Team India: পারফরম্যান্স নয়, ট্যাটু, নায়িকা গার্লফ্রেন্ড চাই… টিম সিলেকশন নিয়ে ক্ষুব্ধ গম্ভীরের সতীর্থ

India Tour of Sri Lanka: ২৭ জুলাই ভারত-শ্রীলঙ্কার প্রথম টি-২০ ম্যাচ। ভারতের শ্রীলঙ্কা সফরের স্কোয়াড ঘোষণার পর থেকে দেশের একাধিক প্রাক্তন ক্রিকেটার ক্ষুব্ধ। টিম বাছাই নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন তাঁরা। গৌতম গম্ভীর, অজিত আগরকররা ভারতের লঙ্কান সফরের যে টিম বেছেছেন তাতে টি-২০ টিমে ঋতুরাজ গায়কোয়াড়, অভিষেক শর্মারা না থাকায় অনেকে অবাক হয়েছেন, সরব হয়েছেন।

Team India: পারফরম্যান্স নয়, ট্যাটু, নায়িকা গার্লফ্রেন্ড চাই... টিম সিলেকশন নিয়ে ক্ষুব্ধ গম্ভীরের সতীর্থ
Team India: পারফরম্যান্স নয়, ট্যাটু, নায়িকা গার্লফ্রেন্ড চাই... টিম সিলেকশন নিয়ে ক্ষুব্ধ গম্ভীরের সতীর্থ
Follow Us:
| Updated on: Jul 21, 2024 | 4:21 PM

কলকাতা: জাতীয় দলে সুযোগ পেতে গেলে কী দরকার? ভালো পারফরম্যান্স, ব্যাটে রান, ভালো ছন্দ, ধারাবাহিকতা— এতদিন এগুলোই প্রাধান্য পেয়ে এসেছে ভারতীয় টিমে। এ বার কি তাতে বদল এসেছে? ভারতের শ্রীলঙ্কা সফরের (India Tour of Sri Lanka) স্কোয়াড ঘোষণার পর থেকে দেশের একাধিক প্রাক্তন ক্রিকেটার ক্ষুব্ধ। টিম বাছাই নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন তাঁরা। গৌতম গম্ভীর, অজিত আগরকররা ভারতের লঙ্কান সফরের যে টিম বেছেছেন তাতে টি-২০ টিমে ঋতুরাজ গায়কোয়াড়, অভিষেক শর্মারা না থাকায় অনেকে অবাক হয়েছেন, সরব হয়েছেন। গৌতম গম্ভীরের এক সতীর্থ টিম সিলেকশন নিয়ে ক্ষুব্ধ হয়ে জানান, পারফরম্যান্সের থেকে এখন যেন শরীর ভর্তি ট্যাটু, নায়িকা গার্লফ্রেন্ড এসবই দলে সুযোগ পাওয়ার মানদণ্ড হয়ে উঠেছে।

ভারতের প্রাক্তন ব্যাটার এস বদ্রিনাথ বেশ ক্ষুব্ধ ঋতুরাজ গায়কোয়াড় টিমে সুযোগ না পাওয়ায়। কারণ জিম্বাবোয়ে সিরিজে তিনি ভালো ছন্দেই ছিলেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিয়োতে তাঁকে বলতে শোনা যায়, ‘মাঝে মাঝে মনে হয় রিঙ্কু সিং, ঋতুরাজ গায়কোয়াড়ের মতো ক্রিকেটাররা যখন টিমে সুযোগ পায় না, তখন উচিত ওদের খারাপ ছেলের ইমেজ তৈরি করা। কয়েকজন বলিউড অভিনেত্রীদের সঙ্গে সম্পর্কে থাকা দরকার। একটা ভালো মিডিয়া ম্যানেজার থাকা দরকার। এবং শরীরে ট্যাটু থাকতে হবে।’

গৌতমের প্রাক্তন সতীর্থর এই কথা থেকেই পরিষ্কার শ্রীলঙ্কা সফরের দল বাছাই নিয়ে তিনি রীতিমতো ক্ষুব্ধ। শুধু তাই নয়। বদ্রিনাথ পরিষ্কার জানানও যে, ঋতুরাজ গায়কোয়াড় শ্রীলঙ্কা সফরের টি-২০ ও ওডিআই টিমে সুযোগ না পাওয়ায় তিনি বেশ অবাক হয়েছেন। বদ্রিনাথের মতো দেশের প্রাক্তন ক্রিকেটার কৃষ্মামাচারি শ্রীকান্ত বলেন, ‘আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ঋতুরাজ গায়কোয়াড় অটোমেটিক চয়েস। ঋতুকে আরও রান করতে হবে। যাতে নির্বাচকরা ওকে দেখতে পায়।’