Jharkhand Cricket: তুলনা হত ধোনির সঙ্গে, ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থার সচিব হলেন সৌরভ

Indian Cricket News: ভারতীয় ক্রিকেটে নেক্সট ধোনি। কোনও কিপার-ব্যাটার ভালো খেললে এমনটাই বলা হয়। আর তিনি যদি ঝাড়খণ্ড থেকে উঠে আসেন, তা হলে তো কথাই নেই। সৌরভ তিওয়ারির ক্ষেত্রে এমনটাই বলা হত।

Jharkhand Cricket: তুলনা হত ধোনির সঙ্গে, ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থার সচিব হলেন সৌরভ
Image Credit source: Parwaz Khan/HT via Getty Images

May 19, 2025 | 9:18 PM

ভারতীয় ক্রিকেট মানচিত্রে ঝাড়খণ্ডের প্রধান মুখ কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি। ট্রফির নিরিখে দেশের সর্বকালের সেরা অধিনায়ক। আইসিসি টি-টোয়েন্টি, ওয়ান ডে বিশ্বকাপ জিতেছে ভারত। তাঁর নেতৃত্বে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছে ভারতীয় দল। ধোনির পর ঝাড়খণ্ড থেকে সৌরভ তিওয়ারি, শাহবাজ নাদিমের মতো ক্রিকেটাররাও উঠে এসেছিলেন। যাঁরা আইপিএল এবং জাতীয় দলে সীমিত সংখ্যক ম্যাচ খেলেছেন। বর্তমান ক্রিকেটারদের মধ্যে ঈশান কিষাণও ঝাড়খণ্ড থেকেই উঠে এসেছেন। তবে ধোনির পর একটা সময় যাঁকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হত, তিনি সৌরভ তিওয়ারি। ঝাড়খণ্ড ক্রিকেটার সংস্থার নতুন সচিব হলেন এই সৌরভ তিওয়ারিই।

ভারতীয় ক্রিকেটে নেক্সট ধোনি। কোনও কিপার-ব্যাটার ভালো খেললে এমনটাই বলা হয়। আর তিনি যদি ঝাড়খণ্ড থেকে উঠে আসেন, তা হলে তো কথাই নেই। সৌরভ তিওয়ারির ক্ষেত্রে এমনটাই বলা হত। তার অন্যতম কারণ, ধোনি যেমন কেরিয়ারের শুরুর দিকে বড় চুল রাখতেন, সৌরভ তিওয়ারিকেও সেই রূপেই দেখা গিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কিংবা আইপিএল কেরিয়ার যে খুব দীর্ঘ হয়েছিল তা নয়। তবে ঘরোয়া ক্রিকেটে অতি পরিচিত নাম।

ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থার নির্বাচনে দাঁড়িয়েছিলেন সৌরভ তিওয়ারি ও দেশের হয়ে টেস্ট খেলা বাঁ হাতি স্পিন বোলিং অলরাউন্ডার শাহবাজ নাদিম। নির্বাচনে জিতে সচিব হলেন সৌরভ তিওয়ারি। অন্য দিকে, যুগ্মসচিব শাহবাজ নাদিম। বিরাট কোহলির নেতৃত্বে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী দলেও ছিলেন সৌরভ। ধোনির নেতৃত্বে ওয়ান ডে ক্রিকেটে খেলেন। নির্বাচনে জিতে দু-জনেই জানিয়েছেন, ঝাড়খণ্ড ক্রিকেটের উন্নতিতেই লক্ষ্য থাকবে।