T20 World Cup 2021: বিরাটের জন্মদিনে বড় জয়ের লক্ষ্যে ভারত

আজই ভারত অধিনায়ক বিরাট কোহলির জন্মদিন। আর জন্মদিনে বাইশ গজে ব্যাট হাতে নেমে বড় রান করতে তৈরি স্বয়ং বিরাটও। কারণ নিজের জন্মদিনে ভক্তদের এর চেয়ে ভালো উপহার আর কিই বা দিতে পারেন তিনি।

T20 World Cup 2021: বিরাটের জন্মদিনে বড় জয়ের লক্ষ্যে ভারত
ভারতীয় ক্রিকেট দল। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Nov 05, 2021 | 9:07 AM

দুবাই: আফগানিস্তানকে (Afghanistan) হারিয়ে চলতি বিশ্বকাপে প্রথম জয়ের মুখ দেখেছে ভারত (Indian Cricket Team)। শুক্রবার রোহিতদের (Rohit Sharma) সামনে দুর্বল স্কটল্যান্ড (Scotland)। আফগানিস্তানকে বড় ব্যবধানে হারালেও শেষ চারের পথ কঠিনই বিরাটদের। কারণ নিজেদের বড় ব্যবধানে জয়ের পাশাপাশি হারতে হবে নিউজিল্যান্ডকেও (New Zealand)।

দেড়শো কোটির প্রার্থনা এখন একটাই, নিউজিল্যান্ড ম্যাচ হারুক। ভারতীয় টিমের ড্রেসিংরুমেও ঢুকে পড়েছে সেই প্রার্থনা। স্কটল্যান্ড ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এসে ভারতীয় স্পিনার অশ্বিন (Ravichandran Ashwin) মজা করে বললেনও, ‘আফগান স্পিনার মুজিবকে ফিট করতে প্রয়োজনে ফিজিও পাঠাবে ভারত।’ রবিবার আফগানিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। রশিদ খানরাই হয়তো পারবেন কিউয়িদের থামাতে। এমনই প্রার্থনা ঘুরছে সর্বত্র।

দুবাইয়ে স্কটল্যান্ডের বিরুদ্ধে আজ সন্ধেয় নামার আগে দুপুরে শারজায় নামিবিয়ার বিপক্ষে নামবে নিউজিল্যান্ড। সে ম্যাচে ফল অন্যরকম হবে, এমনটা অতি বড় ভারতীয় সমর্থকরাও অবশ্য আশা করেন না।

তবে ভারতীয় দলের অন্দরে ভীষণ ভাবে ঢুকে পড়েছেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। বিশ্বকাপ পর্ব শেষের পরই ভারতের কোচ হচ্ছেন মিস্টার ডিপেন্ডেবল। অশ্বিনদের মননেও এখন স্যর দ্রাবিড়। আফগানিস্তান ম্যাচ জয়ের পর দ্রাবিড়ের কথা শোনা যায় রোহিতের মুখেও। শাস্ত্রী জমানা শেষ হতে আর কয়েকটা ম্যাচ। তারপরই ভারতীয় ক্রিকেটে শুরু হবে দ্রাবিড়ীয় যুগ। দেশের মাঠে নিউজিল্যান্ড সিরিজেই পূর্ণাঙ্গ কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন দ্রাবিড়।

আজই ভারত অধিনায়ক বিরাট কোহলির জন্মদিন। আর জন্মদিনে বাইশ গজে ব্যাট হাতে নেমে বড় রান করতে তৈরি স্বয়ং বিরাটও। কারণ নিজের জন্মদিনে ভক্তদের এর চেয়ে ভালো উপহার আর কিই বা দিতে পারেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে রান পেলেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যাটে রান পাননি। আফগানিস্তানের বিরুদ্ধে ব্যাটিংই করেননি। তবে জন্মদিনে বড় রানের সুযোগকে হাতছাড়া করতে চান না কোহলিও।

পচা শামুকে অনেক সময়ই পা কাটে। কিছুটা সতর্ক থাকছেন কোহলিরা। কারণ খেলা সেই ‘অপয়া’ দুবাইয়েই। একটা ম্যাচেও জয় না পাওয়া স্কটল্যান্ডও হুঙ্কার দিচ্ছে ভারতকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভালো লড়াইও চালান কোয়েত্‍জাররা। যদিও ভারতীয় দল সে সব নিয়ে ভাবতে নারাজ। স্কটিশদের উড়িয়ে বড় জয় ছিনিয়ে নেওয়াই এখন লক্ষ্য টিম ইন্ডিয়ার।

আরও পড়ুন: Sunil Gavaskar on Rahul Dravid: সানির মতে টিম ইন্ডিয়ায় সম্পদ হতে চলেছেন কোচ দ্রাবিড়

আরও পড়ুন: Diwali 2021: দীপাবলির শুভেচ্ছা বার্তায় কী বললেন কোহলি-সচিন-মীরাবাইরা?