
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মরসুমের বাকি সময় থেকে ছিটকে গেলেন চেন্নাই সুপার কিংস ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়। সিএসকে কোচ স্টিফেন ফ্লেমিং এ কথা জানিয়েছেন। আগামী কাল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ। তার আগেই চেন্নাই শিবিরে ধাক্কা। ঋতুরাজ গায়কোয়াড় ছিটকে যাওয়ায় ক্যাপ্টেন্সির ব্যাটন ফের তুলে নিচ্ছেন কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি। নিশ্চিত করেছেন চেন্নাই সুপার কিংস কোচ।
মহেন্দ্র সিং ধোনি দায়িত্ব ছাড়ার পর থেকেই চেন্নাই সুপার কিংসে ক্যাপ্টেন্সি ক্রাইসিস। ধোনি নেতৃত্বের ব্যাটন তুলে দিয়েছিলেন রবীন্দ্র জাডেজাকে। সে বার জাডেজার পারফরম্যান্সেও ছাপ পড়ে। শুধু তাই নয়, চোটের কারণে মাঝপথেই ছিটকে যান। এরপর ফের ধোনি সিএসকের ক্যাপ্টেন্সি করেন। গত বছর ফুলটাইম ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব দেওয়া হয় ঋতুরাজ গায়কোয়াড়কে। প্লে-অফে কোয়ালিফাই করতে পারেনি সিএসকে। এ বার টানা চার ম্যাচে হার। তার উপর কনুইয়ের চোটের কারণে ছিটকে গেলেন ঋতুরাজ।
চেন্নাই সুপার কিংস কোচ স্টিফেন ফ্লেমিং বলেন, ‘ঋতুরাজের পরিবর্ত হিসেবে আপাতত স্কোয়াডে বেশ কিছু বিকল্প রয়েছে। তবে কাকে খেলানো হবে, সেটা এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। ধোনি নেতৃত্ব নেওয়ার জন্য প্রস্তুত। ও পরিস্থিতি সবটাই জানে।’ আইপিএলের মেগা অকশনের আগে আনক্যাপড প্লেয়ার হিসেবে রিটেন করা হয়েছিল মহেন্দ্র সিং ধোনিকে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর কিংবা না খেলার পাঁচ বছর হয়ে গেলে, সেই প্লেয়ারকে আনক্যাপড হিসেবে নেওয়া যেতে পারত। এই নিয়ম অতীতে ছিল। এ বারের আইপিএলের আগে ফেরানো হয়। সেই অনুযায়ী ধোনিকে আনক্যাপড হিসেবে রিটেন করে সিএসকে।
চেন্নাই সুপার কিংসের কিংবদন্তি ক্যাপ্টেন, পাঁচ বারের চ্যাম্পিয়ন ধোনির সামনে বড় চ্যালেঞ্জ। টানা চার ম্যাচে হারের ধাক্কা থেকে টিমকে টেনে তুলতে হবে। ধোনির অভিজ্ঞতা চেন্নাই সুপার কিংসের সম্পদ। এখন দেখার এই পরিস্থিতি থেকে কী ভাবে ঘুরে দাঁড়ায় চেন্নাই সুপার কিংস।