কালো মিডি ড্রেসে নাইট আউটে সারা, সঙ্গে কি গিল?
Sara Tendulkar: শুধু ওয়েস্টার্ন পোশাকই নয়, শাড়িতেও দুর্দান্ত মানায় সারাকে। কিছুদিন আগে খোলামেলা ব্লাউজের সঙ্গে কালো শাড়িতে ভক্তদের মনে ঝড় তোলেন সারা। সোশ্যাল মিডিয়ায় এই সাজে ছবি পোস্ট করতেই লাইক কমেন্টের বন্যা দেখা দেয়। ওই ছবিতে সারাতে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।

কলকাতা: সোশ্যাল মিডিয়ার অন্যতম পরিচিত মুখ সারা তেন্ডুলকর (Sara Tendulkar)। তাঁর আরও একটি পরিচয় রয়েছে। তিনি মাস্টর ব্লাস্টার সচিন তেন্ডুলকরের ( Sachin Tendulkar) মেয়ে। আরও একটি কারণের জন্য বেশ জনপ্রিয় তিন। ভারতের জাতীয় দলের তারকা ওপেনার শুভমন গিলের (Shubman Gill) সঙ্গে নাম জড়িয়েছে তাঁর। আর তারপর থেকেই সোশ্যাল মিডিয়ার হটকেক সারা। নেটিজেনরা তাঁকে ‘সারা ভাবি’ নামেই চেনেন। সারার রূপের ছটায় মুগ্ধ ভক্তরা। এ বার নেটিজেনদের মনে ঝড় তুলতে কালো মিডি ড্রেসে ধরা দিলেন সারা। মাঝে মধ্যেই গিলের সঙ্গে ডেটে দেখা যায় তাঁকে। এ বারও কি শুভমনের সঙ্গেই ডেট নাইট ছিল? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
সোশ্যাল মিডিয়ায় ৪ মিলিয়ন ফলোয়ার তাঁর। নেটিজেনরা সারার পিছুই ছাড়েন না। যেখানেই যান সারা, সেখানেই হাজির হন পাপারাৎজিরা। এ বারও তার অন্যথা হল না। মুম্বইয়ে এক পার্টিতে গিয়েছিলেন তিনি। সেখানেই পাপারাৎজিদের ক্যামেরার কালো মিডি ড্রেসে দেখা গেল তাঁকে। ঠোঁটের কোনায় লেগেছিল মিষ্টি হাসি। ফ্যাশনে তিনি বরাবর বাজিমাত করেন। ট্রেন্ডে গা ভাসিয়ে নিজেকে সাজিয়ে তোলেন বরাবর। এ বারও তাই করলেন। হালকে মেকআপ, সঙ্গে জমকালে একটা মিডি ড্রেস, মানিয়েছিল বেশ। ক্যামেরার সামনে সাবলীলভাবে হেঁটে চলে যান। তবে এদিন পার্টিতে তাঁর সঙ্গে ছিলেন না শুভমন। গিল এখন রয়েছেন দক্ষিণ আফ্রিকায়।
View this post on Instagram
শুধু ওয়েস্টার্ন পোশাকই নয়, শাড়িতেও দুর্দান্ত মানায় সারাকে। কিছুদিন আগে খোলামেলা ব্লাউজের সঙ্গে কালো শাড়িতে ভক্তদের মনে ঝড় তোলেন সারা। সোশ্যাল মিডিয়ায় এই সাজে ছবি পোস্ট করতেই লাইক কমেন্টের বন্যা দেখা দেয়। ওই ছবিতে সারাতে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।
View this post on Instagram





