Gautam Gambhir: গম্ভীর ভেঙে পড়ো না… টিমকে তাতাতে ড্রেসিংরুমে চক দে ডায়ালগ শাহরুখের

অভিষেক সেনগুপ্ত | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 17, 2024 | 12:13 PM

১৭ বছর পর আবার কবীর খান ফিরলেন ড্রেসিংরুমে। এ বার আর হকি কোচ হয়ে নয়, টিমের মালিক হিসেবে। প্রতিপক্ষকে ২৩৭ রানের লক্ষ্য দিয়েছিল টিম। সেঞ্চুরি করেছিলেন সুনীল নারিন নামের এক ক্রিকেটার। তাও পাল্টা সেঞ্চুরি করে নাইটদের মুঠো থেকে জস বাটলার ছিনিয়ে নিয়ে গেলেন ম্যাচ। এমন নিশ্চিত জেতা ম্যাচ হারের পর পুরো টিম যখন ভেঙে পড়েছে, তখন হাজির হলেন কবীর খান। ভেঙে পড়া টিমকে তাতালেন। আবার নাইটদের মনে ভরে দিলেন জেতার আগুন।

Gautam Gambhir: গম্ভীর ভেঙে পড়ো না... টিমকে তাতাতে ড্রেসিংরুমে চক দে ডায়ালগ শাহরুখের
গম্ভীর ভেঙে পড়ো না... টিমকে তাতাতে ড্রেসিংরুমে চক দে ডায়ালগ শাহরুখের
Image Credit source: BCCI

Follow Us

কলকাতা: কবীর খানের সেই বিখ্যাত ডায়ালগ আজও ভেঙে পড়া যে কোনও মানুষকে তাতিয়ে দেয়। ‘চক দে’তে মেয়েদের হকি টিমকে তাতাতে কবীর বলেছিলেন, ‘সত্তর মিনিট আছে তোমাদের কাছে। বোধহয় তোমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্তর মিনিট…!’ ১৭ বছর পর আবার কবীর খান ফিরলেন ড্রেসিংরুমে। এ বার আর হকি কোচ হয়ে নয়, টিমের মালিক হিসেবে। প্রতিপক্ষকে ২৩৭ রানের লক্ষ্য দিয়েছিল টিম। সেঞ্চুরি করেছিলেন সুনীল নারিন নামের এক ক্রিকেটার। তাও পাল্টা সেঞ্চুরি করে নাইটদের মুঠো থেকে জস বাটলার ছিনিয়ে নিয়ে গেলেন ম্যাচ। এমন নিশ্চিত জেতা ম্যাচ হারের পর পুরো টিম যখন ভেঙে পড়েছে, তখন হাজির হলেন কবীর খান। ভেঙে পড়া টিমকে তাতালেন। আবার নাইটদের মনে ভরে দিলেন জেতার আগুন।

মালিক হলেও শাহরুখ খান টিমম্যান। কলকাতা নাইট রাইডার্সের প্রতি ম্যাচে দেখা যাচ্ছে মাঠে। গ্যালারি থেকে তাতাচ্ছেন টিমকে। ম্যাচের ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন। গৌতম গম্ভীরকে মেন্টর করে ট্রফি জেতার স্বপ্ন দেখছেন শাহরুখ। সেই তিনিই টিমকে হারতে দেখে ড্রেসিংরুমে পেপটক দিলেন টিমকে। কী বললেন কিং খান? কেকেআর যে ভিডিয়ো পোস্ট করেছে, তাতে তিনি বলেছেন, ‘জীবন হোক আর খেলা, এমন দিন থাকে, যখন আমাদের হারার কথা নয়। আবার এমন দিনও থাকে, যখন আমাদের জেতার কথা নয়। আজ আমাদের হারার কথা ছিল না। আমরা সত্যিই ভালো খেলেছি। তার জন্য় আমাদের গর্ব করতেই হবে। কেউ দুঃখ পেও না বা ভেঙে পড়ো না।’


কেকেআর ড্রেসিংরুমে শাহরুখের এই নাতিদীর্ঘ বক্তব্য মন ছুঁয়ে যাওয়ার মতো। সোশ্যাল মিডিয়ায় যা ভাইরালও হয়ে গিয়েছে। কিং খান বলেছেন, ‘আমরা অন্য সময় যে ভাবে ড্রেসিংরুমে আসি, আমরা যেমন তুঙ্গে থাকি, তেমনই যেন থাকতে পারি। আমাদের ভিতরে যে এনার্জি রয়েছে, সেটা ধরে রাখাই আসল। সবচেয়ে বড় কথা হল, মাঠে আমরা সর্বস্ব দিয়েছি। জিজি (গৌতম গম্ভীর) তুমি ভেঙে পড়ো না। আমরা ঠিক ফিরে আসব। আমিও রিঙ্কুর সঙ্গে এক মত, আজ ঈশ্বর ম্যাচের ফলাফল ঠিক করে রেখেছিলেন।’

Next Article