AUS vs WI: আবেগাপ্লুত লারার চোখে জল, সিকিউরিটি গার্ডের চাকরি ছাড়া শেমার যখন ক্যারিবিয়ান কিং
Watch Video: দীর্ঘ ২৭ বছর পর অস্ট্রেলিয়াকে তাদের দেশের মাটিতে হারিয়ে ইতিহাস গড়ল ক্রেগ ব্রেথওয়েটের ওয়েস্ট ইন্ডিজ। গাব্বায় প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে ৮ রানে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। নিজের দেশের এই জয় দেখে আর আবেগ ধরে রাখতে পারেননি লারা। কমেন্ট্রি বক্সেই তাঁকে আবেগে ভাসতে দেখা যায়।
কলকাতা: বছর ঘুরতে না ঘুরতে কতকিছুই বদলে যায়। ক্রিকেট বিশ্বের সাড়া জাগানো শেমার জোসেফের (Shamar Joseph) কথাই যদি বলা হয়… ২০২৩ সালের জানুয়ারিতে তিনি ক্রিকেট খেলার জন্য নিরাপত্তারক্ষীর কাজ ছেড়েছিলেন। কঠোর পরিশ্রমের ফল তিনি পেয়েছেন। ২০২৪ সালের জানুয়ারিতে তাঁর গায়ে উঠেছে ওয়েস্ট ইন্ডিজের জার্সি। টেস্ট ক্রিকেটে তাঁর অভিষেক হয়েছে। আর ডেবিউ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচেই তিনি পেয়েছেন ম্যাচের সেরার পুরস্কার। দীর্ঘ ২৭ বছর পর অস্ট্রেলিয়াকে তাদের দেশের মাটিতে হারিয়ে ইতিহাস গড়ল ক্রেগ ব্রেথওয়েটের ওয়েস্ট ইন্ডিজ। গাব্বায় প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে ৮ রানে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। নিজের দেশের এই জয় দেখে আর আবেগ ধরে রাখতে পারেননি কিংবদন্তি ব্রায়ান লারা (Brian Lara)। কমেন্ট্রি বক্সেই তাঁকে আবেগে ভাসতে দেখা যায়।
January 2023 – Shamar Joseph left the job of a security guard to pursue his dream in cricket.
January 2024 – Shamar Joseph with a broken toe delivered 7/68 spell at the Gabba with a speed close to 150kmph.
– Stories like this make us happy and inspire us…!!! 🫡 pic.twitter.com/rQYaOJc2Fq
— Mufaddal Vohra (@mufaddal_vohra) January 28, 2024
গাব্বায় অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট শেষ হতে না হতেই কমেন্ট্রি বক্সে লাফিয়ে ওঠেন ক্যারাবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা। আবেগাপ্লুত লারাকে জড়িয়ে ধরলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্যাপ্টেন অ্যাডাম গিলক্রিস্ট। কমেন্ট্রি বক্স থেকে ক্যারিবিয়ান টিমকে ঐতিহাসিক জয়ের জন্য যখন শুভেচ্ছা জানাচ্ছেন লারা, তাঁর চোখের কোনায় চিকচিক করছে জল। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
Adam Gilchrist hugged and congratulated Brian Lara in the commentary box after a historic West Indies win at the Gabba.
– Gilly is a true gentleman…!!! ❤️pic.twitter.com/xk92Lgw3tb
— Mufaddal Vohra (@mufaddal_vohra) January 28, 2024
একটা সময় লেবু, পেয়ারা, আপেল দিয়ে বোলিং করা শুরু করেছিলেন। সেই শেমার জোসেফ এখন পুরোপুরি ফিট না থেকেও গোলাপি বলে গাব্বায় দাপট দেখালেন। ম্যাচের শেষে তিনি বলেন, ‘আমি পরিষ্কার করে আমাদের ক্যাপ্টেনকে বলেছিলাম, আমার পায়ের আঙুলে যা-ই হোক না কেন আমি শেষ উইকেট না পড়া অবধি বোলিং করব।’
Shamar Joseph started his journey bowling with lemons, guavas, limes and apples.
Today he bowled with a Pink Ball at the Gabba and took West Indies to a historic win while being half fit. 🫡 pic.twitter.com/By27w41h8w
— Mufaddal Vohra (@mufaddal_vohra) January 28, 2024