AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ধর্মেন্দ্রর সঙ্গে সাক্ষাৎ, ‘বীরুদের ব্যাপারটাই আলাদা’, বললেন সচিন

Sachin Tendulkar meets Dharmendra Deol: একই বিমানে সফরের সময় হঠাৎ দেখা ধর্মেন্দ্র-সচিনের।

ধর্মেন্দ্রর সঙ্গে সাক্ষাৎ, 'বীরুদের ব্যাপারটাই আলাদা', বললেন সচিন
এক ফ্রেমে দুই কিংবদন্তি (ছবি-ধর্মেন্দ্র টুইটার)
| Edited By: | Updated on: Dec 15, 2021 | 8:01 PM
Share

নয়াদিল্লি: বলিউডের (Bollywood) এক কিংবদন্তির সঙ্গে হঠাৎ দেখা ক্রিকেটের (Cricket) এক কিংবদন্তির। আর তারপর স্বাভাবিকভাকেই রীতিমতো ভাইরাল সেই ছবি। কথা হচ্ছে ধর্মেন্দ্র (Dharmendra) ও সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) সাক্ষাৎ নিয়ে। মঙ্গলবার একই ফ্লাইটে ছিলেন ধর্মেন্দ্র ও সচিন। যদিও দু’জনই তা জানতেন না। কিন্তু বিমানে দেখা হওয়ার পরই খোশমেজাজে গল্প করেছেন দুই কিংবদন্তি। পরে সোশ্যাল মিডিয়ায় দু’জনই ছবি পোস্টও করেছেন। এক বীরুর সঙ্গে দেখা করার পর আর এক বীরুকে প্রশ্নও করেছেন সচিন তেন্ডুলকর।

ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগকে (Virender Sehwag) সকলে বীরু বলে ডাকেন। অন্য দিকে বলিউডের অত্যন্ত সফল সিনেমা ‘শোলে’-তে বীরুর চরিত্রে অভিনয় করেছিলেন ধর্মেন্দ্র। ফলে দুই বীরুকে নিয়ে বিশেষ কথাও রয়েছে মাস্টার ব্লাস্টারের পোস্টে। ইন্সটাগ্রামে ধর্মেন্দ্রর সঙ্গে একখানা ছবি পোস্ট করে সচিন লিখেছেন, “আজ সবথেকে বড় ‘বীরু’র সঙ্গে দেখা হল। আর ‘বীরু’-দের ব্যাপারটাই আলাদাই। সবাই দেখি ওঁদের ফ্যান। কী বলিস বীরু?”

তবে শুধু সচিন নন। সোশ্যাল মিডিয়ায় ধর্মেন্দ্রও ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, “দেশের গৌরব সচিনের সঙ্গে বিমানে হঠাৎ করেই দেখা হয়ে গেল। আর যত বারই আমার সঙ্গে ওঁর দেখা হয়েছে…ততবারই একেবারে নিজের ছেলের মতো ব্যবহার পেয়েছি। বেঁচে থাকো, ভালোবাসা নিও সচিন।”

আরও পড়ুন: বিরাট-রোহিত বিতর্ক, ‘কেউই টিমের উর্ধ্বে নয়’, বলছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী

আরও পড়ুন: Virat Kohli Press Conference: প্রোটিয়া সফরের আগে কী বললেন কোহলি?

আরও পড়ুন: Virat Kohli Press Conference: টেস্ট দল নির্বাচনের দেড় ঘণ্টা আগে জেনেছিলাম ওয়ান ডে-তে আমি অধিনায়ক নই: বিরাট