AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs ZIM: হারারেতে জ্বলে উঠল ‘রয়্যাল’ জুটি, বোর্ডে বড় রান ভারতের

Sanju Samson-Riyan Parag: চতুর্থ উইকেটে ৫৬ বলে ৬৫ রানের পার্টনারশিপ গড়েন সঞ্জু স্যামসন ও রিয়ান পরাগ। আইপিএলে এই জুটি দেখা যায় রাজস্থান রয়্যালসে। পিঙ্ক আর্মির হয়ে এই জুটির তৃতীয় উইকেটে সর্বাধিক রানের পার্টনারশিপের রেকর্ডও রয়েছে।

IND vs ZIM: হারারেতে জ্বলে উঠল 'রয়্যাল' জুটি, বোর্ডে বড় রান ভারতের
রয়্যাল জুটি জ্বলে উঠল হারারেতেImage Credit: BCCI
| Updated on: Jul 14, 2024 | 6:17 PM
Share

কলকাতা: তিন বিশ্বজয়ী টিমে ফেরার পর একাদশে প্রত্যাশা মতো বদল করেছিলেন ভারত অধিনায়ক। শুভমন গিলের সেই সিদ্ধান্ত মেনে নিতে হয়েছিল বাকিদের। জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজের পঞ্চম ম্যাচে ভারতের একাদশে বদল দেখা গেল। ফিরেছেন রিয়ান পরাগ (Riyan Parag) ও মুকেশ কুমার। টস হেরে প্রথমে ব্যাটিং করেছে টিম ইন্ডিয়া। দুই রয়্যাল জুটির ব্যাট আজ হারারেতে জ্বলে উঠল। সব মিলিয়ে ৬ উইকেটে ১৬৭ রান করল ভারত।

হারারেতে পঞ্চম ম্যাচে ভারতের টপ অর্ডার ব্যর্থ হয়। দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও শুভমন গিল করেন যথাক্রমে ১২ ও ১৩ রান। এই সিরিজে অভিষেককারী অভিষেক শর্মা একটি সেঞ্চুরি করেছিলেন। কিন্তু পঞ্চম ম্যাচে চলল না তাঁর ব্যাটও। ১১ বলে ১৪ রান করে মাঠ ছাড়েন অভিষেক। এরপর চারে নামা সঞ্জু স্যামসন ও পাঁচে নামা রিয়ান পরাগ মিলে ভারতের ইনিংসকে টানেন।

চতুর্থ উইকেটে ৫৬ বলে ৬৫ রানের পার্টনারশিপ গড়েন সঞ্জু স্যামসন ও রিয়ান পরাগ। আইপিএলে এই জুটি দেখা যায় রাজস্থান রয়্যালসে। পিঙ্ক আর্মির হয়ে এই জুটির তৃতীয় উইকেটে সর্বাধিক রানের পার্টনারশিপের রেকর্ডও রয়েছে (৮০ বলে ১৩০ রান, যেখানে রিয়ান পরাগ করেন ৪৮ বলে ৭৬ রান এবং সঞ্জু স্যামসন করেন ৩৮ বলে ৬৮ রান)। এ বার ভারতের জার্সিতেও জ্বলে উঠল রয়্যাল জুটি। টিম ইন্ডিয়ার হয়ে পঞ্চম টি-২০ ম্যাচে সর্বাধিক রান সঞ্জু স্যামসনের। ৪৫ বলে ৫৮ করেন তিনি। তাঁর ইনিংসে ছিল ১টি তার ও ৪টি ছয়। অন্যদিকে রিয়ান পরাগ করেন ২৪ বলে ২২ রান। টিমের হয়ে দ্বিতীয় সর্বাধিক রান শিবম দুবের। ১২ বলে ২৬ রান করে তিনি রান আউট হন।

জিম্বাবোয়ের হয়ে ২টি উইকেট ব্লেসিং মুজরাবানির। আর ১টি করে উইকেট নেন সিকান্দার রাজা, রিচার্ড এনগারাভা এবং ব্রেন্ডন মাভুতা। এ বার দেখার ব্যাট হাতে রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দরদের কেমন মোকাবিলা করেন জিম্বাবোয়ের ব্যাটাররা। মর্যাদার ম্যাচ জিততে হলে জিম্বাবোয়েকে ১৬৮ রান তুলতে হবে।