Shubman Gill: বিরাটের মতো? গিলকে নিয়ে এখনই তুলনায় যেতে নারাজ মঞ্জরেকর!

বিরাটের উত্থানও হয়েছিল গিলেরই মতো। একঝাঁক তারকার প্রস্থানের পর বিরাটই নিজের কাঁধে তুলে নিয়েছিলেন ভারতীয় ক্রিকেট।

Shubman Gill: বিরাটের মতো? গিলকে নিয়ে এখনই তুলনায় যেতে নারাজ মঞ্জরেকর!
Shubman Gill: বিরাটের মতো? গিলকে নিয়ে এখনই তুলনায় যেতে নারাজ মঞ্জরেকর!Image Credit source: BCCI

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jun 27, 2025 | 1:30 PM

কলকাতা: রোহিত শর্মার মতো ঠান্ডা মাথা। বিরাট কোহলির মতো আগ্রাসী। ভারতীয় টেস্ট টিমের ক্যাপ্টেন শুভমন গিলের মধ্যে দুই প্রাক্তন ক্যাপ্টেনেরই গুণ দেখতে পাচ্ছে ক্রিকেট মহল। তবে অনেকেই বলছেন, ভারতীয় ক্রিকেটের প্রিন্স পারফরম্যান্স, ভাবনা ও নেতৃত্বের সঙ্গে কি বিরাটের মিল রয়েছে? বিরাটের উত্থানও হয়েছিল গিলেরই মতো। একঝাঁক তারকার প্রস্থানের পর বিরাটই নিজের কাঁধে তুলে নিয়েছিলেন ভারতীয় ক্রিকেট। নিজে সাফল্য পেয়েছেন। সাফল্য দিয়েছেন। আবার কেউ কেউ বলছেন, বিরাটের মতো নন, অনেক বেশি রক্ষণাত্মক। হেডিংলে-তে ডিফেন্সিভ ফিল্ডিংই সাজিয়েছিলেন গিল। তবে এক প্রাক্তন বিরাটের সঙ্গে গিলের তুলনা করতে নারাজ। তিনি কে?

তিনি আর কেউ নন, সঞ্জয় মঞ্জরেকর। ভারতের প্রাক্তন ক্রিকেটার বলেছেন, ‘গিলের সঙ্গে তুলনায় আমি কোনও ভাবেই বিরাটকে নিয়ে আসতে চাই না। গিল তরুণ ক্যাপ্টেন। তবে এটাও সত্যি, ডিফেন্সিভ ফিল্ডিং আমি ওর কাছে দেখতে চাই না। অনেকেই বলতে পারেন, যথেষ্ট রান ছিল স্কো বোর্ডে। গিলের কিন্তু আগ্রাসী ফিল্ডিং সাজানোর ক্ষেত্রে আলাদা একটা ব্যাপার দেখা গিয়েছে। এটাও ঠিক যে অ্যাটাকিং ফিল্ডিং সাজালেই ইংল্যান্ডকে অলআউট করা যেত। কিন্তু এটা করতেই হত।’

একই সঙ্গে সঞ্জয় মঞ্চরেকর কিন্তু বলে দিচ্ছেন, নতুন নেতা শুভমন গিলকে কিছু সময় দিতে হবে। তাঁর কথায়, ‘গিলের হাতে কিন্তু ইংলিশ টিমের মতো পেসার অ্যাটাক নেই। আবার এটাও ঠিক যে ইংল্যান্ডের বুমরার মতো পেসার নেই। ওদের টিমে অলরাউন্ডার অনেক বেশি। এমনকি জাডেজার ক্ষেত্রেও ভারতকে অনেক বেশি আক্রমণাত্মক হতে হবে। তবে শুভমনের ক্ষেত্রে এখনই তাড়াহুড়ো করতে নারাজ। ও দলের নতুন ক্যাপ্টেন। সেটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদের।’