
দুবাই: বসন্ত দোলা দিচ্ছে ভারতের প্রাক্তন ক্রিকেটার গব্বরের মনে। ভারতীয় ক্রিকেটের গব্বর — এ কথা বললে, আলাদা করে পরিচয় দেওয়ার প্রয়োজন পড়ে না। কারণ, তিনি সকলের প্রিয় শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। চলতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্র্যান্ড আম্বাসাডর হিসেবে আইসিসি বেছে নিয়েছে ধাওয়ানকে। যার ফলে ভারত-বাংলাদেশ ম্যাচ দেখতে তিনি পৌঁছে গিয়েছিলেন দুবাইতে। সেখানে তাঁর পাশে ম্যাচের সময় দেখা গিয়েছে এক রহস্যময়ীকে। এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় চর্চা হচ্ছে শিখরের ব্যক্তিগত জীবন নিয়ে। নেটিজ়েনদের মতে ফের প্রেমে হাবুডুবু খাচ্ছেন ভারতের প্রাক্তন ওপেনার।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ম্যাচের সময় শিখর ধাওয়ানকে দেখা গিয়েছে এক সুন্দরীর সঙ্গে। তাঁর পাশে বসেই ম্যাচ দেখছিলেন তিনি। নেটিজ়েনরা বলাবলি করছেন, তিনি শিখরের গার্লফ্রেন্ড। ওই বিদেশিনী কে? খোঁজ শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ওই রহস্যময়ীর নাম সোফি শাইন। তিনি এক প্রোডাক্ট কনসালটেন্ট হিসেবে কাজ করেন। এই মহিলার সঙ্গে গত বছরের নভেম্বরে এয়ারপোর্টে দেখা গিয়েছিল শিখরকে। তবে তিনি ও শিখর সম্পর্কে রয়েছেন কিনা, তা নিয়ে কেউ মুখ খোলেননি।
भारत बांग्लादेश मैच के दौरान वापसी करते शिखर धवन 🤦🏻♂️ pic.twitter.com/4OVhrGAVUj
— Anshika Singh Yadav (@Anshika_in) February 20, 2025
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই মহিলার সঙ্গে শিখরের ছবি। (ছবি-এক্স)
দুবাইতে ভারত-বাংলাদেশ ম্যাচের মাঝে রহস্যময়ীর সঙ্গে শিখর। (ছবি-এক্স)
২০২৪ সালের ২৪ অগস্ট আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন শিখর ধাওয়ান। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগকে যদিও বিদায় জানাননি তিনি। খুব মিশুকে শিখর। তাঁর বিধ্বংসী ব্যাটিং দর্শকরা উপভোগ করতেন। ক্রিকেট জীবনের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও মাঝে মাঝে আলোচনা হয়। আয়েশা মুখোপাধ্যায়ের সঙ্গে ডিভোর্সের পর ছেলে জোরাবরকে কাছে পান না তিনি। কারণ জোরাবর অস্ট্রেলিয়ায় আয়েশার সঙ্গে থাকে। মাঝে মাঝেই শিখর ছেলের জন্য আবেগপ্রবণ হয়ে পড়েন।