Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

AUS vs WI: আবেগাপ্লুত লারার চোখে জল, সিকিউরিটি গার্ডের চাকরি ছাড়া শেমার যখন ক্যারিবিয়ান কিং

Watch Video: দীর্ঘ ২৭ বছর পর অস্ট্রেলিয়াকে তাদের দেশের মাটিতে হারিয়ে ইতিহাস গড়ল ক্রেগ ব্রেথওয়েটের ওয়েস্ট ইন্ডিজ। গাব্বায় প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে ৮ রানে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। নিজের দেশের এই জয় দেখে আর আবেগ ধরে রাখতে পারেননি লারা। কমেন্ট্রি বক্সেই তাঁকে আবেগে ভাসতে দেখা যায়।

AUS vs WI: আবেগাপ্লুত লারার চোখে জল, সিকিউরিটি গার্ডের চাকরি ছাড়া শেমার যখন ক্যারিবিয়ান কিং
AUS vs WI: আবেগাপ্লুত লারার চোখে জল, সিকিউরিটি গার্ডের চাকরি ছাড়া শেমার যখন ক্যারিবিয়ান কিং
Follow Us:
| Updated on: Jan 28, 2024 | 2:57 PM

কলকাতা: বছর ঘুরতে না ঘুরতে কতকিছুই বদলে যায়। ক্রিকেট বিশ্বের সাড়া জাগানো শেমার জোসেফের (Shamar Joseph) কথাই যদি বলা হয়… ২০২৩ সালের জানুয়ারিতে তিনি ক্রিকেট খেলার জন্য নিরাপত্তারক্ষীর কাজ ছেড়েছিলেন। কঠোর পরিশ্রমের ফল তিনি পেয়েছেন। ২০২৪ সালের জানুয়ারিতে তাঁর গায়ে উঠেছে ওয়েস্ট ইন্ডিজের জার্সি। টেস্ট ক্রিকেটে তাঁর অভিষেক হয়েছে। আর ডেবিউ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচেই তিনি পেয়েছেন ম্যাচের সেরার পুরস্কার। দীর্ঘ ২৭ বছর পর অস্ট্রেলিয়াকে তাদের দেশের মাটিতে হারিয়ে ইতিহাস গড়ল ক্রেগ ব্রেথওয়েটের ওয়েস্ট ইন্ডিজ। গাব্বায় প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে ৮ রানে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। নিজের দেশের এই জয় দেখে আর আবেগ ধরে রাখতে পারেননি কিংবদন্তি ব্রায়ান লারা (Brian Lara)। কমেন্ট্রি বক্সেই তাঁকে আবেগে ভাসতে দেখা যায়।

গাব্বায় অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট শেষ হতে না হতেই কমেন্ট্রি বক্সে লাফিয়ে ওঠেন ক্যারাবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা। আবেগাপ্লুত লারাকে জড়িয়ে ধরলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্যাপ্টেন অ্যাডাম গিলক্রিস্ট। কমেন্ট্রি বক্স থেকে ক্যারিবিয়ান টিমকে ঐতিহাসিক জয়ের জন্য যখন শুভেচ্ছা জানাচ্ছেন লারা, তাঁর চোখের কোনায় চিকচিক করছে জল। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

একটা সময় লেবু, পেয়ারা, আপেল দিয়ে বোলিং করা শুরু করেছিলেন। সেই শেমার জোসেফ এখন পুরোপুরি ফিট না থেকেও গোলাপি বলে গাব্বায় দাপট দেখালেন। ম্যাচের শেষে তিনি বলেন, ‘আমি পরিষ্কার করে আমাদের ক্যাপ্টেনকে বলেছিলাম, আমার পায়ের আঙুলে যা-ই হোক না কেন আমি শেষ উইকেট না পড়া অবধি বোলিং করব।’