BCCI Central Contracts 2024-25: বোর্ডের চুক্তি থেকে বাদ ‘পঞ্চপাণ্ডব’! তালিকায় শার্দূল-আবেশ, আর কারা?
ভারতীয় বোর্ডের পক্ষ থেকে যে কেন্দ্রীয় বার্ষিক চুক্তির তালিকা প্রকাশিত হয়েছে, তাতে ৩৪ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন। এই তালিকা থেকে বেশ কয়েকজন ক্রিকেটার বাদও পড়েছেন। জানেন তাঁরা কারা?

বোর্ডের চুক্তি থেকে বাদ 'পঞ্চপাণ্ডব'! তালিকায় শার্দূল-আবেশ, আর কারা?Image Credit: Ashley Vlotman/Gallo Images/Pankaj Nangia-ICC/ICC via Getty Images
কলকাতা: বোর্ডের নতুন কেন্দ্রীয় বার্ষিক চুক্তি (BCCI Central Contracts) নিয়ে অনেক দিন ধরে জল্পনা ও কল্পনা চলছিল। সোমবার, ২১ এপ্রিল সব জল্পনার অবসান হয়েছে। বিসিসিআইয়ের তরফে আজ ঘোষণা করা হয়েছে ২০২৪-২৫ মরসুমের কেন্দ্রীয় বার্ষিক চুক্তির তালিকা। সেখানে একাধিক ক্রিকেটারের গ্রেডে বদল এসেছে। অন্যদিকে শ্রেয়স আইয়ার, ঈশান কিষাণের মতো ক্রিকেটাররা বোর্ডের বার্ষিক চুক্তিতেও ফিরেছেন। আবার অনেক প্লেয়ার এই চুক্তি থেকে বাদও পড়েছেন। বোর্ডের কেন্দ্রীয় বার্ষিক চুক্তি থেকে বাদ পড়লেন কারা? দেখুন সেই তালিকা।
সদ্য প্রকাশিত হওয়া বোর্ডের কেন্দ্রীয় বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েছেন যে ক্রিকেটাররা, রইল তাঁদের তালিকা —
- শার্দূল ঠাকুর – চোট ও ধারাবাহিকতার অভাবের কারণে ২০২৩ সালের ডিসেম্বরের পর থেকে ভারতীয় দলে তাঁর আর জায়গা হয়নি। এই বারেও চুক্তিতেও তাঁর জায়গা হয়নি। তিনি আগে ছিলেন বি গ্রেডে।
- রবিচন্দ্রন অশ্বিন- ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তাই তিনি আর বোর্ডের চুক্তির জন্য বৈধ্য নন। তিনি ছিলেন গ্রেড – এ-তে।
- আবেশ খান- ভারতের টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য ছিলেন আবেশ খান। ধারাবাহিকতার অভাবের কারণে এ বারের চুক্তিতে তাঁর জায়গা হয়নি। এর আগে তিনি গ্রেড- সি-তে ছিলেন।
- জীতেশ শর্মা- শেষবার ২০২৪ সালের জানুয়ারি মাসে ভারতীয় দলের জার্সি পরেছিলেন জীতেশ। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপ দলেও তাঁর জায়গা হয়নি। অতীতে তিনি গ্রেড-সি-তে ছিলেন।
- কেএস ভরত- উইকেটের পিছনে ধারাবাহিকতা না দেখাতে পারার ফলে কেএস ভরতকে ভারতীয় টিমে তাঁর জায়গা হারাতে হয়েছে। তাঁর পরিবর্তে প্রতিভাবান তরুণ ধ্রুব জুরেল উইকেটকিপার-ব্যাটার হিসেবে নজর কেড়েছেন। যার ফলে ভরত বাদ পড়েছেন বোর্ডের কেন্দ্রীয় বার্ষিক চুক্তি থেকে। অতীতে ভরত বোর্ডের সি গ্রেডের অন্তর্ভুক্ত ছিলেন।
