CSK, IPL 2025: টিম ছাড়েননি ঋতুরাজ, দলের হাল ফেরাতে বজরংবলীর শরণে ইয়েলোব্রিগেড

Watch Video: একানায় লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে আইপিএলের ম্যাচে নামবে চেন্নাই সুপার কিংস। তার আগে ঋতুরাজ গায়কোয়াড় এবং চেন্নাই সুপার কিংসের কয়েকজন সদস্যরা উত্তর প্রদেশের অযোধ্যার হনুমান গড়ি মন্দিরে পৌঁছে গিয়েছিলেন।

CSK, IPL 2025: টিম ছাড়েননি ঋতুরাজ, দলের হাল ফেরাতে বজরংবলীর শরণে ইয়েলোব্রিগেড
টিম ছাড়েননি ঋতুরাজ, দলের হাল ফেরাতে বজরংবলীর শরণে ইয়েলোব্রিগেড

Apr 13, 2025 | 8:08 PM

কলকাতা:  চেন্নাই সুপার কিংসের হলটা কী! এই প্রশ্নই সিএসকের অনুরাগীদের মনে ঘুরপাক খাচ্ছে। এই পরিস্থিতিতে দলের হাল ফেরাতে এ বার হনুমান মন্দিরে পুজো দিলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) এবং দলের অন্য ক্রিকেটাররা। চোটের কারণে আইপিএলের (IPL) বাকি মরসুম থেকে ছিটকে গিয়েছেন ঋতু। কিন্তু এখনও টিম ছাড়েননি ঋতু। বরং দলের সংকটময় পরিস্থিতি যেন কেটে যায়, তাই পৌঁছে গিয়েছেন বজরংবলীর দরবারে।

সোমবার একানায় লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে আইপিএলের ম্যাচে নামবে চেন্নাই সুপার কিংস। তার আগে ঋতুরাজ গায়কোয়াড় এবং চেন্নাই সুপার কিংসের কয়েকজন সদস্যরা উত্তর প্রদেশের অযোধ্যার হনুমান গড়ি মন্দিরে পৌঁছে গিয়েছিলেন। সংবাদসংস্থা এএনআইয়ের শেয়ার করা ভিডিয়োতে দেখা গিয়েছে, ঋতুরাজ গায়কোয়াড়, অংশুল কম্বোজরা বজরংবলীর পুজো দিয়েছেন। সেই ভিডিয়োতে চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথনকেও দেখা গিয়েছে। সকলে মিলে ৫ বারের আইপিএল চ্যাম্পিয়নদের জয়ের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন। এ বার দেখার ঋষভ পন্থের দলের বিরুদ্ধে চেন্নাই জিততে পারে কিনা।

ঋতুরাজ গায়কোয়াড়ের অনুপস্থিতিতে চেন্নাই দলের নেতৃত্বের ব্যাটন মহেন্দ্র সিং ধোনির হাতে উঠেছে। দীর্ঘদিন পর ধোনি নেতৃত্বের দায়িত্ব ফিরে পেলেও সেই পুরনো ঝলক দেখা যায়নি। মাহি নেতৃত্ব দিলে স্বাভাবিকভাবেই চেন্নাইয়ের অনুরাগীদের প্রত্যাশা হয়ে যায় গগনচুম্বী। সোমবার আইপিএলে গুরু-শিষ্যর দ্বৈরথ। গুরু ধোনি, আর শিষ্য পন্থ। এ ছাড়াও ক্রিকেট মহলে বারবার ধোনির উত্তরসূরি বলা হয় পন্থকে। ফলে লখনউ-চেন্নাই ম্যাচে পন্থ-ধোনির মিনি ব্যাটলও হয়তো দেখা যাবে।