Sameer Rizvi: বিধ্বংসী ইনিংস সমীর রিজভির, ৩৭ দিনের মাথায় তিন নম্বর ডাবল সেঞ্চুরি!
CK Nayudu Trophy: ওর ব্যাটিংকে যেন কোনও বিশেষণ দিয়েই বোঝানো যায় না। অনূর্ধ্ব ২৩ কর্নেল সিকে নাইডু ট্রফিতে গুজরাটের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি। কতটা বিধ্বংসী? সব মিলিয়ে ১৫৯টি ডেলিভারি সামলেছেন, এর মধ্যে ৬১টি ডট বল। কেমন ছিল তাঁর ইনিংস?
মাত্র ৩৭ দিনের ব্যবধান। আরও একটা ডাবল সেঞ্চুরি উত্তর প্রদেশের তরুণ ব্যাটার সমীর রিজভির। আইপিএলে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে চেন্নাই সুপার কিংসে খেলেছেন। ঘরোয়া ক্রিকেটে তাঁকে নিয়ে দীর্ঘদিন ধরেই চর্চা। বিধ্বংসী ব্যাটিংয়ের জন্যই পরিচিত সমীর রিজভি। সর্বভারতীয় স্তরে আরও একবার ঝড় তুললেন এই তরুণ ব্যাটার। ওর ব্যাটিংকে যেন কোনও বিশেষণ দিয়েই বোঝানো যায় না। অনূর্ধ্ব ২৩ কর্নেল সিকে নাইডু ট্রফিতে গুজরাটের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি। কতটা বিধ্বংসী? সব মিলিয়ে ১৫৯টি ডেলিভারি সামলেছেন, এর মধ্যে ৬১টি ডট বল। কেমন ছিল তাঁর ইনিংস?
উত্তর প্রদেশের এই তরুণ বাঁ হাতি ব্যাটার শেষ অবধি ১৫৯ বলে ২৬২ রান করেন। ইনিংসে রয়েছে ২০টি ছয়! স্ট্রাইক রেট ১৬৪.৭৮। এ ছাড়া ২০টি ছক্কার পাশাপাশি ২১টি বাউন্ডারিও মেরেছেন সমীর রিজভি। সতীর্থ আর এক তরুণ বিধ্বংসী ব্যাটার স্বস্তিক চিকারাকে সঙ্গে নিয়ে দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় উইকেটে ৩৮১ রানের পার্টনারশিপ গড়েছেন।
দুটি ডাবল সেঞ্চুরির মধ্যে মাত্র ৩৭ দিনের ফারাক। ২১ ডিসেম্বর ত্রিপুরার বিরুদ্ধে অনূর্ধ্ব ২৩ টুর্নামেন্টে ৯৭ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন। যা সিকে নাইডু ট্রফিতে দ্রুততম ডাবল সেঞ্চুরি ছিল। তার ঠিক চার দিনের মাথায় অর্থাৎ ২৫ ডিসেম্বর আবারও ঝড় তুলেছিলেন সমীর রিজভি। সে বার বিদর্ভের বিরুদ্ধে ১০৫ বলে ২০২ রান করেছিলেন। এ বার তৃতীয় নম্বর ডাবল সেঞ্চুরি।
ঘরোয়া ক্রিকেটে বিধ্বংসী পারফরম্য়ান্সের জেরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংস তাঁকে নিয়েছিল। যদিও আইপিএলের গত মরসুমে সীমিত সুযোগে ব্যাট হাতে নজর কাড়তে পারেনি। এ বার তাঁকে মেগা নিলামে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। নতুন সংস্করণ, নতুন টিমের হয়ে সমীর রিজভি কেমন পারফর্ম করেন, সে দিকেই নজর।