Shreyas Iyer: রুদ্ধশ্বাস ম্যাচ, অভিষেক নায়ারের চাল! পরপর ট্রফি হাতছাড়া ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারের

T20 Mumbai League: আইপিএল ফাইনালে রুদ্ধশ্বাস ম্যাচে ৬ রানে হার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে। পঞ্জাব কিংসের ট্রফির অপেক্ষা বেড়েছে। আইপিএল শেষেই আরও একটা টুর্নামেন্টের ফাইনালে শ্রেয়স আইয়ারের টিম। এ বার রুদ্ধশ্বাস লড়াই। যদিও শেষ ওভারে হার।

Shreyas Iyer: রুদ্ধশ্বাস ম্যাচ, অভিষেক নায়ারের চাল! পরপর ট্রফি হাতছাড়া ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারের
Image Credit source: MUMBAI T20

Jun 12, 2025 | 11:42 PM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে উঠেছিল পঞ্জাব কিংস। শ্রেয়স আইয়ারের নেতৃত্বে দীর্ঘ এগারো বছর পর প্লে-অফ এবং ফাইনালের যোগ্যতা অর্জন করেছিল। যদিও কেকেআরকে চ্যাম্পিয়ন করানো শ্রেয়স আইয়ারের হাতে ট্রফি ওঠেনি। আইপিএল ফাইনালে রুদ্ধশ্বাস ম্যাচে ৬ রানে হার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে। পঞ্জাব কিংসের ট্রফির অপেক্ষা বেড়েছে। আইপিএল শেষেই আরও একটা টুর্নামেন্টের ফাইনালে শ্রেয়স আইয়ারের টিম। এ বার রুদ্ধশ্বাস লড়াই। যদিও শেষ ওভারে হার।

দীর্ঘ ৬ বছর পর প্রত্যাবর্তন হয়েছে মুম্বই টি-টোয়েন্টি লিগের। সূর্যকুমার যাদব, শিবম দুবে, পৃথ্বী শ, শ্রেয়স আইয়ারের মতো তারকারা এখানে মার্কি প্লেয়ার ছিলেন। সোবো মুম্বই ফ্যালকনসের মার্কি প্লেয়ার তথা ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার। স্কাই এবং পৃথ্বীর টিম লিগ পর্বেই ছিটকে গিয়েছিল। দুর্দান্ত পারফর্ম করে ফাইনালে জায়গা করে নিয়েছিল শ্রেয়স আইয়ারের টিম। যদিও ট্রফি তোলা হল না।

মুম্বই টি-টোয়েন্টি লিগের অ্যাম্বাসাডর মুম্বই চা রাজা রোহিত শর্মাও উপস্থিত ছিলেন ফাইনাল দেখতে। শ্রেয়সের ফ্যালকন টিমের উল্টোদিকে ছিলেন সিদ্ধেশ লাড। যাঁর বাবার কাছেই ক্রিকেটে হাতেখড়ি রোহিত শর্মার। ফাইনালে শ্রেয়সদের হারিয়ে চ্যাম্পিয়ন সিদ্ধেশ লাডের মারাঠা রয়্যালস। ফাইনাল হল ফাইনালের মতোই। প্রচুর ক্রিকেট প্রেমী হাজির মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। রান তাড়ায় নেমেছিল মারাঠা রয়্যালস। শেষ ওভারে ৭ রান দরকার ছিল। মারাঠা রয়্যালস টিমে যুক্ত রয়েছেন কেকেআরের সহকারী কোচ অভিষেক নায়ার। গত বছর কেকেআরের সঙ্গে ট্রফি জিতেছিলেন। মুম্বই টি-টোয়েন্টিতেও তাঁর টিম চ্যাম্পিয়ন।

ফাইনালে প্রথমে ব্যাট করে শ্রেয়স আইয়ারের মুম্বই ফ্যালকনস নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৫৭ রান করে। শ্রেয়স আইয়ার ১৭ বলে ১২ রান করেন। রান তাড়ায় সহজ টার্গেটই মনে হয়েছিল মারাঠা রয়্যালসের জন্য। যদিও উল্টোদিকে ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার থাকায় এটা যে সহজ হবে না পরিষ্কার ছিল। ১৯তম ওভারে দুই সেট ব্যাটারের উইকেট হারাতে ম্যাচ আরও জমে ওঠে। যদিও শ্রেয়সদের কিছু মিস ফিল্ডিং শেষ দিকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। চার বল বাকি থাকতেই চ্য়াম্পিয়ন সিদ্ধেশ লাডের নেতৃত্বাধীন মারাঠা রয়্যালস।