West Indies Cricket: নয়া ভূমিকায় চন্দ্রপল

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর জিমি অ্যাডামস (Jimmy Adams) বলেন, 'আগামী প্রজন্মের উন্নতিসাধনেই শিবনারায়ণ চন্দ্রপলকে ব্যাটিং পরামর্শদাতা হিসেবে নিযুক্ত করেছি আমরা। ওর পরামর্শ নিঃসন্দেহে দেশের প্রতিভাবান ক্রিকেটারদের আরও ক্ষুরধার করে তুলবে।'

West Indies Cricket: নয়া ভূমিকায় চন্দ্রপল
শিবনারায়ণ চন্দ্রপল। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Nov 13, 2021 | 2:51 PM

অ্যান্টিগা: বাইশ গজ ছেড়েছেন অনেক আগেই। তবে বাইশ গজের মোহে আবারও। তবে এ বার নয়া ভূমিকায়। ওয়েস্ট ইন্ডিজের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শদাতা হলেন শিবনারায়ণ চন্দ্রপল (Shivnarine Chanderpaul)।

অ্যান্টিগায় (Antigua) কয়েক দিন বাদেই অনূর্ধ্ব-১৯ দলের শিবির। সেখানেই টিমের সঙ্গে যোগ দেবেন চন্দ্রপল। জানুয়ারি-ফেব্রুয়ারিতে দ্বীপরাষ্ট্রেই হবে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ (U19 Cricket World Cup)। তার আগেই দেশের যুব ক্রিকেটারদের আরও ধারাল করতেই ব্যাটিং পরামর্শদাতা হিসেবে নিযুক্ত করা হয় ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ব্যাটারকে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর জিমি অ্যাডামস (Jimmy Adams) বলেন, ‘আগামী প্রজন্মের উন্নতিসাধনেই শিবনারায়ণ চন্দ্রপলকে ব্যাটিং পরামর্শদাতা হিসেবে নিযুক্ত করেছি আমরা। ওর পরামর্শ নিঃসন্দেহে দেশের প্রতিভাবান ক্রিকেটারদের আরও ক্ষুরধার করে তুলবে।’

ওয়েস্ট ইন্ডিজের অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ ফ্লয়েড রেইফার। এছাড়া স্যর কার্টলে অ্যামব্রোজ (Curtly Ambrose) দীর্ঘদিন দলের সঙ্গে যুক্ত। এ বার চন্দ্রপলের অন্তর্ভুক্তিতে যুব দলের শক্তিও অনেকটা বাড়বে বলে আশাবাদী জিমি অ্যাডামস। গত আগস্টেই প্রস্তুতি শিবিরের জন্য ২৮ ক্রিকেটারের নাম ঘোষণা করে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। জাতীয় দলের ১৬৪ টেস্ট ম্যাচ খেলেছেন চন্দ্রপল। মোট ১১ হাজার ৮৬৭ রান করেছেন কিংবদন্তি ক্যারিবিয়ান ক্রিকেটার। ব্যাটিং গড় ৫১.৩৭। ৪ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত হবে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ।

আরও পড়ুন: ISL 2021-22: লাল-হলুদ জার্সিতেই প্রত্যাবর্তনের রাস্তা খুঁজছেন অমরজিত্‍