Sanju Samson: ক্যাপ্টেন কি দলে কোণঠাসা? সঞ্জুর ভিডিয়ো ভাইরাল হতেই বিতর্ক তুঙ্গে!

RR, IPL 2025: রাজস্থান রয়্যালসে হচ্ছেটা কী? মরসুমের শুরু থেকেই দলের ক্যাপ্টেন্সি নিয়ে সমস্যায় ছিল ম্যানেজমেন্ট। এ বার ফের ক্যাপ্টেন আলোচনায়।

Sanju Samson: ক্যাপ্টেন কি দলে কোণঠাসা? সঞ্জুর ভিডিয়ো ভাইরাল হতেই বিতর্ক তুঙ্গে!
Sanju Samson: ক্যাপ্টেন কি দলে কোণঠাসা? সঞ্জুর ভিডিয়ো ভাইরাল হতেই বিতর্ক তুঙ্গে!Image Credit source: X

Apr 18, 2025 | 2:31 PM

কলকাতা: রাজস্থান রয়্যালসে (RR) হচ্ছেটা কী? মরসুমের শুরু থেকেই দলের ক্যাপ্টেন্সি নিয়ে সমস্যায় ছিল ম্যানেজমেন্ট। এ বার ফের ক্যাপ্টেন আলোচনায়। প্রথম তিন ম্যাচে দলের অধিনায়কত্ব করেছিলেন অসমের পোস্টার বয় রিয়ান পরাগ। সেই তিন ম্যাচে শুধু ব্যাটার হিসেবে খেলেন সঞ্জু। এরপর চোট সমস্যা কাটিয়ে তারপর দলের দায়িত্বে ফিরেছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। কিন্তু ক্যাপ্টেন্সি পদ পেলেও দলে তাঁর গুরুত্ব কতটা? প্রশ্ন তুলছে সমাজ মাধ্যম!

বুধবারের আইপিএলের ম্যাচের পর খবরের শিরোনামে রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু । এই তারকা উইকেটকিপার দিল্লি ম্যাচে ৩১ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে ডাগআউটে ফিরে যান। দিল্লি ওই ম্যাচে সুপার ওভারে জয় ছিনিয়ে নিয়েছিল। সঞ্জুকে ঘিরে বির্তক তৈরি হয় সেই ম্যাচের সুপার ওভারের আগে। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল সেই ভিডিয়ো।

নেটদুনিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, সুপার ওভারের আগে দলের টিম মিটিংয়ে কোচ রাহুল দ্রাবিড়, বোলিং কোচ সাইরাজ বাহুতুলে, সিনিয়র প্লেয়ার নীতীশ রানা সহ দলের একাধিক সিনিয়র প্লেয়ার যোগ দিয়েছিলেন। কিন্তু দলের অধিনায়ক সঞ্জুকে দেখা যায়নি। তাঁকে দেখা যায় সেই হাডলের একপাশে দাঁড়িয়ে আছেন। দলের এক প্লেয়ার তাঁকে সেই হাডেলে যোগ দিতে বললেও তিনি হাত দেখিয়ে বারণ করে দেন। তারপর থেকেই জল্পনা তুঙ্গে। দলের মধ্যে কি তা হলে তৈরি হচ্ছে সমস্যা? সঞ্জু কি দলের মধ্যে কোণঠাসা হয়ে পড়ছেন? সেই ভিডিয়ো ভাইরাল হতেই উত্তপ্ত একাধিক ক্রিকেট ভক্তরা। তাঁরা এই ভিডিয়োর কমেন্টে লিখেছেন যে,  ‘রাজস্থান দলে রাজনীতির শিকার সঞ্জু। দলের অন্দরের খুব বড় রাজনীতি চলছে।’


এই ম্যাচে দলের আর এক তারকা নীতীশ রানা ৫১ রানের ইনিংস খেলার পরেও তাঁকে সুপার ওভারে ব্যাটিং করতে পাঠানো হয়নি। এই ব্যাপারে তিনি বলেছেন, ‘এই সিদ্ধান্তগুলি কোনও একজন নেয় না। টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। সম্মিলিত সিদ্ধান্ত। যদি হেটমায়ার ওই মুহূর্তে দুটো ছয় মারত, তা হলে এই প্রশ্নটা উঠত না। ম্যানেজমেন্ট ঠিক সিদ্ধান্ত নিয়েছে। সবাই জানে হেটমায়ার আমাদের ফিনিশার। এর আগে ও কিন্তু এমন বহু ম্যাচ জিতিয়েছে।’