T20 World Cup 2021: জোড়া ম্যাচ জিতে ছন্দে ইংল্যান্ড
জোড়া ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা ইংল্যান্ড শনিবার মাঠে নামাবে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে। ক্রিকেট মহলের মতে এটা মিনি অ্যাসেজ।
আবু ধাবি: গতবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে (West Indies) হারিয়ে শুরু হয়েছিল অভিযান। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকেও (Bangladesh) উড়িয়ে দিল ইংল্যান্ড (England)। ২০১৯ সালে ওয়ান ডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ইওন মর্গ্যানের (Morgan) দল। এ বারের টি-২০ বিশ্বকাপেও (T20 World Cup) তাদেরকে ফেভারিট হিসেবে দেখছে ক্রিকেটমহল। ইংল্যান্ডের পারফরম্যান্সও সেই কথাই বলছে। ওয়েস্ট ইন্ডিজকে স্রেফ উড়িয়ে দিয়েছিলেন মর্গ্যানরা। এ বার বাংলাদেশের বিরুদ্ধে জয় ৮ উইকেটে। সেটাও ৩৫ বল বাকি থাকতে। শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। কিন্তু মাহমুদুল্লাহদের কোনও পরিকল্পনাই কাজে আসেনি ইংলিশ বোলারদের দাপটে।
2⃣ from 2⃣ ?
Scorecard: https://t.co/hapgbGEiJ8#T20WorldCup | #EnglandCricket pic.twitter.com/3lrfxbnqMA
— England Cricket (@englandcricket) October 27, 2021
টাইমাল মিলসের তিন উইকেট, মইন আলি ও লিভিংস্টোনের জোড়া উইকেট বাংলাদেশ মেরুদণ্ড ভেঙে দিল। সর্বোচ্চ ২৯ রান উইকেট কিপার মুশফিকুর রহিমের। বাকিদের ঝুলিতে শুধুই ব্যর্থতা। ২০ ওভারে মাত্র ১২৪ রান স্কোর বোর্ডে তোলে বাংলাদেশ। ম্যাচটা সেখানেই শেষ।
ইংল্যান্ড ব্যাট করতে নেমে ঝড়ের গতিতে রান তোলা শুরু। শুরুতে জস বাটলারের উইকেট হারালেও ইংলিশ ইনিংসে কোনও কাঁপুনি ধরেনি। বরং জেসন রয় একদিক থেকে বাংলাদেশে বোলারদের মাঠের বাইরে পাঠানোর কাজটা চালিয়ে গেলেন। ৩৮ বলে ৬১ রান করে তিনি যখন আউট হলেন তখন ইংল্যান্ড জয়টা শুধুই সময়ের অপেক্ষা। ম্যাচের সেরাও হলেন জেসন রয়। ম্যাচ শেষে তিনি বলেন, “একদিকে উইকেট হাতে রাখতে হত। অন্য দিকে দ্রুত রানও তুলতে হত। এই ভারসাম্য রাখার খেলাটাই গত কয়েক মাস ধরে অনুশীন করার চেষ্টা করেছি আমরা।” অন্য দিকে ইংল্যান্ড অধিনায়ক মর্গ্যানের গলায় দলের বোলারদের প্রসংশা। বলছেন,”বোলাররা চমৎকার নিয়ন্ত্রণ রেখে বোলিং করেছে। ফিল্ডিং ভালো হয়েছে। শেষ কয়েক বছরে সাদা বলের ক্রিকেটে আমাদের অনেক উন্নতি হয়েছে।”
বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ জানিয়েছেন, “হতাশাজনক পারফরম্য়ান্স। শুরুটা ভালো হয়নি একটা পার্টনারশিপও গড়ে তুলতে পারিনি আমরা। আমার মনে হয় ব্যাটিংয়ের বেশ কিছু দিক নিয়ে নতুন করে ভাবতে হবে।”
জোড়া ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা ইংল্যান্ড শনিবার মাঠে নামাবে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে। ক্রিকেট মহলের মতে এটা মিনি অ্যাসেজ। দুবাইয়ের মাঠে খেলা।
আরও পড়ুন: Scotland vs Namibia Live Score, T20 World Cup 2021:হাফসেঞ্চুরি হাতছাড়া করে ফিরলেন লিস্ক
আরও পড়ুন: ICC T20 Batter Rankings : বিরাটকে সরিয়ে চারে উঠলেন পাকিস্তানের রিজওয়ান
আরও পড়ুন: T20 World Cup 2021: নিজের বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন ওয়াকার