ISL 2021-22: লাল-হলুদ জার্সিতেই প্রত্যাবর্তনের রাস্তা খুঁজছেন অমরজিত্‍

অমরজিত্‍ বলেন, 'আমিরশাহিতে থাকার সময় রোজ ক্লাবের কোচ-ফুটবলাররা আমার সঙ্গে কথা বলত। শুভেচ্ছা পাঠাত। এটা দেখে আরও উজ্জীবিত হই। ক্লাবের থেকে অনেকটা দূরে, তাও টিম ম্যানেজমেন্ট আমার কথা ভাবত। আমিরশাহি থেকে ফিরে শিবিরে যোগ দেওয়ার সময়ও আমাকে স্বাগত জানায় কোচ-ফুটবলাররা।'

ISL 2021-22: লাল-হলুদ জার্সিতেই প্রত্যাবর্তনের রাস্তা খুঁজছেন অমরজিত্‍
অমরজিত্‍ সিং কিয়াম। ছবি: SCEB মিডিয়া
Follow Us:
| Edited By: | Updated on: Nov 13, 2021 | 9:58 AM

পানাজি: ভারতের অন্যতম সেরা প্রতিশ্রুতিমান ফুটবলারের তালিকাতেই রাখা হয়েছিল তাঁকে। কিন্তু চোট-আঘাতই তাঁর কেরিয়ারে বাধা হয়ে দাঁড়ায়। ভারতের অনূর্ধ্ব-১৭ (U-17 India) দলের প্রাক্তন অধিনায়ক অমরজিত্‍ সিং কিয়াম (Amarjit Singh Kiyam)। তাঁর নেতৃত্বেই দেশের মাঠে যুব ফুটবল বিশ্বকাপ খেলেছিল ভারত।

কেরিয়ারের শুরুটা একেবারেই মসৃণ ভাবে হয়নি মণিপুরের এই ছেলের। ভারতের প্রতিশ্রুতিমান মিডফিল্ডার হিসেবেই দেখা হচ্ছিল তাঁকে। যদিও কেরিয়ারের এখনও লম্বা পথ বাকি। একরাশ প্রত্যাশা নিয়ে তাঁকে এ বারে দলে নিয়েছে এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। চোটের জন্য গত বছর এফসি গোয়ার জার্সিতে মাত্র ৬টা ম্যাচ খেলতে পেরেছিলেন। বছর দুয়েক আগে জামশেদপুর এফসির হয়ে বেশ কয়েকটা ম্যাচ খেলেন মণিপুরের এই মিডফিল্ডার। এসসি ইস্টবেঙ্গল থেকেই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন অমরজিত্‍।

এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কোয়ালিফায়ারে এ বার দেশের জার্সিতে খেলেছেন অমরজিত্‍। সংযুক্ত আরব আমিরশাহিতে থাকাকালীন নিয়মিত তাঁর সঙ্গে যোগাযোগ রেখেছেন এসসি ইস্টবেঙ্গলের কোচ, ফুটবলাররা। আর এতেই ক্লাবের উপর ভালোবাসা অনেকটা বেড়ে গিয়েছে তাঁর। অমরজিত্‍ বলেন, ‘আমিরশাহিতে থাকার সময় রোজ ক্লাবের কোচ-ফুটবলাররা আমার সঙ্গে কথা বলত। শুভেচ্ছা পাঠাত। এটা দেখে আরও উজ্জীবিত হই। ক্লাবের থেকে অনেকটা দূরে, তাও টিম ম্যানেজমেন্ট আমার কথা ভাবত। আমিরশাহি থেকে ফিরে শিবিরে যোগ দেওয়ার সময়ও আমাকে স্বাগত জানায় কোচ-ফুটবলাররা।’

সামনের সপ্তাহেই মাঠে নামছে এসসি ইস্টবেঙ্গল। ২১ তারিখ জামশেদপুর এফসির (Jamshedpur FC) বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান করছে লাল-হলুদ। দল নিয়ে আত্মবিশ্বাসের সুর শোনালেন অমরজিত্‍। তিনি বলেন, ‘টিমের মধ্যে যথেষ্ট বোঝাপড়া তৈরি হয়েছে। দলের পরিবেশও বেশ ভালো। প্রথম ম্যাচই আমাদের জিততে হবে। ম্যাচ প্রতি ম্যাচ জিতে এগিয়ে যাব। সমর্থকদের উদ্দেশ্যেও বলতে চাই, আমাদের পাশে থেকো।’

আরও পড়ুন: Mohammad Rizwan: নায়কের মর্যাদা পাচ্ছেন মহম্মদ রিজওয়ান