IPL 2025, KKR: ইডেনে জয়ের পর রিঙ্কু সিংদের বার্তা কিং খানের, কী বলছেন ‘বস’?
KKR vs SRH, Shah Rukh Khan: পুরোপুরি টিম গেম। এরপরই টিমের কর্ণধার শাহরুখ খানের বিশেষ বার্তা। ড্রেসিংরুমে ভেঙ্কি মাইসোর সেই মেসেজ পড়েন। যেখানে প্রত্যেকের সম্পর্কেই কিছু না কিছু বলছেন কিং খান। হঠাৎই অপ্রত্যাশিত পরিস্থিতিতে পড়েন কুইন্টন ডি'কক!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। শুরু থেকে অবশ্যই চ্যাম্পিয়নের মতো পারফরম্যান্স দেখা যায়নি। বিশেষ করে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচটা। মরসুম শুরু হয়েছিল হার দিয়ে। এরপর রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে জয়। কিন্তু মুম্বইয়ের কাছে একপেশে হারের পর অস্বস্তি বাড়ে। এখান থেকে ঘুরে দাঁড়ানো সহজ ছিল না। ইডেনে দুর্দান্ত কামব্যাক করেছে কেকেআর। সানরাইজার্স হায়দরাবাদকে ৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে। পুরোপুরি টিম গেম। এরপরই টিমের কর্ণধার শাহরুখ খানের বিশেষ বার্তা। ড্রেসিংরুমে ভেঙ্কি মাইসোর সেই মেসেজ পড়েন। যেখানে প্রত্যেকের সম্পর্কেই কিছু না কিছু বলছেন কিং খান। হঠাৎই অপ্রত্যাশিত পরিস্থিতিতে পড়েন কুইন্টন ডি’কক!
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কেকেআরের দুই ওপেনার রান পাননি। অংক্রিশ রঘুবংশী ও ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে পরিস্থিতি সামাল দেন। এরপর অবশ্য মসৃণ গতিতেই এগোয় কেকেআরের ইনিংস। অংক্রিশের হাফসেঞ্চুরি। স্লগ ওভারে বিধ্বংসী ব্যাটিং ভেঙ্কটেশ আইয়ার ও রিঙ্কু সিংয়ের। শেষ অবধি বোর্ডে ২০০ রান তোলে কেকেআর। বোর্ডে বড় রান নিয়ে আত্মবিশ্বাসী বোলিং। বৈভব-বরুণ তিনটি করে উইকেট নেন। রাসেল, নারিন, হর্ষিতরাও দুর্দান্ত বোলিং করেন। কেকেআরের তরফে একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে, যেখানে শাহরুখের মেসেজ পড়ে শোনান ভেঙ্কি মাইসোর। রিঙ্কুর হাসি মুখ দেখে কিং খান খুশি সেটিও বলেন। মজার পরিস্থিতিতে তৈরি হয় কুইন্টনকে নিয়ে।
শাহরুখ খান বাকিদের উদ্দেশে তাঁর বার্তায় বলেন, ‘সব সময় কুইনির কথা শুনবে’। কুইন্টন ডিকক নিজেও হয়তো এই কথার প্রসঙ্গ বুঝে উঠতে পারেননি। সকলেই হেসে ওঠেন। আসলে কিপিংয়ের সময় কট বিহাইন্ডের জোরালো আবেদন করেছিলেন কুইন্টন ডিকক। ক্যাপ্টেনের দিকে তাকান। রাহানে তাঁকে বলেন, কোনও আওয়াজ পাননি। বোলারের অভিব্যক্তিও তাই। কুইন্টনও আত্মবিশ্বাসের সঙ্গে রিভিউ নেওয়ার কথা বলতে পারেননি। জায়ান্ট স্ক্রিনে রিপ্লে-তে দেখা যায়, সেটি রিভিউ নিলে উইকেট পেত কেকেআর। সেই প্রসঙ্গেই মজার ছলে এমন বার্তা কিং খানের।
The Bossman’s message 💜💬 pic.twitter.com/yjr9G8PnW3
— KolkataKnightRiders (@KKRiders) April 4, 2025





