T20 World Cup 2021: ভারতীয় ওপেনারদের ছন্দে ফিরতে দেখে খুশি সচিন

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 05, 2021 | 9:16 AM

আফগানিস্তান ম্যাচের মতোই আজকের ম্যাচেও দুই ভারতীয় ওপেনার রোহিত (Rohit) রাহুল (Rahul) দেখতে চাইছেন সচিন (Sachin)। ক্রিকেটমহলের মতে রান পাওয়া বা না পাওয়ার থেকেও মানসিক ভাবে ক্রিকেটাররা সঠিক জায়গায় আছেন কি না, সেটা সব থেকে বেশি দেখা প্রয়োজন।

T20 World Cup 2021: ভারতীয় ওপেনারদের ছন্দে ফিরতে দেখে খুশি সচিন
আজও ভারতীয় ওপেনারদের ছন্দে দেখতে চান সচিন। সৌ: টুইটার

Follow Us

মুম্বই: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) আগফানিস্তানের বিরুদ্ধে ম্যাচ তখন শেষ হয়েছে। পুরস্কার মঞ্চে এসে বিরাট কোহলি বললেন, ”আজকের মতো ব্যাটিং প্রথম দুটো ম্যাচে করতে পারলে দল অন্য জায়গায় থাকতে পারত।” আফগানদের বিরুদ্ধে টিম ইন্ডিয়া যে দাপটটা দেখিয়েছে সেটাই যদি পাকিস্তান ও নিউজিল্যান্ড ম্যাচে টিম ইন্ডিয়া দেখাতে পারত, তা হলে সত্যিই ফল অন্যরকম হতে পারত। একই কথা বলছে ক্রিকেট বিশ্ব। প্রথম দুটো ম্যাচে মানসিক ভাবেই যেন ব্যাটফুটে চলে গিয়েছিলেন রোহিত-রাহুল-কোহলিরা। সেটাই সব থেকে খারাপ দিক ছিল। আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে মানসিক ভাবে শিকল মুক্ত হয়েই মাঠে নেমেছে ভারতীয় (India) দল। এটা দেখেই খুশি প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। পরীক্ষার পথে না ভেবে রশিদ খানদের বিরুদ্ধে আবার ওপেন করতে নামেন রোহিত শর্মা (Rohit Sharma) ও কেএল রাহুল (KL Rahul)। শুরু থেকেই আফগান বোলারদের ওপর চেপে বসেন রোহিত-রাহুল। সেটাই সব থেকে খুশি করেছে মাস্টারব্লাস্টারকে। আফগানিস্তানের বিরুদ্ধে ৪৭ বলে ৭৪ রান রোহিতের। ৪৮ বলে ৬৯ রান কেএল রাহুলের। আজ স্কটল্যান্ডের বিরুদ্ধেও মানসিক ভাবে চাঙ্গা ব্যাটিং ভারতীয় ওপেনারদের থেকে চাইছেন সচিন।

একজন ব্যাটারের ছন্দ বলে দেয় সে মানসিক ভাবে কতটা তৈরি। আফগানিস্তান ম্যাচে রোহিতকে ইনসাইড আউট শট খলতে দেখেই সচিন বুঝে যান রোহিত নিজেকে ফিরে পেয়েছেন। মাস্টার ব্লাসাটার বলেছেন, ”রোহিতের যে দিকটা সব থেকে ভালো সেটা ওর ইনসাইড আউট শট। যেটা ও আফগান স্পিনার মহম্মদ নবির বিরুদ্ধে খেলেছে। রোহিতের অভিজ্ঞতা ওকে সাহায্য করেছে। রাহুলও একই রকম ঠাণ্ডা মাথায় ব্যাটিং করেছে। দারুণ কিছু শট মেরেছে।”

শট নেওয়ার পাশাপাশি দুই ভারতীয় ওপেনের সেদিন যে ভাবে সিঙ্গেলস নিয়েছেন সেটা দেখেও খুশি সচিন। বলছেন, ”সাধারণত যখন দু’জন ব্যাটার বাউন্ডারিতে রান পাচ্ছে তখন একরান বা দু’রানগুলো মিস হয়ে যায়। তবে রোহিত-রাহুলের সেই সমস্যা হয়নি। বরং একই রকম আক্রমনাত্মক ভাবেই খুচরো রান নিয়েছে দুই ওপেনার।”

আফগানিস্তান ম্যাচের মতোই আজকের ম্যাচেও দুই ভারতীয় ওপেনারকে দেখতে চাইছেন সচিন। ক্রিকেটমহলের মতে রান পাওয়া বা না পাওয়ার থেকেও মানসিক ভাবে ক্রিকেটাররা সঠিক জায়গায় আছেন কি না, সেটা সব থেকে বেশি দেখা প্রয়োজন। আফগানিস্তান ম্যাচে নিজেদের মানসিকতা বদলেই ছন্দে ফিরেছেন ভারতের দুই ওপেনার। ছন্দে ফিরেছে দলেও। আজও সেই ছন্দেই ভারতকে দেখতে চান প্রাক্তনরা।

আরও পড়ুন : T20 World Cup 2021: বিরাটের জন্মদিনে বড় জয়ের লক্ষ্যে ভারত

আরও পড়ুন : Pakistan Cricket: ডিসেম্বরেই পাক সফরে ক্যারিবিয়ানরা

Next Article