Sachin-Sara Tendulkar: মুম্বই টিম কিনলেন সচিন-কন্যা সারা তেন্ডুলকর!
IPL 2025, Mumbai Indians: ক্রিকেটের সঙ্গে তাঁর পরিচয় তো নতুন নয়, বরং ক্রিকেটই তাঁর পরিচয়। বাবা সচিন তেন্ডুলকর বিশ্ব ক্রিকেটে কয়েক প্রজন্মের আদর্শ। খেলেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও। ৩৮ বছর বয়সে আইপিএলে সেঞ্চুরিও হাঁকিয়েছেন। আর আন্তর্জাতিক ক্রিকেটে সচিনের অবদান, কারও অজানা নয়।

সাফল্য একদিনে আসে না। এর জন্য শুরুটা করা জরুরি। আর সেই শুরুটাই যেন করে দিয়েছেন সচিন-কন্যা সারা তেন্ডুলকর। সদ্য মুম্বই ফ্র্যাঞ্চাইজি কিনেছেন। সোশ্যাল মিডিয়ায় সে প্রসঙ্গে জানিয়েওছেন সারা। তা হলে কি ক্রিকেট দুনিয়ায় পা রাখলেন? তা কী করে হয়! ক্রিকেটের সঙ্গে তাঁর পরিচয় তো নতুন নয়, বরং ক্রিকেটই তাঁর পরিচয়। বাবা সচিন তেন্ডুলকর বিশ্ব ক্রিকেটে কয়েক প্রজন্মের আদর্শ। খেলেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও। ৩৮ বছর বয়সে আইপিএলে সেঞ্চুরিও হাঁকিয়েছেন। আর আন্তর্জাতিক ক্রিকেটে সচিনের অবদান, কারও অজানা নয়।
শুধু বাবাই কেন, ভাই অর্জুন তেন্ডুলকরও তো বেছে নিয়েছেন ক্রিকেটকেই। ঘরোয়া ক্রিকেট, আইপিএলে খেলেছেন। তাও আবার মুম্বই ফ্র্য়াঞ্চাইজির হয়েই। অর্থাৎ যেখানে খেলেছেন, সেখানে ছেলেও। আর অর্জুনের খেলা দেখতে মাঠে উপস্থিত থেকেছেন সারাও। হঠাৎ কেন সারাকে নিয়ে হইচই?
সোশ্যাল মিডিয়ায় তাঁর অ্যাকাউন্ট চেক করলে মডেলিং, বেড়াতে যাওয়ার ছবি, ভিডিয়ো, অনেক কিছুই দেখা যায়। জীবনের নানা তথ্যই শেয়ার করেন। সেই সারা তেন্ডুলকর কিন্তু উদ্যোগপতিও হয়ে উঠেছেন। কী ভাবে? যাঁরা মোবাইল গেম সম্পর্কে একটু খোঁজ খবর রাখেন, তাঁদের কাছে অতি পরিচিত নাম রিয়াল ক্রিকেট। আর তাদের সেই টুর্নামেন্ট GEPL-ও জানা। গ্লোবাল ই-ক্রিকেট প্রিমিয়ার লিগ। এই টুর্নামেন্টেরই মুম্বই ফ্র্যাঞ্চাইজি কিনলেন সারা।
ই-ক্রিকেট বা বিনোদনের মঞ্চে অন্যতম সফল টুর্নামেন্ট। এর গ্রোথ তাক লাগিয়ে দেওয়ার মতোই। এই গেম ডাউনলোড হয়েছে ৩০ কোটি! টুর্নামেন্টের প্রথম সিজনে ২ লক্ষ প্লেয়ার রেজিস্ট্রার করেছিলেন। আসন্ন দ্বিতীয় সিজনের জন্য ৯ লক্ষেরও বেশি! আপাতত ডিজিটাল দুনিয়ায় উদ্যোগপতি হিসেবে পা রাখলেন সারা। রিয়াল দুনিয়ায় কবে? হয়তো তাঁর কাছে পরিকল্পনা রেডি! সময় এলেই নতুন খবরও পাওয়া যাবে। বাবার নামটা যখন সচিন তেন্ডুলকর, সহজে যে হাল ছাড়বেন না, সারার থেকে এই প্রত্যাশা তো করাই যায়!





