
কলকাতা: দেশের মাটিতে হইহই করে চলছে ১৮তম আইপিএল। আর এই প্রথম বার আইপিএলে (IPL) খেলছেন না শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। তারপরও দেশের প্রাক্তন ক্রিকেটার লাইমলাইটে। এ বার তাঁর ক্রিকেট জীবনের থেকে বেশি করে চর্চা হচ্ছে ‘লাভ লাইফ’ নিয়ে। বিগত কয়েকদিন ধরে শিখরের প্রেমজীবন নিয়ে চর্চা হচ্ছে। এক বিদেশিনীর নাম ভেসে আসছে বারবার। নাম তাঁর সোফি শাইন। এ বার তাঁর সঙ্গেই এক রিলস ইন্সটাগ্রামে শেয়ার করেছেন গব্বর।
শিখর ধাওয়ানের ইন্সটাগ্রামে ঢুঁ মারলে দেখা যায় তিনি সোফি শাইনের সঙ্গে একটি রিলস শেয়ার করেছেন। যেখানে ক্যাপশনে লিখেছেন, ‘গব্বর ইজ ব্যাক।’ সেই ভিডিয়োতে দেখা যায় সোফি সোফায় বসে রয়েছেন। সামনে দাঁড়িয়ে শিখর। সেই সময় সোফি বলেন, ‘গুরুজি আমার এখান থেকে যাওয়ার ইচ্ছে করছে না।’ তা শুনে শিখর বলেন, ‘কেন?’ উত্তরে সোফি বলেন, ‘আপনার কাছে আমি থাকতে চাই।’ এরপর শিখর বলেন, ‘বাড়িতে মনে হয় মা কাজ করায়।’ তারপর দু’জনই হাসতে শুরু করেন। ওই ভিডিয়োর কমেন্ট সেকশনে অনেকেই শিখর ও সোফির সম্পর্ক নিয়ে অনেক কিছু লিখেছেন।
গব্বর ও সোফির প্রেমের গুঞ্জন এখন শুরু হয়নি। চ্যাম্পিয়ন্স ট্রফির সময় ভারত-বাংলাদেশ ম্যাচে দর্শক আসনে শিখরের সঙ্গে দেখা গিয়েছিল এক বিদেশিনীকে। কে ওই মহিলা, তখন থেকেই খোঁজ শুরু হয়েছিল। পরে জানা যায় গব্বরের সঙ্গে ছিলেন সোফি শাইন। তিনি আয়ারল্যান্ডের বাসিন্দা। কিছুদিন আগে এক অনুষ্ঠানে প্রত্যক্ষ না হলেও পরোক্ষ ভাবে সোফিকে নিজের প্রেমিকা বলেছিলেন শিখর। এ বার দেখার সোফির সঙ্গে গব্বর কতটা শাইন করতে পারেন!