AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Watch Video: মুলতান টেস্টে বাবরকে ‘জিম্বু’ বলে কটাক্ষ শাহিনের! দুই পাক তারকার ঝামেলা প্রকাশ্যে

Babar Azam: দীর্ঘদিন সেঞ্চুরি পাননি বাবর আজম। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে প্রথম ইনিংসে যেখানে পাকিস্তান ক্যাপ্টেন শান মাসুদ সহ মোট ৩ ক্রিকেটার সেঞ্চুরি করেছেন, সেখানে বাবর রান না পাওয়ায় প্রবল সমালোচিত হচ্ছেন।

Watch Video: মুলতান টেস্টে বাবরকে 'জিম্বু' বলে কটাক্ষ শাহিনের! দুই পাক তারকার ঝামেলা প্রকাশ্যে
মুলতান টেস্টে বাবরকে 'জিম্বু' বলে কটাক্ষ শাহিনের! দুই পাক তারকার ঝামেলা প্রকাশ্যে
| Updated on: Oct 11, 2024 | 4:02 PM
Share

কলকাতা: দীর্ঘদিন এক টিমের হয়ে খেলতে খেলতে সতীর্থরা বন্ধুতে পরিণত হন। কিন্তু দলটা যখন পাকিস্তান ক্রিকেট টিম, সেখানে বন্ধুত্বের থেকে মতবিরোধই হয় বেশি। মাঝে মাঝে বাইশ গজে যার ছাপ দেখা যায়। মুলতান টেস্টে তেমনই এক ঘটনা সামনে এসেছে। সোশ্যাল মিডিয়ায় এক ভাইরাল ভিডিয়োতে নেটিজ়েনদের দাবি, বাবর আজমকে (Babar Azam) ‘জিম্বু’ বলে ডাকছেন শাহিন শাহ আফ্রিদি (Shaheen Afridi)। বাবর যখন রান পান না, সেই সময় তাঁকে সমালোচকরা ‘জিম্বু’, ‘জিম্বাবর’ বলে ডাকেন। এ বার মুলতান টেস্টে শাহিনও কি বাবরকে সেই নামে ডেকে ব্যঙ্গ করলেন?

মুলতান টেস্টে পাকিস্তান ও ইংল্যান্ডের একাধিক ক্রিকেটার সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি, ট্রিপল সেঞ্চুরি করেছেন। সেখানে বাবর আজম ২ ইনিংস মিলিয়ে মাত্র ৩৫ রান করেছেন। অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা খেয়ে আউটও হন বাবর। তিনি দীর্ঘদিন সেঞ্চুরি পাননি। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে যেখানে পাকিস্তান ক্যাপ্টেন শান মাসুদ সহ মোট ৩ ক্রিকেটার সেঞ্চুরি করেছেন, সেখানে বাবর রান না পাওয়ায় প্রবল সমালোচিত হচ্ছেন। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় শাহিনের যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, তাতে অনেকেই বলছেন, তিনি বাবরকে ‘জিম্বু’ বলে ডাকছেন। যদিও ভিডিয়োতে শাহিনের কথা শোনা যায়নি। লিপ-রিড করা গিয়েছে। তা থেকেই অনেকে মনে করেছেন পাক পেসার ব্যঙ্গ করছেন প্রাক্তন অধিনায়ককে।

বাবর আজম জিম্বাবোয়ের বিরুদ্ধে বরাবর ভালো খেলেন। রানও প্রচুর করেছেন জিম্বাবোয়ের বিরুদ্ধে। যে কারণে অন্য কোনও দলের বিরুদ্ধে পাকিস্তানের ম্যাচে বাবর ভালো রান না পেলে সমালোচকরা ‘জিম্বু’ বলে কটাক্ষ করেন তাঁকে। একাধিক বার শোনা গিয়েছে শাহিন-বাবরের সম্পর্ক ভালো নয়। সেই দিক থেকে সকলেই ধরে নিয়েছেন বাবর রান পাওয়ায় তাঁকে কথা শোনাতে ছাড়লেন না শাহিন।