Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

নতুন মরসুম শুরু সানরাইজার্স বনাম সুপার কিংস ম্যাচ দিয়ে

SA T20 League: ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ভিড়ে টেস্ট ক্রিকেট হারিয়ে যাচ্ছে কিনা, এই নিয়ে বিতর্ক চারিদিকেই। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট প্রেমীরা আপাতত মেতে এই লিগেই। আর শুরুতেই মহারণ হওয়ায় আকর্ষণ আরও বেশি। গত বারের চ্যাম্পিয়ন সানরাইজার্স ইস্টার্ন কেপ। ফাইনালে তারা খেলেছিল প্রিটোরিয়া ক্যাপিটালসের বিরুদ্ধে। উদ্বোধনী সংস্করণেই দলকে চ্যাম্পিয়ন করেন এইডেন মার্কর‌্যাম। এ বারও নেতৃত্বে তিনিই। উল্টোদিকে জোবার্গ সুপার কিংস।

নতুন মরসুম শুরু সানরাইজার্স বনাম সুপার কিংস ম্যাচ দিয়ে
Image Credit source: X
Follow Us:
| Updated on: Jan 08, 2024 | 10:00 AM

দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে উচ্ছ্বাস, যদিও সমালোচনাও সামলাতে হচ্ছে প্রচুর। গত মরসুমে শুরু হয়েছিল দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ SA20। দেশ বিদেশের তারকা ক্রিকেটাররা অংশ নিয়েছেন এই লিগে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজিও রয়েছে সেখানে। নতুন মরসুম শুরু হচ্ছে ১০ জানুয়ারি। আর শুরুতেই সানরাইজার্স বনাম সুপার কিংস। এই লিগ নিয়ে অসন্তোষের কারণ, দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড সিরিজ। SA20-র কারণে বেশির ভাগ তারকা ক্রিকেটারই নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলছে না। আনকোরা টিম বানিয়েছে দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক করা হয়েছে নীল ব্র্যান্ডকে। টেস্টট অভিষেকেই যিনি দেশকে নেতৃত্ব দেবেন। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ভিড়ে টেস্ট ক্রিকেট হারিয়ে যাচ্ছে কিনা, এই নিয়ে বিতর্ক চারিদিকেই। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট প্রেমীরা আপাতত মেতে এই লিগেই। আর শুরুতেই মহারণ হওয়ায় আকর্ষণ আরও বেশি। গত বারের চ্যাম্পিয়ন সানরাইজার্স ইস্টার্ন কেপ। ফাইনালে তারা খেলেছিল প্রিটোরিয়া ক্যাপিটালসের বিরুদ্ধে। উদ্বোধনী সংস্করণেই দলকে চ্যাম্পিয়ন করেন এইডেন মার্কর‌্যাম। এ বারও নেতৃত্বে তিনিই। উল্টোদিকে জোবার্গ সুপার কিংস।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি সিএসকের টিম জোবার্গ। আইপিএলে আরসিবির নেতৃত্বে ফাফ ডুপ্লেসি। দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে তিনি জোবার্গের নেতা। উদ্বোধনী সংস্করণে সেমিফাইনালেই সানরাইজার্সের কাছে হেরে ছিটকে গিয়েছিল ডুপ্লেসির জোবার্গ। এ বার বদলার সুযোগ ডুপ্লেসিদের। এই ম্যাচ এবং টুর্নামেন্টের ওপর ভারতীয় ক্রিকেট প্রেমীদেরও নজর থাকবে। জেরাল্ড কোৎজে, নান্দ্রে বার্গারের মতো তরুণ পেসাররা এ বার আইপিএলে সুযোগ পেয়েছেন। দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে সুপার কিংসে খেলবেন এই দুই পেসার।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে জসপ্রীত বুমরার সঙ্গে খেলবেন প্রোটিয়া পেসার জেরাল্ড কোৎজে। অন্যদিকে, ভারতের বিরুদ্ধে সদ্য সমাপ্ত সিরিজেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে নান্দ্রে বার্গারের। টি-টোয়েন্টির পর টেস্ট অভিষেকেও নজর কেড়েছেন বার্গার। SA20-তে নজর কাড়তে পারলে, আইপিএলে একাদশে ঢোকার সম্ভাবনা বাড়বে। তাঁকে মিনি অকশনে নিয়েছে রাজস্থান রয়্যালস।