IPL 2022: ট্রাফিক জ্যামে আটকে এ কী করলেন সচিন তেন্ডুলকর? দেখুন ভিডিও

Sachin Tendulkar: পুনে যাওয়ার পথে ট্রাফিক জ্যামে আটকে পড়েছিল সচিনের গাড়ি। আর সেই সুযোগে এই কাণ্ডখানা ঘটালেন সচিন।

IPL 2022: ট্রাফিক জ্যামে আটকে এ কী করলেন সচিন তেন্ডুলকর? দেখুন ভিডিও
গায়ক যখন সচিন তেন্ডুলকরImage Credit source: Twitter

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 06, 2022 | 4:33 PM

পুনে: আজ, বুধবার পুনের এমসিএ স্টেডিয়ামে নাইটদের বিরুদ্ধে খেলবেন রোহিত শর্মারা (Rohit Sharma)। হারের হ্যাটট্রিক রুখতে হলে আজ কেকেআরকে (KKR) হারাতে হবে মুম্বইকে। এ বারের আইপিএলের (IPL 2022) শুরুটা মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) জন্য ভালো হয়নি। পর পর দুটো ম্যাচে হেরেছে আইপিএলের সব থেকে সফল দল। তবে টুর্নামেন্টের শুরু থেকেই রোহিতদের তাতানোর জন্য হাজির হয়ে গিয়েছিলেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। তবে মুম্বই এমন একটা দল যাদের শুরু দিয়ে শেষটা বোঝা যায় না। ফলে এ বারও মুম্বইপ্রেমীদের জন্য কী চমক অপেক্ষা করছে, তা এখন থেকেই বলা যাচ্ছে না। কিন্তু মুম্বইয়ের মেন্টরর কীর্তি নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল। সোশ্যাল মিডিয়ায় মাস্টার ব্লাস্টার এমনিতেই বেশ সক্রিয়। কখনও তিনি অনুপ্রেরণামূলক ভিডিও শেয়ার করেন, তো কখনও আবার নিজের রান্না করার দক্ষতাও সকলের সামনে তুলে ধরেছেন। এ বার তাঁর অগণিত ভক্তদের জন্য রইল নতুন চমক।

পুনে যাওয়ার পথে ট্রাফিক জ্যামে আটকে পড়েছিল সচিনের গাড়ি। আর সেই সুযোগে হেমন্ত কুমার মুখোপাধ্যায়ের এক জনপ্রিয় মারাঠি গানে গলা মেলালেন সচিন। শুধু তাই নয়। সেই ভিডিও নিজের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে লিটল মাস্টার লিখেছেন, “পুনে যাওয়ার সময় ট্রাফিক জ্যামে আটকে পড়েছিলাম। কী আর করব! তাই এই সুন্দর গানটি শোনার কথা ভাবলাম।” একই সঙ্গে সচিন ‘মি ডলকারা দরিয়াচা রাজা’ গানটির দুটি লাইনও লিখেছেন নিজের পোস্টে।

ভিডিওতে দেখা যায় হাসতে হাসতে হাত নেড়ে গানটি গাওয়ার সঙ্গে সঙ্গে বেশ উপভোগও করেছেন সচিন। ২০ হাজারেরও বেশি মানুষ সচিনের সেই ভিডিওটি দেখেছেন। এই জনপ্রিয় মারাঠি গানটি গেয়েছিলেন লতা মঙ্গেশকর এবং হেমন্ত মুখোপাধ্যায়। ফলে এই গানটি সচিনের মনের খুব কাছের তা বোঝার অপেক্ষা থাকে না। টুইটারেত্তিরাও এ ব্যাপারে কমেন্ট করতে থাকেন।

এক টুইটার ব্যবহারকারী সচিনের এই ভিডিওতে কমেন্টে লেখেন, “ভীষণ ভালো লাগল স্যার। লতা দিদি দেখলে খুব খুশি হতেন।”

অপর এক টুইটার ব্যবহারকারী লেখেন, “মাস্টার গানটি উপভোগ করছেন এবং এতে সামান্য নাচও যোগ করেছেন মানে মধুতে চিনি যুক্ত হয়েছে, ট্রেনিং সেশনের আগে বেশ রিল্যাক্স অনুভব করবেন। মাস্টার যদি সম্ভব হয় আপনি আমার বাড়িতে আসবেন, আমি আন্তরিকভাবে আপনাকে আমন্ত্রণ করছি। আপনি যদি আমার বাড়িতে আসেন আমি কৃতজ্ঞ থাকব।”

আরও পড়ুন: IPL 2022 Points Table: কেকেআর বনাম মুম্বই ম্যাচের আগে দেখে নিন আইপিএলের পয়েন্ট টেবলে কোন দল রয়েছে কোথায়

আরও পড়ুন: IPL 2022 Purple Cap: পার্পল ক্যাপের লড়াইয়ে উমেশের কাঁধের কাছে নিঃশ্বাস ফেলছেন চাহাল

আরও পড়ুন: IPL 2022 KKR vs MI Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ