
জয়পুর : চলতি আইপিএলে (IPL 2023) ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। আহামরি পারফর্ম করছে না এইডেন মার্করামের সানরাইজার্স হায়দরাবাদও (Sunrisers Hyderabad)। সঞ্জুদের হতাশা জারি রইল। এখনও অবধি ১১ ম্যাচ খেলে রাজস্থানের ষষ্ঠ হার। ঘরের মাঠে হারের হ্যাটট্রিক আটকানোর লক্ষ্যে নেমেছিল রাজস্থান। বোর্ডে ২১৪ রানের বড় রান। যুজবেন্দ্র চাহালের অনবদ্য বোলিং। তারপরও হার রাজস্থানের। অধিনায়ক সঞ্জু স্যামসন ব্যাট হাতে নজর কাড়লেও একটি করে রান আউট ও ক্যাচ ফসকান। অন্যদিকে গত ম্যাচে অরেঞ্জ আর্মিও জয়ের কাছ থেকে হেরেছিল। এ বার অবশ্য জয়ের সীমানা পার করল রাজস্থান। TV9Bangla Sports এর এই লাইভব্লগে দেখুন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রাজস্থান বনাম হায়দরাবাদ ম্যাচের খুঁটিনাটি তথ্য।
দুই দলের শেষ সাক্ষাতে জিতেছিল রাজস্থান রয়্যালস। এ বার জিতল সানরাইজার্স।
সানরাইজার্সের প্রয়োজন ছিল ১৭ রান। সন্দীপ শর্মা একটি নো বল করেন। শেষ বলে ৬ মেরে জেতান সামাদ।
স্পিনারদের বিরুদ্ধে ভালো খেলেন হেনরিখ ক্লাসেন। ক্রমশ বিধ্বংসী মেজাজে ব্য়াটিং শুরু করেছিলেন ক্লাসেন। তাঁকে ফেরালেন যুজবেন্দ্র চাহাল। মাত্র ১২ বলে ২৬ রান করেন ক্লাসেন।
এ বারের আইপিএলে আরও একটা অনবদ্য ইনিংস অভিষেক শর্মার। এক হাতে ছয় মেরে ৩৩ বলে অর্ধশতরান পূর্ণ করেন। যদিও পরের বলেই আউট। ৫৫ রানে ফিরলেন অভিষেক।
হায়দরাবাদের ইনিংসের ৫ ওভারের খেলা শেষ। প্রথম ৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৪৫ রান তুলেছে হায়দরাবাদ।
টার্গেট ২১৫। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ওপেনিংয়ে নামলেন আনমোলপ্রীত সিং ও অভিষেক শর্মা।
মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হল জস বাটলারের। ভুবনেশ্বর কুমারের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়লেন বাটলার। ৫৯ বলে ৯৫ রানের একটা অনবদ্য ইনিংস উপহার দিয়ে গেলেন বাটলার। ভুবি আউটের আবেদন জানালে আম্পায়ার আউট দেননি। এরপর ডিআরএস নিয়ে সফল হয় হায়দরাবাদ।
৩৩ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন।
১৭ তম ওভারে ভুবনেশ্বর কুমার এসেছিলেন বল করতে। এই ওভারে ৩টি চার মারলেব জস বাটলার। ধীরে ধীরে সেঞ্চুরির দিকে এগোচ্ছেন জস।
সঞ্জু-বাটলার জুটিতে এগিয়ে চলেছে রাজস্থান। ১৫ ওভার শেষে স্কোরবোর্ডে রয়েছে ১৫৪/১। বাকি থাকা ৫ ওভারে কত রান তুলবে রাজস্থান, নজর রাখতে হবে সেদিকে।
হায়দরাবাদের বিরুদ্ধে ৩২ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন জস বাটলার। তাঁর সঙ্গে ক্রিজে রয়েছেন সঞ্জু স্যামসন।
যশস্বী জয়সওয়ালের উইকেট হারাল রাজস্থান। মার্কো জ্যানসেন হায়দরাবাদকে এনে দিলেন প্রথম উইকেট। ১৮ বলে ৩৫ রান করে মাঠ ছাড়লেন যশস্বী।
রাজস্থান রয়্যালসের ইনিংসের প্রথম ৩ ওভারের খেলা শেষ। শুরুর ৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে তুলেছে ৩৫ রান।
রাজস্থানের ইনিংস শুরু। পিঙ্ক আর্মির হয়ে ওপেনিংয়ে নামলেন যশস্বী জয়সওয়াল ও জস বাটলার। বোলিংয়ের সূচনার ভুবনেশ্বর কুমার।
সানরাইজার্স হায়দরাবাদের একাদশ – অভিষেক শর্মা, বিভ্রান্ত শর্মা, রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম (অধিনায়ক), গ্লেন ফিলিপস, হেনরিক ক্লাসেন, আব্দুল সামাদ, মার্কো জ্যানসেন, মায়াঙ্ক মার্কন্ডেয়, ভুবনেশ্বর কুমার ও টি নটরাজন।
সাবস্টিটিউট – হ্যারি ব্রুক, আনমোলপ্রীত সিং, মায়াঙ্ক ডাগর, নীতীশ কুমার রেড্ডি ও সনবীর সিং।
রাজস্থান রয়্যালসের একাদশ – জস বাটলার, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক), জো রুট, শিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, মুরুগান অশ্বিন, সন্দীপ শর্মা, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল।
সাবস্টিটিউট – দেবদত্ত পাড়িক্কাল, রিয়ান পরাগ, জেসন হোল্ডার, ওবেদ ম্যাকয় ও অ্যাডাম জাম্পা।
ঘরের মাঠে আজ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন।
পিঙ্ক ও অরেঞ্জ আর্মির লড়াইয়ে যে রেকর্ডগুলি আজ জয়পুরে তৈরি হতে পারে জেনে নিন সেগুলি —
পড়ুন বিস্তারিত – IPL 2023 : মুখোমুখি পিঙ্ক ও অরেঞ্জ আর্মি, কোন কোন রেকর্ডে থাকবে নজর?
দুটো দলই তাদের শেষ পাঁচটি ম্যাচে চারটিতে পরাজয়ের পর বেরিয়ে এসেছে। জয়ের জন্য মরিয়া উভয় দলই।
পড়ুন বিস্তারিত – RR vs SRH, IPL 2023 Match Prediction: প্লে অফের সম্ভাবনা তলানিতে, রাজস্থানের বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচ হায়দরাবাদের
আর এক ঘণ্টা পর জয়পুরে রবিবারের ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে পিঙ্ক ও অরেঞ্জ আর্মি।