি টাকা, শিমরন হেটমায়ার – ১১ কোটি টাকা, সন্দীপ শর্মা – ৪ কোটি টাকা।

জেড্ডায় হওয়া আইপিএলের মেগা নিলাম থেকে যে ক্রিকেটারদের কিনল রাজস্থান রয়্যালস, রইল পুরো তালিকা —

  1. জোফ্রা আর্চার – বেস প্রাইস – ২ কোটি, নিলামে দর পেলেন – ১২ কোটি ৫০ লক্ষ।
  2. তুষার দেশপান্ডে – বেস প্রাইস – ১ কোটি, নিলামে দর পেলেন – ৬ কোটি ৫০ লক্ষ।
  3. ওয়ানিন্দু হাসারঙ্গা – বেস প্রাইস – ২ কোটি, নিলামে দর পেলেন – ৫ কোটি ২৫ লক্ষ।
  4. মহেশ থিকসানা – বেস প্রাইস – ২ কোটি, নিলামে দর পেলেন – ৪ কোটি ৪০ লক্ষ।
  5. নীতীশ রানা – বেস প্রাইস – ১ কোটি ৫০ লক্ষ, নিলামে দর পেলেন – ৪ কোটি ২০ লক্ষ।
  6. ফজলহক ফারুকি – বেস প্রাইস – ২ কোটি, নিলামে দর পেলেন – ২ কোটি।
  7. আকাশ মাধওয়াল – বেস প্রাইস – ৩০ লক্ষ, নিলমে দর পেলেন – ১ কোটি ২০ লক্ষ।
  8. শুভম দুবে – বেস প্রাইস – ৩০ লক্ষ, নিলামে দর পেলেন – ৮০ লক্ষ।
  9. যুধবীর চরক – বেস প্রাইস – ৩০ লক্ষ, নিলামে দর পেলেন – ৩৫ লক্ষ।
  10. কুমার কার্তিকেয় সিং – বেস প্রাইস – ৩০ লক্ষ, নিলামে দর পেলেন – ৩০ লক্ষ।
  11. বৈভব সূর্যবংশী – বেস প্রাইস – ৩০ লক্ষ, নিলামে দর পেলেন – ১ কোটি ১০ লক্ষ।
  12. কোয়েনা মাপাখা – বেস প্রাইস – ৭৫ লক্ষ, নিলামে দর পেলেন – ১ কোটি ৫০ লক্ষ।
  13. অশোক শর্মা-বেস প্রাইস ৩০ লক্ষতেই।
  14. কুণাল রাঠোর-৩০ লক্ষ টাকার বেস প্রাইসে
Next Article