Pakistan Cricket: ডিসেম্বরেই পাক সফরে ক্যারিবিয়ানরা

পাক বোর্ড চেয়ারম্যান রামিজ রাজা (Ramiz Raja) এক বিবৃতিতে বলেন, 'সেপ্টেম্বর ও অক্টোবরে দেশের মাঠে নিউজিল্যান্ড সিরিজ বাতিল করার পর অবশেষে আমাদের জন্য সুখবর। ডিসেম্বরেই এখানে একদিনের সিরিজ আর টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসছে ওয়েস্ট ইন্ডিজ। এরপর অস্ট্রেলিাও খেলতে আসবে আমাদের এখানে।'

Pakistan Cricket: ডিসেম্বরেই পাক সফরে ক্যারিবিয়ানরা
পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Nov 04, 2021 | 7:29 PM

লাহোর: নিউজিল্যান্ড (New Zealand Cricket Board) মাঝপথেই সফর বাতিল করে দেশে ফিরে এসেছে। ইংল্যান্ড (England Cricket Board) আগে ভাগেই সফর বাতিল করে দিয়েছে। একের পর এক ক্রিকেট বোর্ড খেলতে না চাওয়ায় দেশের ক্রিকেট বোর্ডের আর্থিক অবস্থা যখন বিপন্ন, তখনই পাশে দাঁড়াল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (West Indies Cricket Board)।

ডিসেম্বরেই পাকিস্তান (Pakistan) সফরে যাবে ওয়েস্ট ইন্ডিজ (West Indies)। পাক সফরে ৩টে টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ, ৩টে একদিনের ম্যাচের সিরিজ খেলবে ক্যারিবিয়ানরা। বিশ্বকাপের মাঝেই সুখবর পাকিস্তান ক্রিকেটপ্রেমীদের জন্য। ১৩ থেকে ২২ ডিসেম্বর করাচিতে হবে ম্যাচগুলো। ৩ বছর পর ফের পাক সফরে যাবে ওয়েস্ট ইন্ডিজ। ২০১৮ সালে ৩টে টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে পাকিস্তান গিয়েছিল ক্যারিবিয়ানরা। তবে ২০০৬ সালের পর ১৫ বছর বাদে আবার পাকিস্তানের মাটিতে একদিনের সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। পাক বোর্ড চেয়ারম্যান রামিজ রাজা (Ramiz Raja) এক বিবৃতিতে বলেন, ‘সেপ্টেম্বর ও অক্টোবরে দেশের মাঠে নিউজিল্যান্ড সিরিজ বাতিল করার পর অবশেষে আমাদের জন্য সুখবর। ডিসেম্বরেই এখানে একদিনের সিরিজ আর টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসছে ওয়েস্ট ইন্ডিজ। এরপর অস্ট্রেলিাও খেলতে আসবে আমাদের এখানে।’

একদিনের সিরিজ সুপার লিগের (Super League) অংশ হবে। ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে যোগ্যতা অর্জনের জন্য এখন সুপার লিগের নিয়ম চালু করেছে আইসিসি। আয়োজক ভারত এমনিতেই খেলার সুযোগ পাবে। পয়েন্টের বিচারে প্রথম সাতে থাকা দল সরাসরি বিশ্বকাপ খেলার ছাড়পত্র পাবে। বাকি ২টো পজিশনের জন্য হবে কোয়ালিফাইং রাউন্ড।

আরও পড়ুন: Diwali 2021: দীপাবলির শুভেচ্ছা বার্তায় কী বললেন কোহলি-সচিন-মীরাবাঈরা?