
কলকাতা: বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারদের তালিকায় রয়েছেন স্যাম কারান (Sam Curran)। সেই তিনিই কিনা এ বার সিঙাড়া বিক্রি করছেন! জেড্ডায় হওয়া আইপিএলের (IPL) নিলামে স্যামকে ৩ কোটি ২০ লক্ষ টাকা দিয়ে কিনেছিল সিএসকে। এ মরসুমে ২টো ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। শেষ ২ ম্যাচে তাঁকে হলুদ জার্সিতে দেখা যায়নি। বরং স্যামকে কেন্দ্র করে এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায় সিঙাড়া বিক্রি করছেন একজন। যাঁকে দেখে নেটিজ়েনদের দাবি, তিনি স্যাম কারান। সত্যিই কি তাই?
সোশ্যাল মিডিয়ায় যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে, সেটির সত্যতা যাচাই করেনি টিভি নাইন বাংলা। তবে ভিডিয়োতে যে যুবকের হাতে সিঙাড়ার পাত্র দেখা যায়, তিনি অনেকটা স্যাম কারানের মতো দেখতে। এমনটাই বলছেন নেটিজ়েনরা। ভিডিয়োতে দেখা যায়, মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি পরে স্যাম কারানের মতো দেখতে বিদেশি যুবক সকলকে সিঙাড়া কেনার জন্য ডাক দিচ্ছেন। কয়েকজন তো তাঁকে আসল স্যাম কারান ভেবে তাঁর সঙ্গে সেলফিও তুলতে থাকেন। কারানের হাতে থাকা সিঙাড়ার পাত্রে লেখা ছিল ১০০টা দাম। অনেকে ওই ছবির কমেন্টে লিখেছেন, ‘ভাই আমাদের এখানে ১০০ টাকায় ২০টা সিঙাড়া পাওয়া যায়।’ অপর একজন লিখেছেন, ‘স্যাম কারানের পার্টটাইম কাজ।’
javed_alam_436 এই নামের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ভিডিয়োটি ইতিমধ্যে ২.৪ মিলিয়ন ইন্সটাগ্রাম ব্যবহারকারী দেখেছেন। ওই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে দিন সাতেক আগে। যা থেকে আন্দাজ করা যায়, ম্যাচটি ৩১ মার্চের। যা অনুষ্ঠিত হয়েছিল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। সেই ম্যাচে ৮ উইকেটে জিতেছিল মুম্বই।