IND A vs AUS A: সাইয়ের ‘সুদর্শন’ সেঞ্চুরি, অজিদের সামনে কত টার্গেট রাখল ভারত?

Sai Sudharsan: সাই সুদর্শনকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গিয়েছে। বছর তেইশের এই তরুণ ক্রিকেট কেরিয়ারের ভালো সময় কাটাচ্ছেন। পাকিস্তান এ, ইংল্যান্ড এ, আইপিএল, কাউন্টি ক্রিকেট, তামিলনাড়ু প্রিমিয়ার লিগের নকআউটে, রঞ্জি ট্রফি, দলীপ ট্রফিতে সেঞ্চুরি করার পর এ বার তিনি অস্ট্রেলিয়া এ টিমের বিরুদ্ধেও সেঞ্চুরি করলেন।

IND A vs AUS A: সাইয়ের 'সুদর্শন' সেঞ্চুরি, অজিদের সামনে কত টার্গেট রাখল ভারত?
IND A vs AUS A: সাইয়ের 'সুদর্শন' সেঞ্চুরি, অজিদের সামনে কত টার্গেট রাখল ভারত? Image Credit source: X
Follow Us:
| Updated on: Nov 02, 2024 | 10:04 AM

কলকাতা: অজি-ভূমে দুরন্ত শতরান সাই সুদর্শনের (Sai Sudharsan)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আনঅফিসিয়াল টেস্টে সাই-দেবদত্তর জুটি ভারতকে ভালো জায়গায় পৌঁছে দিয়েছিল। দ্বিতীয় দিনের শেষে সাই নিজের সেঞ্চুরি থেকে ৪ রান দূরে ছিলেন। আর দেবদত্ত পাড়িক্কাল (Devdutt Padikkal) ৮০ রানে অপরাজিত ছিলেন। তৃতীয় দিন সাই ১৯২ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। তামিলনাড়ুর ব্যাটারের ব্যাটে এই শতরানের পথে আসে ৯টি চার। অবশ্য সেঞ্চুরির পর বেশিক্ষণ সাইয়ের ক্রিজে থাকা হয়নি। টড মারফি ফেরান তাঁকে। ২০০ বলে ১০৩ করে মাঠ ছাড়েন। এরপর ৩১২ রানে অল আউট হয় ভারত।

সাই আউট হওয়ার কিছুক্ষণ পরই দেবদত্ত পাড়িক্কালের উইকেট হারিয়ে ফেলে ভারত। ১৯৯ বলে ৮৮ রানের ইনিংস উপহার দিয়ে মাঠ ছাড়েন দেবদত্ত। এরপর বাবা ইন্দ্রজিৎ করেন ৬ রান। উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষাণের ব্যাট সেই অর্থে জ্বলে ওঠেনি। ৫৮ বলে ৩১ করেন তিনি। তরুণ অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি ৩৬ বলে ১৭ রান করেন। মানব সুতার ৬ এবং নভদীপ সাইনি ১৮ রানে অপরাজিত থাকেন। অজিদের হয়ে ও’নেইল ৪ উইকেট নেন। টড মারফি মেম ৩টি। ওয়েবস্টার ও ব্রেন্ডন পান ১টি করে উইকেট।

এই খবরটিও পড়ুন

সাই সুদর্শনকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গিয়েছে। বছর তেইশের এই তরুণ ক্রিকেট কেরিয়ারের ভালো সময় কাটাচ্ছেন। পাকিস্তান এ, ইংল্যান্ড এ, আইপিএল, কাউন্টি ক্রিকেট, তামিলনাড়ু প্রিমিয়ার লিগের নকআউটে, রঞ্জি ট্রফি, দলীপ ট্রফিতে সেঞ্চুরি করার পর এ বার তিনি অস্ট্রেলিয়া এ টিমের বিরুদ্ধেও সেঞ্চুরি করলেন।

৩১২ রানে দ্বিতীয় ইনিংসে ভারত এ অল আউট হওয়ার ফলে অজিদের সামনে ২২৫ রানের টার্গেট দেন সাইরা। এ বার বাকি কাজটা ভারতীয় বোলার মুকেশ কুমার, প্রসিধ কৃষ্ণা, নভদীপ সাইনিদের। এই টার্গেট পূরণ করা থেকে স্যাম কন্টাসদের আটকাতে হবে ভারত-এ-কে। অজিদের প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া মুকেশের দিকে বিশেষ নজর থাকবে সকলের।