সচিনের আরোগ্য কামনা করে ট্রোলড শোয়েব

Apr 01, 2021 | 5:23 PM

এভাবে ট্রোলের (Troll) মুখে পড়তে হবে বলে কি আর জানতেন শোয়েব (Shoaib Akhtar)? না হলে হয়তো একটু অন্য ভাবেই আরোগ্য কামনার বার্তা জানাতেন।

সচিনের আরোগ্য কামনা করে ট্রোলড শোয়েব
সৌজন্যে-শোয়েব আখতার টুইটার

Follow Us

মুম্বই: করোনায় (COVID-19) আক্রান্ত হওয়ার পর দেশ বিদেশ থেকে আরোগ্য কামনার বার্তা পেয়েছেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। ওয়াঘার ওপার থেকে সচিনের আরোগ্য কামনা করে টুইট করেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব আখতার (Shoaib Akhtar)। আর সেই টুইট করেই ট্রোলের মুখে পাক-ক্রিকেটার।

শোয়েব টুইটে লেখেন, “মাঠের মধ্যে আমার অন্যতম প্রিয় প্রতিদ্বন্দ্বী। বন্ধু তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো।” এত দূর অবধি ঠিক ছিল। কিন্তু সচিনের কয়েকজন ভক্ত মানতে নারাজ যে শোয়েবের সঙ্গে সচিনের বেশি প্রতিদ্বন্দ্বিতা ছিল। ২০০৩ সালের বিশ্বকাপে পাকিস্তানের ফাস্ট বোলারদের চাপের মুখে ফেলে দিয়েছিলেন মাস্টার ব্লাস্টার। সেই তালিকায় ছিলেন শোয়েব আখতার, ওয়াকর ইউনিস এবং ওয়াসিম আক্রমের মতো বোলাররা।

 

আরও পড়ুন: ওসাকায় অলিম্পিকের মশালদৌড় বন্ধের দাবি

 

সচিনকে নিজের প্রতিদ্বন্দ্বী বলার জন্য শোয়েবকে টুইটারে সচিনের এক ভক্ত বলেন,”শোয়েব ভাই তুমি শুধু ফাস্ট এবং কখনও তুমি সচিনের প্রতিদ্বন্দ্বী ছিলে না। সচিন অ্যামব্রোস, ম্যাকগ্রা, ওয়াসিম, ভাস, ডোনাল্ড, স্টেইন, ক্যাডিক, লি ও আরও অনেক কিংবদন্তি বোলারদের খেলেছেন। অপনি শুধুমাত্র একজন বোলার ছিলেন আর কিছু না…”

 

সচিনের এক ভক্ত তো আবার বলেছেন, “সত্যি বলতে কি… সচিনের প্রতিদ্বন্দ্বিতা তোমার সঙ্গে নয়, আক্রম আর ইউনিসের সঙ্গে ছিল।” এভাবে ট্রোলের মুখে পড়তে হবে বলে কি আর জানতেন শোয়েব? না হলে হয়তো একটু অন্য ভাবেই আরোগ্য কামনার বার্তা জানাতেন।

আরও পড়ুন: চেন্নাইয়ে আরসিবির বায়ো বাবলে বিরাট-এবিডি

Next Article