Ruturaj Gaikwad: রায়পুরে ঋতুর রাজ! কোহলিকে সঙ্গে নিয়ে হাঁকালেন কেরিয়ারের প্রথম ODI সেঞ্চুরি

IND vs SA, 2nd ODI: ঘরোয়া ক্রিকেটে, আইপিএলে তিনি ভালই খেলেন। কিন্তু জাতীয় দলে কালে ভদ্রে সুযোগ পান। আর সেই সুযোগ যদি একবার কাজে লাগাতে না পারেন, স্বাভাবিকভাবেই তা নিয়ে হইচই পড়ে যায়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রাঁচিতে হওয়া ভারতের প্রথম ওডিআইতে রান না পেলেও দ্বিতীয় ওডিআইতে পুষিয়ে দিয়েছেন ঋতু।

Ruturaj Gaikwad: রায়পুরে ঋতুর রাজ! কোহলিকে সঙ্গে নিয়ে হাঁকালেন কেরিয়ারের প্রথম ODI সেঞ্চুরি
রায়পুরে ঋতুর রাজ! কোহলিকে সঙ্গে নিয়ে হাঁকালেন কেরিয়ারের প্রথম ODI সেঞ্চুরিImage Credit source: BCCI

Dec 03, 2025 | 6:14 PM

কলকাতা: রাঁচিতে খেলার সুযোগ পেয়েছিলেন ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad), কিন্তু রান পাননি। করেছিলেন মাত্র ৮ রান। তাঁকে নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছিলেন, ভুল বাছাই হল না তো! নানা প্রশ্নের উত্তর রায়পুয়ে দিলেন ঋতুরাজ। ঘরোয়া ক্রিকেটে, আইপিএলে তিনি ভালই খেলেন। কিন্তু জাতীয় দলে কালে ভদ্রে সুযোগ পান। আর সেই সুযোগ যদি একবার কাজে লাগাতে না পারেন, স্বাভাবিকভাবেই তা নিয়ে হইচই পড়ে যায়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রাঁচিতে হওয়া ভারতের প্রথম ওডিআইতে রান না পেলেও দ্বিতীয় ওডিআইতে পুষিয়ে দিয়েছেন ঋতু, ওডিআই কেরিয়ারে প্রথম সেঞ্চুরি করে।

প্রায় দু’শোর কাছাকাছি ঋতু-বিরাটের পার্টনারশিপ

রোহিতের পর যশস্বীর উইকেট হারালে ঋতুরাজ নামেন। সঙ্গী হিসেবে পান বিরাট কোহলিকে। রাঁচি টেস্টেই কোহলি সেঞ্চুরি করেছিলেন। রায়পুরেও ছিলেন দুরন্ত ছন্দে। তাঁর সঙ্গেই ঋতু জমাট জুটি বাঁধেন। তৃতীয় উইকেটে ঋতু ও বিরাটের জুটিতে ওঠে ১৯৫ রান। ৩৩.৪ ওভারে করবিন বশের বল বাউন্ডারিতে পাঠিয়ে তিন অঙ্কের রান পূর্ণ করেন ঋতু। শতরান করতে তাঁর লাগে ৭৭ বল। শেষ অবধি ৮৩ বলে ১০৫ রানে আউট হন। এই ইনিংস তিনি সাজান ১২টি চার ও ২টি ছয় দিয়ে।


কেরিয়ারের অষ্টম ওডিআই খেলতে নেমে সুযোদের সদ্ব্যবহার করে ঋতুরাজ প্রমাণ করলেন জাতীয় নির্বাচকরা অপাত্রে দান করেননি! উল্লেখ্য, ঋতুরাজ ছাড়া রায়পুরে ভারতের হয়ে সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। আর ৬৬ নট আউট ক্যাপ্টেন লোকেশ রাহুলের। সবমিলিয়ে ৫০ ওভারে ৫ উইকেটে ৩৫৮ রান তোলে ভারত। এই ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে হলে প্রোটিয়াদের তুলতে হবে ৩৫৯ রান।